ETV Bharat / bharat

horoscope for 24 June : কারও আর্থিক লাভের সম্ভাবনা, প্রিয়জনের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে কারও - আজ আপনার ভাগ্যে কী আছে?

ভালবাসা ও মধুর সম্পর্কগুলোই পারে কঠিন সময়ে মানসিক শান্তি প্রদান করতে ৷ একটি মজাদার রোমান্টিক সাক্ষাৎ আপনার জীবনে প্রাণ সঞ্চার করতে পারে । দেখে নিন কী বলছে রাশিফল

horoscope
horoscope
author img

By

Published : Jun 24, 2021, 12:06 AM IST

Updated : Jun 24, 2021, 6:43 AM IST

মেষ রাশি :

horoscope
মেষ রাশি

মেষ রাশি : দিনের শুরুতে আপনার কাজের চাপের পরিমাণ অনেক বেশি থাকবে । নানা রকমের পরিস্থিতি সামলানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে ৷ আজ আপনাকে নিজের উদ্বেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ৷ রসবোধ হারাবেন না ৷ কেননা, এটিই আপনার মেজাজ ভাল রাখতে সাহায্য করবে । দিনের প্রথমার্ধে, আর্থিক পরিস্থিতি আপনাকে ভাবিয়ে তুলতে পারে ৷

বৃষ রাশি :

horoscope
বৃষ রাশি

বৃষ রাশি : বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আজ একটু তিক্ত হয়ে উঠতে পারে । স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভাল যাবে না । দিনের প্রথমার্ধটি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে ও আপনার সব শক্তি হয়ত নিঃশেষিত হয়ে যেতে পারে । আজকে আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা আপনার লোকসান হওয়ার সম্ভাবনা আছে । দিনটি খুবই ভীতিজনক না হলেও আপনাকে ঠান্ডা মাথায় এটি পার করতে হবে ।

মিথুন রাশি :

horoscope
মিথুন রাশি

মিথুন রাশি : আজকের দিনে ব্যক্তিগত জীবন আপনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে । আপনার প্রফুল্ল মেজাজ প্রিয়জনকে উৎফুল্ল করে তুলবে । একটি মজাদার রোমান্টিক সাক্ষাৎ আপনার জীবনে প্রাণ সঞ্চার করতে পারে । আর্থিক দিক থেকে দিনটি ভাল নাও যেতে পারে । জরুরি প্রয়োজন মেটানোর জন্য যদি আপনার যথেষ্ট সঞ্চয় না থাকে তাহলে আপনি হয়ত সমস্যায় পড়বেন । তবে আপনার স্বাস্থ্যের উপরে এর বিরূপ প্রভাব পড়বে । দায়িত্বগুলিতে মনোযোগ না দিতে পারায় আপনি কর্মক্ষেত্রে কাজে ভুল করবেন ।

কর্কট রাশি :

horoscope
কর্কট রাশি

কর্কট রাশি : পেশাগত দায়িত্বভারের কারণে আপনার প্রেমজীবন বিপর্যস্ত হতে পারে । কাজেই মসৃণ সম্পর্ক বজায় রাখা আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে । আর্থিক দিক থেকে আপনি হয়ত ভাগ্যবান হবেন, কেননা দিনের শুরুর দিকে অতীতের কোনও কাজ থেকে লাভজনক ফল পেতে পারেন । কর্মক্ষেত্রে আপনি বাস্তববাদী হয়ে উঠবেন । আজকের দিনে আপনি হয়ত কিছু যৌক্তিক সিদ্ধান্তও নেবেন ।

সিংহ রাশি :

horoscope
সিংহ রাশি

সিংহ রাশি : আজ আপনার প্রেমজীবনকে গুরুত্ব দিতে হবে ৷ তবেই প্রেমজীবন মসৃণ হবে ৷ মিষ্টিভাষী হওয়ার চেষ্টা করুন ৷ খেলাধূলা, শিল্পকলা, শেয়ার বাজার বা অন্য যেকোনও ফাটকা জাতীয় কার্যকলাপের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের আর্থিক লাভ হতে পারে ৷ বিশেষত দিনের দ্বিতীয়ার্ধে । কর্মক্ষেত্রে আপনি আপনার সহকর্মীদের অনুপ্রেরণা জোগাবেন । কাজের জায়গায় আপনি হয়ত কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব নিতে উদ্যোগী হবেন ।

