ETV Bharat / bharat

Amit Shah : চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা শাহের

কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে উত্তরপ্রদেশের ভূমিকা অনস্বীকার্য ৷ তাই 2024 সালে নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করতে হলে 2022 সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই মুখ্যমন্ত্রী করতে হবে ৷ শুক্রবার উত্তরপ্রদেশে বিজেপির যোগদান কর্মসূচির মঞ্চ থেকে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ৷

if you want Narendra Modi as prime minister in 2024, ensure Yogi Adityanath wins in 2022 polls : Amit Shah to UP voters
Amit Shah : চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা অমিত শাহের
author img

By

Published : Oct 29, 2021, 4:58 PM IST

লখনউ, 29 অক্টোবর : ‘‘যদি আপনারা 2024 সালে নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) ফের প্রধানমন্ত্রী হিসাবে পেতে চান, তাহলে 2022 সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী করতে হবে ৷’’ শুক্রবার ভোটমুখী উত্তরপ্রদেশে দাঁড়িয়ে ঠিক এভাবেই বিজেপির প্রচার সেরে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah) ৷ এদিন উত্তরপ্রদেশে দলের একটি কর্মসূচিতে যোগ দেন অমিত ৷ যার পোশাকি নাম ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ (মেরা পরিবার, বিজেপি পরিবার) ৷ বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশে দলের সদস্যসংখ্যা বাড়াতেই এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

ভারতের জাতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বস্তুত, কেন্দ্রে কোন দল সরকার গঠন করবে, তা অনেকটাই নিয়ন্ত্রণ করে উত্তরপ্রদেশ ৷ বলা হয়, উত্তরপ্রদেশে যারা ভোটে জেতে, পরবর্তীতে কেন্দ্রে তাদের সরকার গঠন একপ্রকার পাকা হয়ে যায় ৷ এদিকে, আগামী বছরই বিধানসভা ভোট হবে যোগী রাজ্যে ৷ চব্বিশের সাধারণ নির্বাচনের আগে এই ভোটে জিততে মরিয়া বিজেপি ৷ দলের নেতা, কর্মী এবং নবাগত সদস্যরাও যাতে উত্তরপ্রদেশ নির্বাচনের এই গুরুত্ব বুঝতে পারেন, তার জন্যই অমিত শাহ এদিন এই মন্তব্য করেন বলে অনুমান ওয়াকিবহাল মহলের ৷

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অমিত শাহ বলেন, ‘‘আমরা উত্তরপ্রদেশকে এক নম্বর রাজ্য তৈরি করব ৷ উত্তরপ্রদেশকে বাদ দিয়ে কেন্দ্রে সরকার গঠন সম্ভব নয় ৷ 2014 এবং 2019 সালে কেন্দ্রে যে নরেন্দ্র মোদির সরকার গঠিত হয়েছিল, তার সম্পূর্ণ কৃতিত্বই উত্তরপ্রদেশের ৷’’

খাতায়-কলমে বিজেপির যোগদান কর্মসূচি হলেও এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে কার্যত উত্তরপ্রদেশ বিধানসভা ভোটেরই প্রচার শুরু করে দেন অমিত শাহ ৷ তাঁর দাবি, 2017 সালের নির্বাচনী ইস্তেহারে বিজেপি যেসমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, উত্তরপ্রদেশে বিজেপির সরকার গঠিত হওয়ার পর তার 90 শতাংশ কাজই করা হয়ে গিয়েছে ৷ যে 10 শতাংশ কাজ বাকি রয়েছে, তা যোগী সরকার আগামী দু’মাসের মধ্যেই শেষ করে ফেলবে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আজ আমি গর্বের সঙ্গে বলছি, যোগীজি এবং ওঁর টিম 2017 সালের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির 90 শতাংশ কাজই শেষ করে ফেলেছে ৷ আমি বলতে চাই, যোগীজি এগিয়ে চলেছেন ৷ আগামী কয়েক মাসেই তিনি তাঁর লক্ষ্য 100 শতাংশ সম্পূর্ণ করে ফেলবেন ৷ যাতে মানুষ বিশ্বাস করে, বিজেপি যা বলে, তাই করে দেখায় ৷’’

আরও পড়ুন : leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

একইসঙ্গে অমিত শাহ জানান, তাঁর বিশ্বাস, 2022 সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে 300 আসন পাবে বিজেপি এবং যোগী আদিত্যনাথই ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন ৷ কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকারের কর্মদক্ষতার প্রমাণ হিসাবে এদিন ফের একবার রামমন্দির নিয়ে মুখ খোলেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘কেউ কোনও দিন ভাবতে পেরেছিল, রামমন্দির অযোধ্যাতেই থাকবে ?’’ অমিত শাহের দাবি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির মতো দল উত্তরপ্রদেশে দীর্ঘদিন শাসন ক্ষমতায় থেকেও রাজ্যের কোনও উন্নতি করেনি ৷ কিন্তু, বিজেপির আমলে ছবিটা একেবারে বদলে গিয়েছে ৷ এখন আর উত্তরপ্রদেশে বাহুবলী রাজ নেই ৷

