নয়াদিল্লি, 20 জুলাই : দেশে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ 125 দিন পর 30 হাজারের ঘরে নামল আক্রান্তের সংখ্যা ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত কয়েকদিনে দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে-বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 30 হাজার 93 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 374 জনের ৷
9 জুলাই থেকে লাগাতার পাঁচ দিন নিম্নমুখী ছিল করোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত বুধ ও বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী হয় দেশের করোনা সংক্রমণের গ্রাফ ৷ আবার শুক্র ও শনিবার কমে যায় সংক্রমণের সংখ্যা ৷ রবিবার ফের তা বেড়ে যায় ৷ গতকাল সেই তুলনায় আবার অনেকটাই কমে সংক্রমণ ৷ আজ আরও অনেকটা নেমেছে সংক্রমণের গ্রাফ ৷ মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 30 হাজার 93 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 38 হাজার 164 জন ৷ দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল 3 কোটি 11 লাখ 74 হাজার 322 জন ৷
আরও পড়ুন, এক ধাক্কায় অনেকটা কমে রাজ্যে 24 ঘণ্টায় করোনা আক্রান্ত 666
সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গতকাল করোনায় মৃত্যু হয় 499 জনের ৷ আজ সেই হিসেবে আরও কমেছে মৃতের সংখ্যা ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 লক্ষ 14 হাজার 482 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত রয়েছেন 4 লক্ষ 6 হাজার 130 জন ৷ কমেছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 45 হাজার 254 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট 3 কোটি 3 লক্ষ 53 হাজার 710 জন ৷
এখনও পর্যন্ত দেশে 41 কোটি 18 লক্ষ 46 হাজার 401 জনকে করোনা টিকার ডোজ দেওয়া গিয়েছে ৷ তার মধ্যে গতকাল টিকা নিয়েছেন 52 লাখ 67 হাজার 309 ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক-ভি ও মডার্না টিকার ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র ৷