কন্যা রাশি :

horoscope
কন্যা রাশি

কন্যা রাশি : ভালবাসা ও সম্পর্কের জন্য আজকের দিনটি আদর্শ । পরিবারের সঙ্গে হয়ত আপনি কিছু ভাল মুহূর্ত কাটবেন । প্রিয়তমের সঙ্গে বৌদ্ধিক আলোচনা আপনাকে অনুপ্রেরণা দেবে । সাংসারিক কাজকর্ম ও দায়িত্বের কারণে আপনি হয়ত আর্থিক বিষয়ে মনোযোগ দেওয়ার কোনও সুযোগ পাবেন না । কাজেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি একটি গড়পড়তা দিন হয়েই থাকবে । দিন এগোনোর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে স্বাছন্দ্যতা ফিরে পাবেন । উদ্যমী হওয়া সত্ত্বেও আপনি ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন ৷ তবে কাজের জটিলতা আপনাকে বিচলিত করে তুলতে পারে ।

তুলা রাশি :

horoscope
তুলা রাশি

তুলা রাশি : আজ আপনার প্রেমজীবন ঘটনাবহুল কাটতে পারে । আনন্দদায়ক কার্যকলাপগুলি আপনার সম্পর্ককে শক্তিশালী করে তুলবে । মিষ্টি চমক আপনার ও আপনার প্রিয়তমের মধ্যে সমন্বয় সাধন করবে । আর্থিক পরিস্থিতিকে নবজীবন দেওয়ার চেষ্টা থেকে বিরতি নেওয়া ভাল । পরিকল্পনা করা ও সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করলে আর্থিক লেনদেন সহজতর হবে । কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ করার জন্য আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন । দিনের পরের দিকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন । খেয়াল রাখুন এর জন্য যাতে অহংকারী না হয়ে পড়েন ।

বৃশ্চিক রাশি :

horoscope
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি : সবকিছু হয়ত আপনার প্রত্যাশা অনুযায়ীই ঘটবে, কেননা আপনি প্রিয়তমের চিত্তাকর্ষণ করার মেজাজে থাকবেন । রোমান্স উচ্চতার শিখরে পৌঁছবে ও আপনি আপনার সঙ্গীর সঙ্গে রোমাঞ্চকর সময় কাটাবেন । আর্থিক দিক থেকে দিনের পরের দিকটি বেশি আশাব্যঞ্জক হতে পারে । এই পর্যায়ে ফাটকা জাতীয় লেনদনে করার পরামর্শ দেওয়া হচ্ছে । কর্মক্ষেত্রে আপনার কার্যকারিতা বেড়ে যেতে পারে । আপনার আশাবাদী মনোভাব এবং স্থির সংকল্পের কারণে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ।

ধনু রাশি :

horoscope
ধনু রাশি

ধনু রাশি : আজ আপনার ও আপনার প্রিয়তমের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হবে ৷ কাজেই আপনার প্রেমজীবন ইতিবাচক দিকে মোড় নেবে । যা ঘটছে তা হতে দিন । ধীরে ধীরে একটি মধুর ও শান্তিপূর্ণ সম্পর্ক মুকুলিত হতে পারে । প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ব্যবসায়িক কার্যকলাপ বাড়াবে ৷ ফলে আজ আপনি আর্থিক সফলতা পাবেন ৷ কর্মক্ষেত্রে যদিও আপনার লক্ষ্যের দিকেই নজর থাকবে, তাই দায়িত্বে ভার অত্যধিক মনে হতে পারে । এই সময়ে যেকোনওরকম সমালোচনা থেকে বিরত থাকাই ভাল ।

