ETV Bharat / bharat

2021 প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রীকে

দুই দেশের প্রধানের মধ্য়ে ফোনে কথা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করে জানান, আগামী দশকগুলিতে ভারত ও ইংল্য়ান্ডের মধ্য়ে সম্পর্কের রোডম্য়াপ নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বরিস জ়নসনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে ৷ দুই দেশের সার্বিক উন্নতির জন্য় সবদিক থেকে বোঝাপড়ার ক্ষেত্রে দু’পক্ষই সহমত পোষণ করেছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

India has invited Prime Minister of the United Kingdom Boris Johnson as the chief guest for Republic Day celebrations in 2021
2021 প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রীকে!
author img

By

Published : Dec 2, 2020, 6:58 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : 2021 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জ়নসনকে আমন্ত্রণ জানালো ভারত ৷ গত 27 নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্য়ে ফোনালাপের সময় এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর ৷ তবে, ভারত বা ইংল্য়ান্ড কোনও দেশের তরফে এই নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷

দুই দেশের প্রধানের মধ্য়ে ফোনে কথা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করে জানান, আগামী দশকগুলিতে ভারত ও ইংল্য়ান্ডের মধ্য়ে সম্পর্কের রোডম্য়াপ নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বরিস জ়নসনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে ৷ দুই দেশের সার্বিক উন্নতির জন্য় সবদিক থেকে বোঝাপড়ার ক্ষেত্রে দু’পক্ষই সহমত পোষণ করেছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ যেখানে ব্য়বসা, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আবহাওয়ার পরিবর্তন এবং সর্বপরি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ ৷ ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটের জবাবে একটি টুইট করেন বরিস জ়নসন ৷ সেখানে তিনি নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানিয়ে লেখেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর খুব ভালো আলোচনা হয়েছে ৷ 2021 সালে এবং তারও পরে ভারতের সঙ্গে ইংল্য়ান্ডের সম্পর্ককে আরো মজবুত করতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানান বরিস জ়নসন ৷ তবে, দু’তরফে এই আমন্ত্রণ নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷

প্রসঙ্গত, আগামী বছর G-7 সম্মেলনে যোগ দিতে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী ৷ যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ এছাড়াও, এবছর অতিথি হিসেবে G-7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিয়েছিলেন ৷ সেখানেই ভারতকে G-7 এর পূর্ণ সদস্য় করার প্রস্তাবও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ফলে আগামী বছরের G-7 সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ ৷

দিল্লি, 2 ডিসেম্বর : 2021 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জ়নসনকে আমন্ত্রণ জানালো ভারত ৷ গত 27 নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্য়ে ফোনালাপের সময় এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর ৷ তবে, ভারত বা ইংল্য়ান্ড কোনও দেশের তরফে এই নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷

দুই দেশের প্রধানের মধ্য়ে ফোনে কথা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করে জানান, আগামী দশকগুলিতে ভারত ও ইংল্য়ান্ডের মধ্য়ে সম্পর্কের রোডম্য়াপ নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বরিস জ়নসনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে ৷ দুই দেশের সার্বিক উন্নতির জন্য় সবদিক থেকে বোঝাপড়ার ক্ষেত্রে দু’পক্ষই সহমত পোষণ করেছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ যেখানে ব্য়বসা, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আবহাওয়ার পরিবর্তন এবং সর্বপরি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ ৷ ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটের জবাবে একটি টুইট করেন বরিস জ়নসন ৷ সেখানে তিনি নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানিয়ে লেখেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর খুব ভালো আলোচনা হয়েছে ৷ 2021 সালে এবং তারও পরে ভারতের সঙ্গে ইংল্য়ান্ডের সম্পর্ককে আরো মজবুত করতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানান বরিস জ়নসন ৷ তবে, দু’তরফে এই আমন্ত্রণ নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷

প্রসঙ্গত, আগামী বছর G-7 সম্মেলনে যোগ দিতে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী ৷ যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ এছাড়াও, এবছর অতিথি হিসেবে G-7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিয়েছিলেন ৷ সেখানেই ভারতকে G-7 এর পূর্ণ সদস্য় করার প্রস্তাবও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ফলে আগামী বছরের G-7 সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.