ETV Bharat / bharat

Azam Khan: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা আজম খানের (Azam Khan) বিরুদ্ধে মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠল ৷ সভা থেকেই মহিলারা থানায় গিয়ে অভিযোগ জানান আজম খানের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ তদন্ত শুরু করেছে ৷

indecent-remarks-on-women-fir-lodged-against-sp-leader-azam-khan-in-uttar-pradesh
Azam Khan: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
author img

By

Published : Dec 2, 2022, 2:24 PM IST

রামপুর (উত্তরপ্রদেশ), 2 ডিসেম্বর: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য (Indecent Remarks on Women) করার অভিযোগ উঠল সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা আজম খানের (Azam Khan) বিরুদ্ধে ৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায় ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুরে একটি সভায় ভাষণ দেওয়ার সময় তিনি মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ ৷ সভা থেকেই মহিলারা থানায় গিয়ে অভিযোগ জানান আজম খানের বিরুদ্ধে ৷

2019 সালের লোকসভা নির্বাচন চলাকালীন সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ মাস কয়েক আগে সেই মামলায় দোষী সাব্য়স্ত হয়েছেন তিনি ৷ তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ৷ ওই রায়ের জেরে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে ৷ তার পরও আবার আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷

indecent-remarks-on-women-fir-lodged-against-sp-leader-azam-khan-in-uttar-pradesh
আজম খানের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় মহিলারা

আজম খানের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার পর রামপুরে বিধানসভার উপ-নির্বাচন (Rampur Assembly By Election 2022) হচ্ছে ৷ সেখানে গত কয়েকদিনে একাধিক সভায় উপস্থিত ছিলেন তিনি ৷ 29 নভেম্বরের একটি সভা থেকে তিনি এই আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ ৷

রামপুরে আজম খান বরাবর প্রভাবশালী সপা (SP) নেতা হিসেবে পরিচিত ৷ নিজের প্রভাব খাটিয়ে অনেক অপরাধ করেছেন বলেও অভিযোগ উঠে ৷ সেই অভিযোগ খণ্ডন করতে গিয়েই আজম খান এই বেফাঁস মন্তব্য করে ফেলেন বলে জানা গিয়েছে ৷

কী বলেছেন তিনি ? ওই সভা থেকে আজম খান বলেন, ‘‘চারটে সরকারে মন্ত্রী ছিলাম ৷ আমি যদি এমন করতাম, তাহলে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভ থেকে জানতে চাইত যে আজম খানকে জিজ্ঞাসা করে নাও বাইরে আসব কি না !’’ এর পরই পুলিশের কাছে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দলের এই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷

শেহনাজ নামের এক মহিলা, যিনি অন্যতম অভিযোগকারী, তাঁর দাবি যে এই মন্তব্য মহিলাদের জন্য অত্যন্ত অপমানজনক ৷ আজম খানের অনুমতি নিয়ে কেন সন্তানের জন্ম দিতে হবে ৷ ওই মহিলা পুলিশের কাছে আজমের বক্তব্যের অডিয়ো জমা দিয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: ঘৃণা ভাষণ দেওয়ায় তিন বছরের জেল সপা নেতা আজম খানের

রামপুর (উত্তরপ্রদেশ), 2 ডিসেম্বর: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য (Indecent Remarks on Women) করার অভিযোগ উঠল সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা আজম খানের (Azam Khan) বিরুদ্ধে ৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায় ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রামপুরে একটি সভায় ভাষণ দেওয়ার সময় তিনি মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ ৷ সভা থেকেই মহিলারা থানায় গিয়ে অভিযোগ জানান আজম খানের বিরুদ্ধে ৷

2019 সালের লোকসভা নির্বাচন চলাকালীন সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ মাস কয়েক আগে সেই মামলায় দোষী সাব্য়স্ত হয়েছেন তিনি ৷ তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ৷ ওই রায়ের জেরে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে ৷ তার পরও আবার আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷

indecent-remarks-on-women-fir-lodged-against-sp-leader-azam-khan-in-uttar-pradesh
আজম খানের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় মহিলারা

আজম খানের বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার পর রামপুরে বিধানসভার উপ-নির্বাচন (Rampur Assembly By Election 2022) হচ্ছে ৷ সেখানে গত কয়েকদিনে একাধিক সভায় উপস্থিত ছিলেন তিনি ৷ 29 নভেম্বরের একটি সভা থেকে তিনি এই আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ ৷

রামপুরে আজম খান বরাবর প্রভাবশালী সপা (SP) নেতা হিসেবে পরিচিত ৷ নিজের প্রভাব খাটিয়ে অনেক অপরাধ করেছেন বলেও অভিযোগ উঠে ৷ সেই অভিযোগ খণ্ডন করতে গিয়েই আজম খান এই বেফাঁস মন্তব্য করে ফেলেন বলে জানা গিয়েছে ৷

কী বলেছেন তিনি ? ওই সভা থেকে আজম খান বলেন, ‘‘চারটে সরকারে মন্ত্রী ছিলাম ৷ আমি যদি এমন করতাম, তাহলে শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভ থেকে জানতে চাইত যে আজম খানকে জিজ্ঞাসা করে নাও বাইরে আসব কি না !’’ এর পরই পুলিশের কাছে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দলের এই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷

শেহনাজ নামের এক মহিলা, যিনি অন্যতম অভিযোগকারী, তাঁর দাবি যে এই মন্তব্য মহিলাদের জন্য অত্যন্ত অপমানজনক ৷ আজম খানের অনুমতি নিয়ে কেন সন্তানের জন্ম দিতে হবে ৷ ওই মহিলা পুলিশের কাছে আজমের বক্তব্যের অডিয়ো জমা দিয়েছেন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: ঘৃণা ভাষণ দেওয়ায় তিন বছরের জেল সপা নেতা আজম খানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.