মকর রাশি :

horoscope
মকর রাশি

মকর রাশি : সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর ফলে আপনার হয়ত সংযোগ স্থাপন করতে ও অনুভূতির কথা প্রকাশ করতে সফল হবেন । জটিল সমস্যাগুলি সমাপ্ত হবে ও আপনার প্রিয়তমের সমর্থনে সম্পর্ক দিশা পাবে । আর্থিক লক্ষ্যগুলি পূরণ না করতে পারায় আজকের দিনে আপনি হয়ত মর্মাহত হয়ে পড়বেন ৷ কেননা আর্থিক পরিস্থিতি জোরদার করার আবশ্যকতা আপনি বুঝতে পারবেন । কর্মক্ষেত্রে আপনার ভুলগুলিকে গোড়াতেই শুধরে নিতে হবে । আত্মবিশ্বাস গড়ার দিকে নজর দিন ও পরিবর্তনের জন্য অন্যের উপর ভরসা করা কমিয়ে দিন ।

কুম্ভ রাশি :

horoscope
কুম্ভ রাশি

কুম্ভ রাশি : সন্ধ্যাটি অসাধারণ কাটবে, কারণ আপনি কাছের বন্ধুবান্ধব, পরিবার ও প্রণয়ীর সঙ্গে সময় কাটাবেন । সম্পর্কের ব্যাপারে আপনার প্রিয়তমের উপরে খুব বেশি চাপ দেবেন না, তাহলে সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে । আর্থিক বিষয়ে দিনটি আপনার অনুকূলে যাবে, কেননা বকেয়া কিছু পাওনা অর্থ পাবেন । কিন্তু আর্থিক বিষয় খুব সযত্নে সামলানো আবশ্যক হয়ে উঠতে পারে । কর্মক্ষেত্রে আপনি নির্দিষ্ট কিছু লক্ষ্যের দিকে মনোনিবেশ করবেন । ধীরস্থির ও শান্তভাবে এই লক্ষ্যগুলি অর্জনে আপনাকে সহায়তা করবে ৷

মীন রাশি :

horoscope
মীন রাশি

মীন রাশি : আরও ভালও বোঝাপড়া ও আবেগের ভারসাম্য আপনাকে সঙ্গীর আরও কাছে নিয়ে আসবে ৷ কাজেই প্রেমের জীবন সমৃদ্ধ হবে । আর্থিক দিক থেকে, উপার্জন করা ও আয় বাড়ানোর জন্য আপনি আরও পরিশ্রম করবেন । অফিসে আপনি হয়ত সৃজনশীল কাজে ব্যস্ত থাকবেন । অনেক দিনের পুরনো কোনও প্রযুক্তিগত সমস্যার আজ সমাধান হয়ে যেতে পারে । যাই হোক, আজকের দিনে আপনি যে কাজেই হাত দিন না কেন, তাতেই সফল ও সন্তুষ্ট হবেন ।

মেষ রাশি :

horoscope
মেষ রাশি

মেষ রাশি : দিনের শুরুতে আপনার কাজের চাপের পরিমাণ অনেক বেশি থাকবে । নানা রকমের পরিস্থিতি সামলানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে ৷ আজ আপনাকে নিজের উদ্বেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ৷ রসবোধ হারাবেন না ৷ কেননা, এটিই আপনার মেজাজ ভাল রাখতে সাহায্য করবে । দিনের প্রথমার্ধে, আর্থিক পরিস্থিতি আপনাকে ভাবিয়ে তুলতে পারে ৷

বৃষ রাশি :

horoscope
বৃষ রাশি

বৃষ রাশি : বাবা-মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আজ একটু তিক্ত হয়ে উঠতে পারে । স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভাল যাবে না । দিনের প্রথমার্ধটি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে ও আপনার সব শক্তি হয়ত নিঃশেষিত হয়ে যেতে পারে । আজকে আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা আপনার লোকসান হওয়ার সম্ভাবনা আছে । দিনটি খুবই ভীতিজনক না হলেও আপনাকে ঠান্ডা মাথায় এটি পার করতে হবে ।

মিথুন রাশি :

horoscope
মিথুন রাশি

মিথুন রাশি : আজকের দিনে ব্যক্তিগত জীবন আপনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে । আপনার প্রফুল্ল মেজাজ প্রিয়জনকে উৎফুল্ল করে তুলবে । একটি মজাদার রোমান্টিক সাক্ষাৎ আপনার জীবনে প্রাণ সঞ্চার করতে পারে । আর্থিক দিক থেকে দিনটি ভাল নাও যেতে পারে । জরুরি প্রয়োজন মেটানোর জন্য যদি আপনার যথেষ্ট সঞ্চয় না থাকে তাহলে আপনি হয়ত সমস্যায় পড়বেন । তবে আপনার স্বাস্থ্যের উপরে এর বিরূপ প্রভাব পড়বে । দায়িত্বগুলিতে মনোযোগ না দিতে পারায় আপনি কর্মক্ষেত্রে কাজে ভুল করবেন ।

