ETV Bharat / bharat

অনিল দেশমুখের বিরুদ্ধে স্বাধীন তদন্তের কথা বলল সুপ্রিম কোর্ট

author img

By

Published : Apr 8, 2021, 3:59 PM IST

Updated : Apr 8, 2021, 5:39 PM IST

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্ত হওয়া দরকার ৷ বৃহস্পতিবার তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ উল্লেখ্য, অনিলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ সুপার পরমবীর সিং ৷

"Independent Probe Called For": Supreme Court On Maharashtra vs Cop Case
অনিল দেশমুখের বিরুদ্ধে স্বাধীন তদন্তের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 8 এপ্রিল : বম্বে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখকে ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত তার পর্যবেক্ষেণ সাফ জানিয়ে দেয়, যাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি রাজ্য়ের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী ৷ আর যিনি তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন, সেই পরমবীর সিং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ৷ অর্থাৎ দু’জনেই প্রশাসনের উঁচুতলার মানুষ ৷ তাই এই মামলার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া বাঞ্ছনীয় ৷

প্রসঙ্গত, পরমবীর সিংয়ের করা অভিযোগের ভিত্তিতে অনিল দেশমুখের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতেই অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ এরপর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মহারাষ্ট্র সরকার ৷ বৃহস্পতিবার সেই মামলারই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বম্বে হাইকোর্টের নির্দেশে তারা কোনও হস্তক্ষেপ করবে না ৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, পরস্পরের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার আগে পর্যন্ত অনিল দেশমুখ এবং পরমবীর সিং একসঙ্গেই কাজ করতেন ৷ তাই এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ৷

আরও পড়ুন : অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের বিরোধিতায় শীর্ষ আদালতে মহারাষ্ট্র সরকার

বম্বে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার ৷ এদিন সেই মামলার শুনানি হয় বিচারপতি এসকে কউল এবং বিচারপতি হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চে ৷ শুনানি চলাকালীন বিচারপতিরা প্রশ্ন করেন, ‘‘যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর ৷ যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে, তাঁরা হলেন পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রী ৷ এটা কি তবে সিবিআইয়ের মামলা হওয়া উচিত নয় ? তাছাড়া, ঘটনা সামনে আসার পরই স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করেননি ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই ইস্তফা দিয়েছেন তিনি ৷ তার আগে পর্যন্ত দফতর আঁকড়ে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ৷’’

আদালতের পর্যবেক্ষণ, যে ব্য়ক্তি মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, একদিন তিনি নিজেই মন্ত্রীর ডান হাত ছিলেন ৷ তাই ‘‘কোনও স্বাধীন সংস্থাকেই এর তদন্ত করতে দেওয়া হোক’’ ৷

নয়াদিল্লি, 8 এপ্রিল : বম্বে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেতে হল মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখকে ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত তার পর্যবেক্ষেণ সাফ জানিয়ে দেয়, যাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি রাজ্য়ের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী ৷ আর যিনি তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন, সেই পরমবীর সিং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ৷ অর্থাৎ দু’জনেই প্রশাসনের উঁচুতলার মানুষ ৷ তাই এই মামলার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া বাঞ্ছনীয় ৷

প্রসঙ্গত, পরমবীর সিংয়ের করা অভিযোগের ভিত্তিতে অনিল দেশমুখের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতেই অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ এরপর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মহারাষ্ট্র সরকার ৷ বৃহস্পতিবার সেই মামলারই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বম্বে হাইকোর্টের নির্দেশে তারা কোনও হস্তক্ষেপ করবে না ৷ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, পরস্পরের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার আগে পর্যন্ত অনিল দেশমুখ এবং পরমবীর সিং একসঙ্গেই কাজ করতেন ৷ তাই এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ৷

আরও পড়ুন : অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের বিরোধিতায় শীর্ষ আদালতে মহারাষ্ট্র সরকার

বম্বে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার ৷ এদিন সেই মামলার শুনানি হয় বিচারপতি এসকে কউল এবং বিচারপতি হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চে ৷ শুনানি চলাকালীন বিচারপতিরা প্রশ্ন করেন, ‘‘যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত গুরুতর ৷ যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে, তাঁরা হলেন পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রী ৷ এটা কি তবে সিবিআইয়ের মামলা হওয়া উচিত নয় ? তাছাড়া, ঘটনা সামনে আসার পরই স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করেননি ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই ইস্তফা দিয়েছেন তিনি ৷ তার আগে পর্যন্ত দফতর আঁকড়ে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ৷’’

আদালতের পর্যবেক্ষণ, যে ব্য়ক্তি মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, একদিন তিনি নিজেই মন্ত্রীর ডান হাত ছিলেন ৷ তাই ‘‘কোনও স্বাধীন সংস্থাকেই এর তদন্ত করতে দেওয়া হোক’’ ৷

Last Updated : Apr 8, 2021, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.