নয়াদিল্লি, 9 এপ্রিল: আসন্ন জি20 সভাস্থল হিসেবে শ্রীনগরের নাম ঘোষণা করেছে ভারত ৷ যদিও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান এবং চিন । এমনকী এই ইস্যুটিকে সৌদি আরবের মতো তাদের জি20 মিত্রদের সামনেও তুলে ধরেছে ইসলামাবাদ । শ্রীনগর যাতে ভেন্যু না হয়, সে জন্য কৌশল হিসেবে চিন অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গায় নিজেদের নাম প্রকাশ করে দিল্লিকে বিব্রত করারও চেষ্টা চালাচ্ছে ৷ তবে এই আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত থেকে পিছু হঠতে নারাজ ভারত ৷
গত শুক্রবার আপডেট করা জি20 ক্যালেন্ডারে ভারত ইঙ্গিত দিয়েছে যে, পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের একটি সভা 22 থেকে 24 মে অনুষ্ঠিত হবে । যদিও চিন অরুণাচল প্রদেশের মতোই সম্ভবত শ্রীনগরের বৈঠককেও এড়িয়ে যাবে বলে খবর মিলেছে সূত্রের তরফে ৷ সরকারি সূত্র বলেন, শ্রীনগরে বৈঠক নিয়ে কোনও সন্দেহের অবকাশই ছিল না । তবে চিন এই বৈঠক এড়িয়ে যেতে পারে ৷
জি20 সভা আয়োজনের জন্য দেশের 28টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলেই প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ ভারত জোর দিয়ে বলেছে যে, অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর উভয়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে ৷ উত্তর পূর্বের অরুণাচল প্রদেশে জি20 সভার মতোই শ্রীনগরেও এই সংক্রান্ত সভার ভালো সাড়া আশা করছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ।
শ্রীনগরের সভাকে সফল করতে ভারত এটিকে একটি মর্যাদাপূর্ণ ইস্যু হিসেবে ধরে নিয়েছে । সূত্র জানিয়েছেন যে, কাশ্মীর উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পাকিস্তান যে অযাচিত দাবি করছে, তাও বিশ্বকে দেখানোর জন্য এটি ভারতের জন্য একটি ভালো সুযোগ হবে । জি20-র স্থানের ব্যাপারে ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় চিনের সমালোচনা করেছে দিল্লি ৷ চিন একতরফা সিদ্ধান্ত নিয়ে জি20 ভেন্যু সংক্রান্ত পরিস্থিতি যাতে জটিল না করে, বেজিং-এর কাছে সেই আহ্বান জানিয়েছে ভারত ।
আরও পড়ুন: দার্জিলিঙে মশালের আলোয় চা পাতা তুললেন জি20-র বিদেশি প্রতিনিধিরা, কোমর দোলালেন গোর্খা সুরে