কর্কট রাশি :

horoscope
কর্কট রাশি

কর্কট রাশি : পেশাগত দায়িত্বভারের কারণে আপনার প্রেমজীবন বিপর্যস্ত হতে পারে । কাজেই মসৃণ সম্পর্ক বজায় রাখা আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে । আর্থিক দিক থেকে আপনি হয়ত ভাগ্যবান হবেন, কেননা দিনের শুরুর দিকে অতীতের কোনও কাজ থেকে লাভজনক ফল পেতে পারেন । কর্মক্ষেত্রে আপনি বাস্তববাদী হয়ে উঠবেন । আজকের দিনে আপনি হয়ত কিছু যৌক্তিক সিদ্ধান্তও নেবেন ।

সিংহ রাশি :

horoscope
সিংহ রাশি

সিংহ রাশি : আজ আপনার প্রেমজীবনকে গুরুত্ব দিতে হবে ৷ তবেই প্রেমজীবন মসৃণ হবে ৷ মিষ্টিভাষী হওয়ার চেষ্টা করুন ৷ খেলাধূলা, শিল্পকলা, শেয়ার বাজার বা অন্য যেকোনও ফাটকা জাতীয় কার্যকলাপের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের আর্থিক লাভ হতে পারে ৷ বিশেষত দিনের দ্বিতীয়ার্ধে । কর্মক্ষেত্রে আপনি আপনার সহকর্মীদের অনুপ্রেরণা জোগাবেন । কাজের জায়গায় আপনি হয়ত কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব নিতে উদ্যোগী হবেন ।

কন্যা রাশি :

horoscope
কন্যা রাশি

কন্যা রাশি : ভালবাসা ও সম্পর্কের জন্য আজকের দিনটি আদর্শ । পরিবারের সঙ্গে হয়ত আপনি কিছু ভাল মুহূর্ত কাটবেন । প্রিয়তমের সঙ্গে বৌদ্ধিক আলোচনা আপনাকে অনুপ্রেরণা দেবে । সাংসারিক কাজকর্ম ও দায়িত্বের কারণে আপনি হয়ত আর্থিক বিষয়ে মনোযোগ দেওয়ার কোনও সুযোগ পাবেন না । কাজেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি একটি গড়পড়তা দিন হয়েই থাকবে । দিন এগোনোর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে স্বাছন্দ্যতা ফিরে পাবেন । উদ্যমী হওয়া সত্ত্বেও আপনি ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকবেন ৷ তবে কাজের জটিলতা আপনাকে বিচলিত করে তুলতে পারে ।

তুলা রাশি :

horoscope
তুলা রাশি

তুলা রাশি : আজ আপনার প্রেমজীবন ঘটনাবহুল কাটতে পারে । আনন্দদায়ক কার্যকলাপগুলি আপনার সম্পর্ককে শক্তিশালী করে তুলবে । মিষ্টি চমক আপনার ও আপনার প্রিয়তমের মধ্যে সমন্বয় সাধন করবে । আর্থিক পরিস্থিতিকে নবজীবন দেওয়ার চেষ্টা থেকে বিরতি নেওয়া ভাল । পরিকল্পনা করা ও সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করলে আর্থিক লেনদেন সহজতর হবে । কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ করার জন্য আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন । দিনের পরের দিকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন । খেয়াল রাখুন এর জন্য যাতে অহংকারী না হয়ে পড়েন ।

বৃশ্চিক রাশি :

horoscope
বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি : সবকিছু হয়ত আপনার প্রত্যাশা অনুযায়ীই ঘটবে, কেননা আপনি প্রিয়তমের চিত্তাকর্ষণ করার মেজাজে থাকবেন । রোমান্স উচ্চতার শিখরে পৌঁছবে ও আপনি আপনার সঙ্গীর সঙ্গে রোমাঞ্চকর সময় কাটাবেন । আর্থিক দিক থেকে দিনের পরের দিকটি বেশি আশাব্যঞ্জক হতে পারে । এই পর্যায়ে ফাটকা জাতীয় লেনদনে করার পরামর্শ দেওয়া হচ্ছে । কর্মক্ষেত্রে আপনার কার্যকারিতা বেড়ে যেতে পারে । আপনার আশাবাদী মনোভাব এবং স্থির সংকল্পের কারণে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ।

