হায়দরাবাদ, 25 জুলাই: ভারত 2060 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে । এমনই ভবিষ্যদ্বাণী করলেন ব্রিটিশ সাংসদ লর্ড করণ বিলিমোরিয়া ৷ সম্প্রতি বেগমপেটে তাঁর নিজের স্কুল হায়দরাবাদ পাবলিক স্কুলের ইনভেস্টিচার সেরিমনির ফাঁকে বিলিমোরিয়া বলেন, ভারত ব্রিটেনকে ছাড়িয়ে গিয়েছে এবং এটি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ৷
ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য বলেন, "পুরো বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে । ভারত এখন নিঃসন্দেহে, খুব শীঘ্রই বিশ্বের তিনটি সুপার পাওয়ারের মধ্যে অন্যতম হতে চলেছে । আমার ভবিষ্যদ্বাণী হল, 25 বছরের মধ্যে ভারতের জিডিপি 32 ট্রিলিয়ন ডলার হবে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে এই দেশ । আমি আরও একধাপ এগিয়ে যাচ্ছি, আমি বিশ্বাস করি 2060 সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে ৷"
তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিটি শিগগিরই আসতে চলেছে ৷ দুই দেশের মধ্যে বাণিজ্য খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সেই বাণিজ্য এখন বছরে 30 বিলিয়ন পাউন্ডেরও বেশি বলে জানিয়েছেন ব্রিটেনের আইনপ্রণেতা ৷ তাঁর কথায়, "আমি এখনও মনে করি যে আমরা এটিকে বহুগুণ বাড়াতে পারি ।"
আরও পড়ুন: 2023 সালে ভারত দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির মধ্যে থাকবে: রিজার্ভ ব্যাংকের গভর্নরের
এই বছরের এপ্রিলে তাঁর নেতৃত্বে ব্রিটেনের সংসদীয় প্রতিনিধি দলের ভারত সফরের কথা স্মরণ করে বিলিমোরিয়া বলেন, ব্যবসায়ী, প্রেসের সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে বড় প্রতিনিধি দলের সফর পুনরায় শুরু করা উচিত । তিনি আরও বলেন যে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ভারত সফরে একটি বড় প্রতিনিধি দলের আসা উচিত ।
ব্রিটিশ সাংসদের মতে, 1.7 মিলিয়ন ভারতীয় বংশোদ্ভূত মানুষ যাঁরা ব্রিটেনে থাকেন, তাঁরা ভারতের সঙ্গে ব্রিটেনের জীবন্ত সেতুবন্ধনের কাজ করে এবং তাঁরা ব্রিটেনের সবচেয়ে সফল সংখ্যালঘু সম্প্রদায়, যার মধ্যে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর পাশাপাশি ব্যবসায়িক ও জীবনের অন্যান্য ক্ষেত্রে অনেক সফল নেতাও রয়েছেন ৷ কোবরা বিয়ারের প্রতিষ্ঠাতা লর্ড বিলিমোরিয়া একইসঙ্গে বলেছেন যে, তিনি ভারতে পণ্যটি পুনরায় চালু করতে বিশেষ আগ্রহী ৷