কানপুর, 20 সেপ্টেম্বর: কানপুরের ইতিহাসে এই প্রথম লোকসভা নির্বাচনে 997 জন যৌনকর্মী ভোট দিতে চলেছেন ৷ আগামী বছর দেশে লোকসভা নির্বাচন ৷ তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে যৌনকর্মীদের নাম ৷ এর ফলে যৌনকর্মীরাও এবার নির্বাচনে বেশি করে অংশগ্রহণ করতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী প্রতিনিধিকে ভোট দেবেন ৷
এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের ভোটার তালিকায় তিন শ্রেণির মানুষ রয়েছে - পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গ । কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশে ওই তালিকায় যুক্ত হয়েছে যৌনকর্মীদের নামও । বুদ্ধদেব কর্মকার বনাম পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যের মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত 10 জানুয়ারি 2022 সালে যৌনকর্মীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় ।
কানপুরের জেলাশাসক বিশাখ জি বলেছেন, "গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। যারা এতদিন প্রান্তিক ছিলেন তাঁদের সমাজের মূল স্রোতে আনা যাবে।" জেলাশাসকের কথায়, যৌনকর্মী ছাড়াও তফসিলি জাতি এবং উপজাতির মতো অন্য বিভাগের লোকদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ।
তিনি জানান, 2022 সালের 15 জুলাই অর্থ দফতরের তৎকালীন অতিরিক্ত জেলাশাসক এবং ডেপুটি জেলা নির্বাচন অফিসার দয়ানন্দ প্রসাদ উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসারকে একটি চিঠি লিখেছিলেন ৷ তাতে তিনি লেখেন যে সমস্ত ভোটার নিবন্ধন আধিকারিকদের দ্বারা যাচাইয়ের পরে ভোটারদের তালিকায় যৌনকর্মীদের নাম যুক্ত করা হয়েছে ৷
আরও পড়ুন: যৌনপেশা আইনসম্মত, পুলিশ অকারণে হস্তক্ষেপ করতে পারে না, জানাল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের হাজার হাজার যৌনকর্মীরা অনেক বছর ধরে ভোট দেওয়ার অধিকারের দাবি জানিয়ে এসেছেন ৷ এর জন্য তাঁদের বিক্ষোভ-আন্দোলনও করতে দেখা গিয়েছে ৷ তাঁরা সমাজে আর পাঁচটা শ্রেণির মানুষের মতোই এবং সবকিছুতে সমান ভাগীদার ৷ এটাই তাঁরা বারবার বোঝাতে চেয়েছেন ৷ এরপর ভোটার তালিকায় নাম তোলা নিয়ে দায়ের হওয়া মামলা সুপ্রিম কোর্টে গড়ালে যুগান্তকারী নির্দেশ দেওয়া হয় ৷ এরপর এবার উত্তরপ্রদেশ-সহ অন্যা রাজ্যের ভোটার তালিকায় যৌনকর্মীদের নাম তোলার কাজ শুরু হয়েছে ৷