নয়াদিল্লি, 8 অগস্ট: সপ্তাহ শেষে কিছুটা কমল করোনার সংক্রমণ ৷ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 16 হাজার 167 জন ৷ শুক্রবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 18 হাজার 738 জন (India reports 18738 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 41 লক্ষ 46 হাজার 899 জন করোনায় সংক্রামিত হলেন ৷
আজকের বুলেটিন অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) সংখ্যা 1 লাখ 35 হাজার 510, যা মোট সংক্রমণের 0.31 শতাংশ ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 34 হাজার 793 ৷ তবে দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 6.14 শতাংশে পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 41 জন ৷ এ পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 26 হাজার 720 জন ৷
-
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) August 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/lot1Ojz8Zc pic.twitter.com/hO2cks6X7n
">#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) August 8, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/lot1Ojz8Zc pic.twitter.com/hO2cks6X7n#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) August 8, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/lot1Ojz8Zc pic.twitter.com/hO2cks6X7n
আরও পড়ুন: চিকেন পক্সের বাড়বাড়ন্তে বিশেষ সচেতনতা কলকাতা পৌরনিগমে
গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন 15 হাজার 549 জন ৷ এখনও পর্যন্ত দেশে সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 34 লক্ষ 99 হাজার 659 জন ৷ সুস্থতার হার 98.50 শতাংশ ৷