ধনুষকোডি (তামিলনাড়ু), 20 মার্চ : 13 ঘণ্টা 40 মিনিটে 30 কিলোমিটার সাঁতার কেটে নয়া রেকর্ড গড়লেন হায়দরাবাদের এক মহিলা ৷ 48 বছরের শ্য়ামলা গোলি যাত্রা শুরু করেন শ্লীলঙ্কার তালাইমান্নার থেকে ৷ সাঁতরে ওঠেন তামিলনাড়ুর ধনুষকোডিতে ৷
ভোর চারটে দশ মিনিটে জলে নেমেছিলেন শ্যামলা ৷ ধনুষকোডির আরিচল মুনাই সৈকতে তাঁর সফর শেষ হয় সন্ধে পাঁচটা পঞ্চাশে ৷ টানা 13 ঘণ্টা 40 মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছন তিনি ৷
আরও পড়ুন : সমুদ্রে সাঁতার, 4 কিমি পথ অতিক্রম 6 বছরের দারিউসের
তথ্য বলছে, শ্যামলাই প্রথম ভারতীয় মহিলা, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ বিশ্বের নিরিখে তিনি রয়েছেন দু’নম্বরে ৷ এখনও পর্যন্ত এই নির্দিষ্ট জলপথে মাত্র 13 জন সাঁতার কেটে সফল হয়েছেন ৷