ETV Bharat / bharat

Kashmiri Pandits killing cases : কাশ্মীরী পণ্ডিতদের হত্যা মামলার তদন্ত ফের শুরু হবে ? - দ্য কাশ্মীর ফাইলস

1990 সালে কাশ্মীরী পণ্ডিতদের হত্যাকাণ্ডের (Kashmiri Pandits exodus) মামলার ফের তদন্ত শুরু হবে (Kashmiri Pandits case)? এই প্রশ্নের জবাবে জম্মু ও কাশ্মীরের ডিজিপি (J&K DGP on Kashmiri Pandits killing cases) জানালেন, স্পষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই তা খতিয়ে দেখা হবে (Jammu DGP on Kashmir File)৷

Kashmiri Pandits killing cases
কাশ্মীরী পণ্ডিতদের হত্যা মামলার তদন্ত ফের শুরু হবে ?
author img

By

Published : Mar 23, 2022, 9:39 PM IST

জম্মু, 23 মার্চ : 1990 সালের কাশ্মীরী পণ্ডিতদের হত্যাকাণ্ডের মামলাগুলির তদন্ত পুনরায় শুরু করার দাবি উঠেছে বিভিন্ন মহলে ৷ এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং (Jammu DGP on Kashmir File) বলেছেন, যদি স্পষ্ট কোনও অভিযোগ থাকে, তবে অবশ্যই তার তদন্ত করা হবে ৷

কাশ্মীরী পণ্ডিতদের হত্যার (J&K DGP on Kashmiri Pandits killing cases) ঘটনায় প্রাক্তন জঙ্গি কম্যান্ডার ফারুক আহমেদ দর ওরফে বিট্টা কারাটের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ প্রধান বলেন, "সন্ত্রাসবাস ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সব মামলার তদন্ত চলছে ও চলবে ৷ সন্ত্রাসবাদের মামলাগুলিকে কিছুতেই ছাড় দেওয়া হবে না ৷ সেগুলি কঠোর ভাবে দেখা হবে ৷"

আরও পড়ুন: BJP book Multiplex for Kashmir Files : কাশ্মীর ফাইলস দেখতে দুর্গাপুরে গোটা মাল্টিপ্লেক্স বুক করল বিজেপি

কাশ্মীরী পণ্ডিতদের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলাগুলি পুনরায় খোলার (reopening of cases of kashmiri Pandits) ব্যাপারে এক সাংবাদিক প্রশ্ন করলে ডিজি বলেন, "যদি স্পষ্ট কোনও অভিযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা তা খতিয়ে দেখব ৷"

বলিউডের ফিল্ম দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) মুক্তি পাওয়ার পর থেকেই কাশ্মীরী পণ্ডিতদের হত্যাকাণ্ডের মামলাগুলির পুনরায় তদন্তের দাবি উঠেছে নানা মহলে ৷ আইনজীবী তথা সমাজকর্মী বিনীত জিন্দাল এই দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিও লিখেছেন ৷

আরও পড়ুন : জগন্নাথ-দিলীপের পর শুভেন্দু, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার বার্তা বিরোধী দলনেতার

জম্মু, 23 মার্চ : 1990 সালের কাশ্মীরী পণ্ডিতদের হত্যাকাণ্ডের মামলাগুলির তদন্ত পুনরায় শুরু করার দাবি উঠেছে বিভিন্ন মহলে ৷ এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং (Jammu DGP on Kashmir File) বলেছেন, যদি স্পষ্ট কোনও অভিযোগ থাকে, তবে অবশ্যই তার তদন্ত করা হবে ৷

কাশ্মীরী পণ্ডিতদের হত্যার (J&K DGP on Kashmiri Pandits killing cases) ঘটনায় প্রাক্তন জঙ্গি কম্যান্ডার ফারুক আহমেদ দর ওরফে বিট্টা কারাটের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ প্রধান বলেন, "সন্ত্রাসবাস ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সব মামলার তদন্ত চলছে ও চলবে ৷ সন্ত্রাসবাদের মামলাগুলিকে কিছুতেই ছাড় দেওয়া হবে না ৷ সেগুলি কঠোর ভাবে দেখা হবে ৷"

আরও পড়ুন: BJP book Multiplex for Kashmir Files : কাশ্মীর ফাইলস দেখতে দুর্গাপুরে গোটা মাল্টিপ্লেক্স বুক করল বিজেপি

কাশ্মীরী পণ্ডিতদের হত্যাকাণ্ড সংক্রান্ত মামলাগুলি পুনরায় খোলার (reopening of cases of kashmiri Pandits) ব্যাপারে এক সাংবাদিক প্রশ্ন করলে ডিজি বলেন, "যদি স্পষ্ট কোনও অভিযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা তা খতিয়ে দেখব ৷"

বলিউডের ফিল্ম দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) মুক্তি পাওয়ার পর থেকেই কাশ্মীরী পণ্ডিতদের হত্যাকাণ্ডের মামলাগুলির পুনরায় তদন্তের দাবি উঠেছে নানা মহলে ৷ আইনজীবী তথা সমাজকর্মী বিনীত জিন্দাল এই দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিও লিখেছেন ৷

আরও পড়ুন : জগন্নাথ-দিলীপের পর শুভেন্দু, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার বার্তা বিরোধী দলনেতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.