দিল্লি, 20 ডিসেম্বর : একদিনে কোরোনা আক্রান্ত হল প্রায় সাড়ে 26 হাজার । গতকালের তুলনায় আজ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে । শনিবার কোরোনা আক্রান্ত হয়েছিল 25 হাজার 153 জন । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 26 হাজার 624 জন । মৃত্যু হয়েছে 341 জনের । দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 31 হাজার 223 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 45 হাজার 477 জনের ।
গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 29 হাজার 690 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 95 লাখ 80 হাজার 402 জন । এপর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3 লাখ 5 হাজার 344 জন ।
-
A total of 16,11,98,195 samples tested for #COVID19 up to December 19. Of these, 11,07,681 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/VisSfkTL81
— ANI (@ANI) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A total of 16,11,98,195 samples tested for #COVID19 up to December 19. Of these, 11,07,681 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/VisSfkTL81
— ANI (@ANI) December 20, 2020A total of 16,11,98,195 samples tested for #COVID19 up to December 19. Of these, 11,07,681 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/VisSfkTL81
— ANI (@ANI) December 20, 2020
কোরোনা সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 18 লাখ 92 হাজার 707 জন এবং সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 81 হাজার 841 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক, মোট আক্রান্ত 9 লাখ 8 হাজার 275, সুস্থ হয়েছে 8 লাখ 81 হাজার 882 জন । অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থানে রয়েছে । মোট আক্রান্ত 8 লাখ 78 হাজার 285 জন এবং সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 66 হাজার 856 জন ।
-
India records 26,624 new COVID-19 cases, 29,690 recoveries, & 341 deaths in the last 24 hours, as per Health Ministry.
— ANI (@ANI) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Total cases: 1,00,31,223
Total recoveries: 95,80,402
Active cases: 3,05,344
Death toll: 1,45,477 pic.twitter.com/JWFahf7s5Q
">India records 26,624 new COVID-19 cases, 29,690 recoveries, & 341 deaths in the last 24 hours, as per Health Ministry.
— ANI (@ANI) December 20, 2020
Total cases: 1,00,31,223
Total recoveries: 95,80,402
Active cases: 3,05,344
Death toll: 1,45,477 pic.twitter.com/JWFahf7s5QIndia records 26,624 new COVID-19 cases, 29,690 recoveries, & 341 deaths in the last 24 hours, as per Health Ministry.
— ANI (@ANI) December 20, 2020
Total cases: 1,00,31,223
Total recoveries: 95,80,402
Active cases: 3,05,344
Death toll: 1,45,477 pic.twitter.com/JWFahf7s5Q
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে শনিবারে মোট 11 লাখ 7 হাজার 681 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 16 কোটি 11 লাখ 98 হাজার 195 সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।