ETV Bharat / bharat

Corona in India : একদিনে 40 শতাংশ বাড়ল সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যু - covid 19

গতকাল 25 হাজারের পর আজ এক ধাক্কায় দশ হাজার বেড়ে দৈনিক সংক্রমণ গিয়ে দাঁড়াল 35 হাজারে ৷ মৃ্ত্যু বাড়ল সামান্যই ৷

Corona in India
Corona in India
author img

By

Published : Aug 18, 2021, 9:59 AM IST

নয়া দিল্লি, 18 অগস্ট : একদিনে 10 হাজার বাড়ল সংক্রমণ ৷ গতকাল যা ছিল 25 হাজারে আজ একদিনের মধ্যে তা বেড়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল 35 হাজারে ৷ একদিনে এত সংক্রমণ বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই ফের চিন্তায় দেশবাসী ৷ গতকালের তুলনায় সামান্য বেড়েছে মৃতের সংখ্যা । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 440 জনের । গতকাল সংখ্যাটা ছিল 437 ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 35 হাজার 178 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 22 লাখ 85 হাজার 857 জন । একদিনে মৃত্যু হয়েছে 440 জনের । এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে 4 লাখ 32 হাজার 519 জনের । এদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে । এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত রয়েছে 3 লাখ 67 হাজার 415 জন । করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 14 লাখ 85 হাজার 923 জন ৷

গত 24 ঘণ্টায় 55 লাখ 5 হাজার 75 টি টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণের দেওয়া হয়েছে 56 কোটি 6 লাখ 52 হাজার 30 টি ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল 17 লাখ 97 হাজার 559 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 49 কোটি 84 লাখ 27 হাজার 83 টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Weather Forecast : আগামী 24 ঘণ্টায় দক্ষিণে চলবে বৃষ্টিপাত, উত্তরে জারি সতর্কতা

নয়া দিল্লি, 18 অগস্ট : একদিনে 10 হাজার বাড়ল সংক্রমণ ৷ গতকাল যা ছিল 25 হাজারে আজ একদিনের মধ্যে তা বেড়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল 35 হাজারে ৷ একদিনে এত সংক্রমণ বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই ফের চিন্তায় দেশবাসী ৷ গতকালের তুলনায় সামান্য বেড়েছে মৃতের সংখ্যা । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 440 জনের । গতকাল সংখ্যাটা ছিল 437 ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 35 হাজার 178 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 22 লাখ 85 হাজার 857 জন । একদিনে মৃত্যু হয়েছে 440 জনের । এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে 4 লাখ 32 হাজার 519 জনের । এদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে । এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত রয়েছে 3 লাখ 67 হাজার 415 জন । করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 14 লাখ 85 হাজার 923 জন ৷

গত 24 ঘণ্টায় 55 লাখ 5 হাজার 75 টি টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণের দেওয়া হয়েছে 56 কোটি 6 লাখ 52 হাজার 30 টি ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল 17 লাখ 97 হাজার 559 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 49 কোটি 84 লাখ 27 হাজার 83 টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Weather Forecast : আগামী 24 ঘণ্টায় দক্ষিণে চলবে বৃষ্টিপাত, উত্তরে জারি সতর্কতা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.