ETV Bharat / bharat

Lalu on Civil war: দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে : লালু

দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে ৷ বিজেপিকে একহাত নিয়ে এই ভাষাতেই আক্রমণ করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu on Civil war)৷

India Heading Towards "Civil War": Lalu Prasad Yadav slams BJP
দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে : লালু
author img

By

Published : Jun 6, 2022, 10:24 AM IST

পাটনা, 6 জুন: ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ (India Heading Towards Civil War)৷ কেন্দ্রকে একহাত নিয়ে এই ভাষাতেই তোপ দাগলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব (Lalu on Civil war)৷ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে মানুষকে জোট বাঁধার ডাক দিয়েছেন তিনি ৷

সম্পূর্ণ ক্রান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য পেশের সময় লালু বলেন, "বিজেপি যে ভাবে কাজ করছে, তাতে দেশ ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ৷ দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি ৷ আমাদের একসঙ্গে থেকে লড়তে হবে এবং আমরাই জিতব ৷"

ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে লালু বলেছেন, "আমাদের পিছু হঠতে হবে না ৷"

আরও পড়ুন: CBI Raid at Lalu Yadav Residence : লালুর বাড়িতে সিবিআই তল্লাশি, দায়ের হল নতুন মামলা

ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে 139.35 কোটি টাকা তুলে নেওয়ার মামলায় গত এপ্রিল মাসে লালুকে জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত এই মামলা (Lalu Prasad Yadav slams BJP)৷

গত ফেব্রুয়ারি মাসে পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলার সঙ্গে জড়িত ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে টাকা তোলার ঘটনায় লালুকে দোষী সাব্যস্ত করে রাঁচির বিশেষ সিবিআই আদালত ৷ এই মামলায় 14 বছরের হাজতবাস ও 60 লাখ টাকা জরিমানার সাজা শোনানো হয়েছে তাঁকে ৷ এর আগে, দুমকা, দেওঘর ও চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেয়েছেন আরজেডি প্রধান ৷

পাটনা, 6 জুন: ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ (India Heading Towards Civil War)৷ কেন্দ্রকে একহাত নিয়ে এই ভাষাতেই তোপ দাগলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব (Lalu on Civil war)৷ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে মানুষকে জোট বাঁধার ডাক দিয়েছেন তিনি ৷

সম্পূর্ণ ক্রান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য পেশের সময় লালু বলেন, "বিজেপি যে ভাবে কাজ করছে, তাতে দেশ ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ৷ দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি ৷ আমাদের একসঙ্গে থেকে লড়তে হবে এবং আমরাই জিতব ৷"

ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে লালু বলেছেন, "আমাদের পিছু হঠতে হবে না ৷"

আরও পড়ুন: CBI Raid at Lalu Yadav Residence : লালুর বাড়িতে সিবিআই তল্লাশি, দায়ের হল নতুন মামলা

ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে 139.35 কোটি টাকা তুলে নেওয়ার মামলায় গত এপ্রিল মাসে লালুকে জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত এই মামলা (Lalu Prasad Yadav slams BJP)৷

গত ফেব্রুয়ারি মাসে পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলার সঙ্গে জড়িত ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনি ভাবে টাকা তোলার ঘটনায় লালুকে দোষী সাব্যস্ত করে রাঁচির বিশেষ সিবিআই আদালত ৷ এই মামলায় 14 বছরের হাজতবাস ও 60 লাখ টাকা জরিমানার সাজা শোনানো হয়েছে তাঁকে ৷ এর আগে, দুমকা, দেওঘর ও চাইবাসা ট্রেজারি মামলায় জামিন পেয়েছেন আরজেডি প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.