ধনু রাশি :

horoscope
ধনু রাশি

ধনু রাশি : আজ আপনার ও আপনার প্রিয়তমের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হবে ৷ কাজেই আপনার প্রেমজীবন ইতিবাচক দিকে মোড় নেবে । যা ঘটছে তা হতে দিন । ধীরে ধীরে একটি মধুর ও শান্তিপূর্ণ সম্পর্ক মুকুলিত হতে পারে । প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ব্যবসায়িক কার্যকলাপ বাড়াবে ৷ ফলে আজ আপনি আর্থিক সফলতা পাবেন ৷ কর্মক্ষেত্রে যদিও আপনার লক্ষ্যের দিকেই নজর থাকবে, তাই দায়িত্বে ভার অত্যধিক মনে হতে পারে । এই সময়ে যেকোনওরকম সমালোচনা থেকে বিরত থাকাই ভাল ।

মকর রাশি :

horoscope
মকর রাশি

মকর রাশি : সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর ফলে আপনার হয়ত সংযোগ স্থাপন করতে ও অনুভূতির কথা প্রকাশ করতে সফল হবেন । জটিল সমস্যাগুলি সমাপ্ত হবে ও আপনার প্রিয়তমের সমর্থনে সম্পর্ক দিশা পাবে । আর্থিক লক্ষ্যগুলি পূরণ না করতে পারায় আজকের দিনে আপনি হয়ত মর্মাহত হয়ে পড়বেন ৷ কেননা আর্থিক পরিস্থিতি জোরদার করার আবশ্যকতা আপনি বুঝতে পারবেন । কর্মক্ষেত্রে আপনার ভুলগুলিকে গোড়াতেই শুধরে নিতে হবে । আত্মবিশ্বাস গড়ার দিকে নজর দিন ও পরিবর্তনের জন্য অন্যের উপর ভরসা করা কমিয়ে দিন ।

কুম্ভ রাশি :

horoscope
কুম্ভ রাশি

কুম্ভ রাশি : সন্ধ্যাটি অসাধারণ কাটবে, কারণ আপনি কাছের বন্ধুবান্ধব, পরিবার ও প্রণয়ীর সঙ্গে সময় কাটাবেন । সম্পর্কের ব্যাপারে আপনার প্রিয়তমের উপরে খুব বেশি চাপ দেবেন না, তাহলে সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে । আর্থিক বিষয়ে দিনটি আপনার অনুকূলে যাবে, কেননা বকেয়া কিছু পাওনা অর্থ পাবেন । কিন্তু আর্থিক বিষয় খুব সযত্নে সামলানো আবশ্যক হয়ে উঠতে পারে । কর্মক্ষেত্রে আপনি নির্দিষ্ট কিছু লক্ষ্যের দিকে মনোনিবেশ করবেন । ধীরস্থির ও শান্তভাবে এই লক্ষ্যগুলি অর্জনে আপনাকে সহায়তা করবে ৷

মীন রাশি :

horoscope
মীন রাশি

মীন রাশি : আরও ভালও বোঝাপড়া ও আবেগের ভারসাম্য আপনাকে সঙ্গীর আরও কাছে নিয়ে আসবে ৷ কাজেই প্রেমের জীবন সমৃদ্ধ হবে । আর্থিক দিক থেকে, উপার্জন করা ও আয় বাড়ানোর জন্য আপনি আরও পরিশ্রম করবেন । অফিসে আপনি হয়ত সৃজনশীল কাজে ব্যস্ত থাকবেন । অনেক দিনের পুরনো কোনও প্রযুক্তিগত সমস্যার আজ সমাধান হয়ে যেতে পারে । যাই হোক, আজকের দিনে আপনি যে কাজেই হাত দিন না কেন, তাতেই সফল ও সন্তুষ্ট হবেন ।

Last Updated : Jun 24, 2021, 6:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.