ETV Bharat / bharat

Income Tax Raid: ভোটমুখী কর্ণাটকে আয়কর তল্লাশি, উদ্ধার বিপুল নগদ ও গয়না - karnataka assembly poll 2023

আগামী 10 মে বিধানসভা ভোট কর্ণাটকে ৷ সেই ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আয়কর তল্লাশি ৷ তাতেই উদ্ধার হয়েছে নগদ-সহ বিপুল অঙ্কের বেআইনি সম্পত্তি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 6, 2023, 9:51 PM IST

বেঙ্গালুরু, 6 মে: আগামী 10 মে বিধানসভা নির্বাচন কর্ণাটকে ৷ তার আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তল্লাশিতে এখান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ ও প্রায় 20 কোটি টাকার হিরে খচিত গয়না ৷ উদ্ধার হওয়া নগদ টাকার মোট অঙ্ক প্রায় 300 কোটি টাকা ৷ জানা গিয়েছে, 4 মে অর্থাৎ বৃহস্পতিবার কর্ণাটকের নানা প্রান্তে তল্লিশি চালায় আয়কর বিভাগ ৷ মূলত বেঙ্গালুরু ও মাইসোর থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ নগদ ও গয়না ৷

শনিবার আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচন এগিয়ে আসায় এই সমস্ত বেআইনি সম্পত্তি উদ্ধারে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে ৷ এখনও পর্যন্ত কয়েক কোটি টাকার নগদ ও বেআইনি সম্পত্তির হদিশ মিলেছে ৷ আয়কর বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় 20 কোটি টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যা মূলত ভোটের সময় ভোটারদের দেওয়ার জন্য জমা করা হয়েছিল ৷ বকলমে এভাবেই ভোট কেনার চেষ্টা হয় ৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়কর বিভাগ জানিয়েছে, বেঙ্গালুরুর শান্তিনগর, কক্স টাউন, শিবাজিনগর, আরএমভি কলোনি, কান্নিঘাম রোড, কুমারাপার্ক রোড, ফায়ারফিল্ড লেআউট-সহ বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার তল্লাশি চালানো হয় ৷ এই বিধানসভা ভোটের আগে এখনও পর্যন্ত এই রাজ্যে তল্লাশি চালিয়ে প্রায় 330 কোটি টাকার নগদ, গয়না ও অন্যান্য দামি দ্রব্য উদ্ধার হয়েছে ৷ শুধুমাত্র বেঙ্গালুরু থেকেই উদ্ধার হয়েছে প্রায় 82 কোটি টাকা মূল্যের নগদ ও গয়না ৷

উল্লেখ্য, নির্বাচনের আগে আয়কর বিভাগের তল্লাশি নতুন নয় ৷ মূলত ভোট কিনতে বা জনমত অন্যায় ভাবে পালটে দিয়ে যাতে কেউ অর্থ বা সম্পত্তির লোভ দেখাতে না পারে তা রুখতেই আয়কর বিভাগ এই ধরণের অভিযান চালিয়ে থাকে ৷ উল্লেখ্য, 224 আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় 10 মে একদফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা 13 মে ৷

আরও পড়ুন: মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পরিবারকে হত্যার ছক কষছে বিজেপি, দাবি কংগ্রেসের

বেঙ্গালুরু, 6 মে: আগামী 10 মে বিধানসভা নির্বাচন কর্ণাটকে ৷ তার আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তল্লাশিতে এখান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ ও প্রায় 20 কোটি টাকার হিরে খচিত গয়না ৷ উদ্ধার হওয়া নগদ টাকার মোট অঙ্ক প্রায় 300 কোটি টাকা ৷ জানা গিয়েছে, 4 মে অর্থাৎ বৃহস্পতিবার কর্ণাটকের নানা প্রান্তে তল্লিশি চালায় আয়কর বিভাগ ৷ মূলত বেঙ্গালুরু ও মাইসোর থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ নগদ ও গয়না ৷

শনিবার আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচন এগিয়ে আসায় এই সমস্ত বেআইনি সম্পত্তি উদ্ধারে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে ৷ এখনও পর্যন্ত কয়েক কোটি টাকার নগদ ও বেআইনি সম্পত্তির হদিশ মিলেছে ৷ আয়কর বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় 20 কোটি টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যা মূলত ভোটের সময় ভোটারদের দেওয়ার জন্য জমা করা হয়েছিল ৷ বকলমে এভাবেই ভোট কেনার চেষ্টা হয় ৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়কর বিভাগ জানিয়েছে, বেঙ্গালুরুর শান্তিনগর, কক্স টাউন, শিবাজিনগর, আরএমভি কলোনি, কান্নিঘাম রোড, কুমারাপার্ক রোড, ফায়ারফিল্ড লেআউট-সহ বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার তল্লাশি চালানো হয় ৷ এই বিধানসভা ভোটের আগে এখনও পর্যন্ত এই রাজ্যে তল্লাশি চালিয়ে প্রায় 330 কোটি টাকার নগদ, গয়না ও অন্যান্য দামি দ্রব্য উদ্ধার হয়েছে ৷ শুধুমাত্র বেঙ্গালুরু থেকেই উদ্ধার হয়েছে প্রায় 82 কোটি টাকা মূল্যের নগদ ও গয়না ৷

উল্লেখ্য, নির্বাচনের আগে আয়কর বিভাগের তল্লাশি নতুন নয় ৷ মূলত ভোট কিনতে বা জনমত অন্যায় ভাবে পালটে দিয়ে যাতে কেউ অর্থ বা সম্পত্তির লোভ দেখাতে না পারে তা রুখতেই আয়কর বিভাগ এই ধরণের অভিযান চালিয়ে থাকে ৷ উল্লেখ্য, 224 আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় 10 মে একদফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা 13 মে ৷

আরও পড়ুন: মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পরিবারকে হত্যার ছক কষছে বিজেপি, দাবি কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.