নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি : ইউক্রেনের সুমিতে আটকে পড়া পড়ুয়াদের নিয়ে চিন্তিত ভারত ৷ বিষয়টি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে ৷ যুদ্ধবিরতির জন্য দুই দেশকেই চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক (India Pressed Russia and Ukraine to announce ceasefire in Sumy) ৷
শনিবার দুপুরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, "সুমিতে আটকে পড়া পড়ুয়াদের নিয়ে আমরা চিন্তিত ৷ দ্রুত ওই অঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করে, সেফ করিডরের মাধ্যমে আমাদের পড়ুয়াদের যাতে নিরাপদে বেরিয়ে আসার রাস্তা করে দেওয়া হয়, সেই জন্য ভারত লাগাতার রাশিয়া ও ইউক্রেন সরকারকে চাপ দিচ্ছেে ৷" বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন অরিন্দম বাগচি ৷ তাঁর কথায়, "পড়ুয়াদের পরামর্শ দেওয়া হচ্ছে কোনওরকম ঝুঁকি না নেওয়ার জন্য ৷ তাঁরা সবরকম সাবধানতা অবলম্বন করুন, নিরাপদ আশ্রয়ে থাকুন ৷ "
আরও পড়ুন : ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
-
We are deeply concerned about Indian students in Sumy, Ukraine. Have strongly pressed Russian and Ukrainian governments through multiple channels for an immediate ceasefire to create a safe corridor for our students.
— Arindam Bagchi (@MEAIndia) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are deeply concerned about Indian students in Sumy, Ukraine. Have strongly pressed Russian and Ukrainian governments through multiple channels for an immediate ceasefire to create a safe corridor for our students.
— Arindam Bagchi (@MEAIndia) March 5, 2022We are deeply concerned about Indian students in Sumy, Ukraine. Have strongly pressed Russian and Ukrainian governments through multiple channels for an immediate ceasefire to create a safe corridor for our students.
— Arindam Bagchi (@MEAIndia) March 5, 2022
বিদেশ মন্ত্রকের তরফে শুক্রবারই জানানো হয়েছিল, সুমিতে প্রায় 700 জন ভারতীয় পড়ুয়া এখনও আটকে রয়েছে ৷ কিন্তু গত দু'দিনে ইউক্রেনের এই উত্তর-পূর্ব প্রান্তের শহরের উপর আক্রমণের তেজ আরও বাড়িয়েছে রাশিয়া ৷ ফলে সেখান থেকে বেরতে পাড়ছেন না পড়ুয়ারা ৷ এই অবস্থায় এদিন ভারত সংঘর্ষরত দুই দেশকে অনুরোধ জানাল যুদ্ধবিরতির জন্য ৷ রাশিয়া এদিনই ইউক্রেনের দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেছে ৷ ইউক্রেনের পিসোচিনে আটকে পড়া 298 জন পড়ুয়াকে উদ্ধার করে আনতে ভারতের তরফে বাস পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