লখনউ, 29 অক্টোবর : ‘‘যদি আপনারা 2024 সালে নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) ফের প্রধানমন্ত্রী হিসাবে পেতে চান, তাহলে 2022 সালে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেই (Yogi Adityanath) মুখ্যমন্ত্রী করতে হবে ৷’’ শুক্রবার ভোটমুখী উত্তরপ্রদেশে দাঁড়িয়ে ঠিক এভাবেই বিজেপির প্রচার সেরে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah) ৷ এদিন উত্তরপ্রদেশে দলের একটি কর্মসূচিতে যোগ দেন অমিত ৷ যার পোশাকি নাম ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ (মেরা পরিবার, বিজেপি পরিবার) ৷ বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশে দলের সদস্যসংখ্যা বাড়াতেই এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

ভারতের জাতীয় রাজনীতিতে উত্তরপ্রদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বস্তুত, কেন্দ্রে কোন দল সরকার গঠন করবে, তা অনেকটাই নিয়ন্ত্রণ করে উত্তরপ্রদেশ ৷ বলা হয়, উত্তরপ্রদেশে যারা ভোটে জেতে, পরবর্তীতে কেন্দ্রে তাদের সরকার গঠন একপ্রকার পাকা হয়ে যায় ৷ এদিকে, আগামী বছরই বিধানসভা ভোট হবে যোগী রাজ্যে ৷ চব্বিশের সাধারণ নির্বাচনের আগে এই ভোটে জিততে মরিয়া বিজেপি ৷ দলের নেতা, কর্মী এবং নবাগত সদস্যরাও যাতে উত্তরপ্রদেশ নির্বাচনের এই গুরুত্ব বুঝতে পারেন, তার জন্যই অমিত শাহ এদিন এই মন্তব্য করেন বলে অনুমান ওয়াকিবহাল মহলের ৷

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অমিত শাহ বলেন, ‘‘আমরা উত্তরপ্রদেশকে এক নম্বর রাজ্য তৈরি করব ৷ উত্তরপ্রদেশকে বাদ দিয়ে কেন্দ্রে সরকার গঠন সম্ভব নয় ৷ 2014 এবং 2019 সালে কেন্দ্রে যে নরেন্দ্র মোদির সরকার গঠিত হয়েছিল, তার সম্পূর্ণ কৃতিত্বই উত্তরপ্রদেশের ৷’’

খাতায়-কলমে বিজেপির যোগদান কর্মসূচি হলেও এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে কার্যত উত্তরপ্রদেশ বিধানসভা ভোটেরই প্রচার শুরু করে দেন অমিত শাহ ৷ তাঁর দাবি, 2017 সালের নির্বাচনী ইস্তেহারে বিজেপি যেসমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, উত্তরপ্রদেশে বিজেপির সরকার গঠিত হওয়ার পর তার 90 শতাংশ কাজই করা হয়ে গিয়েছে ৷ যে 10 শতাংশ কাজ বাকি রয়েছে, তা যোগী সরকার আগামী দু’মাসের মধ্যেই শেষ করে ফেলবে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আজ আমি গর্বের সঙ্গে বলছি, যোগীজি এবং ওঁর টিম 2017 সালের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির 90 শতাংশ কাজই শেষ করে ফেলেছে ৷ আমি বলতে চাই, যোগীজি এগিয়ে চলেছেন ৷ আগামী কয়েক মাসেই তিনি তাঁর লক্ষ্য 100 শতাংশ সম্পূর্ণ করে ফেলবেন ৷ যাতে মানুষ বিশ্বাস করে, বিজেপি যা বলে, তাই করে দেখায় ৷’’

আরও পড়ুন : leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

একইসঙ্গে অমিত শাহ জানান, তাঁর বিশ্বাস, 2022 সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে 300 আসন পাবে বিজেপি এবং যোগী আদিত্যনাথই ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন ৷ কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকারের কর্মদক্ষতার প্রমাণ হিসাবে এদিন ফের একবার রামমন্দির নিয়ে মুখ খোলেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘কেউ কোনও দিন ভাবতে পেরেছিল, রামমন্দির অযোধ্যাতেই থাকবে ?’’ অমিত শাহের দাবি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির মতো দল উত্তরপ্রদেশে দীর্ঘদিন শাসন ক্ষমতায় থেকেও রাজ্যের কোনও উন্নতি করেনি ৷ কিন্তু, বিজেপির আমলে ছবিটা একেবারে বদলে গিয়েছে ৷ এখন আর উত্তরপ্রদেশে বাহুবলী রাজ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.