ETV Bharat / bharat

Himachal Pradesh: ভূমিধসের জেরে বিলাসপুরে অবরুদ্ধ জাতীয় সড়ক - Himachal Pradesh

ক্রমাগত বৃষ্টির জেরে ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ ৷ অবরুদ্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি জাতীয় সড়ক ৷ যার জেরে সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷

Etv Bharat
হিমাচলে ভূমিধস
author img

By

Published : Aug 13, 2023, 7:06 PM IST

বিলাসপুর, 13 অগস্ট: ভূমিধসের জেরে বন্ধ হয়ে গেল হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ডাকেশ জাতীয় সড়ক 205 ৷ এই বিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে ধসের কারণে দুটি ট্রাক ও একটি মোটর চালিত যান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই বিষয়ে হিমাচল প্রদেশ ট্রাফিক টুরিস্ট ও রেল পুলিশের তরফে টুইটে পোস্ট করে জানানো হয়েছে, ভূমিধসের কারণে ডাকেশে জাতীয় সড়ক 205 সম্পূর্ণভাবে অবরুদ্ধ ৷ দুটি ট্রাক ও একটি এলএমভি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে একটি বিকল্প পথ হল দারলামোদ থেকে বেরি হয়ে খারসি পর্যন্ত রাস্তা ৷ সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷

বৃষ্টিজনিত ঘটনার কারণে আজ রবিবার আরও কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে ৷ সিমলা পুলিশের কথায়, টুটিকান্দি-ফাগলি বাইপাস কানলোগের কাছে রাস্তা অবরুদ্ধ ৷ সিমলার এডওয়ার্ড স্কুলের কাছে কার্ট রোড অবরুদ্ধ, মেহলি-বাদাগাঁও-শোঘি বেওলিয়ার কাছে অবরুদ্ধ, সিমলা মাণ্ডি জাতীয় সড়ক হীরানগরের কাছে অবরুদ্ধ ৷ প্রবল বর্ষা হিমাচল প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি করেছে ৷

24 জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে রাজ্যে বৃষ্টি, বন্যা ও ভূমিধসের জেরে মোট মৃতের সংখ্যা 223-এ পৌঁছেছে ৷ আহতের সংখ্যা 295 ৷ হিমাচলের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি শনিবার জানিয়েছেন, প্রায় 800টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে ও 7 হাজার 500 টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

শনিবার পুলিশ জানায়, ভূমিধসের জেরে হিমাচল প্রদেশের মধ্যে যাতায়াতকারী 5 নম্বর জাতীয় সড়কটি রাজ্যের সোলান জেলার পারওয়ানুর কাছে চাক্কি মোডে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কর্মকর্তারা জানান, রাস্তা সংস্কারের কাজ চলছে ৷ ভারী বৃষ্টি ও পরবর্তীকালে পাহাড় থেকে ভূমিধসের জেরে রাজ্যজুড়ে 200টিরও বেশি রাস্তা এখনও বন্ধ রয়েছে ৷ তবে সেগুলি সংস্কার করে পুনরুদ্ধার করার কাজও শুরু হয়েছে ৷

আরও পড়ুন: হিমাচলে ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত 602 বছরের ঐতিহাসিক নালাগড় দুর্গ

বিলাসপুর, 13 অগস্ট: ভূমিধসের জেরে বন্ধ হয়ে গেল হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ডাকেশ জাতীয় সড়ক 205 ৷ এই বিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে ধসের কারণে দুটি ট্রাক ও একটি মোটর চালিত যান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই বিষয়ে হিমাচল প্রদেশ ট্রাফিক টুরিস্ট ও রেল পুলিশের তরফে টুইটে পোস্ট করে জানানো হয়েছে, ভূমিধসের কারণে ডাকেশে জাতীয় সড়ক 205 সম্পূর্ণভাবে অবরুদ্ধ ৷ দুটি ট্রাক ও একটি এলএমভি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এই পরিস্থিতিতে একটি বিকল্প পথ হল দারলামোদ থেকে বেরি হয়ে খারসি পর্যন্ত রাস্তা ৷ সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷

বৃষ্টিজনিত ঘটনার কারণে আজ রবিবার আরও কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে ৷ সিমলা পুলিশের কথায়, টুটিকান্দি-ফাগলি বাইপাস কানলোগের কাছে রাস্তা অবরুদ্ধ ৷ সিমলার এডওয়ার্ড স্কুলের কাছে কার্ট রোড অবরুদ্ধ, মেহলি-বাদাগাঁও-শোঘি বেওলিয়ার কাছে অবরুদ্ধ, সিমলা মাণ্ডি জাতীয় সড়ক হীরানগরের কাছে অবরুদ্ধ ৷ প্রবল বর্ষা হিমাচল প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি করেছে ৷

24 জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে রাজ্যে বৃষ্টি, বন্যা ও ভূমিধসের জেরে মোট মৃতের সংখ্যা 223-এ পৌঁছেছে ৷ আহতের সংখ্যা 295 ৷ হিমাচলের রাজস্ব মন্ত্রী জগৎ সিং নেগি শনিবার জানিয়েছেন, প্রায় 800টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে ও 7 হাজার 500 টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

শনিবার পুলিশ জানায়, ভূমিধসের জেরে হিমাচল প্রদেশের মধ্যে যাতায়াতকারী 5 নম্বর জাতীয় সড়কটি রাজ্যের সোলান জেলার পারওয়ানুর কাছে চাক্কি মোডে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কর্মকর্তারা জানান, রাস্তা সংস্কারের কাজ চলছে ৷ ভারী বৃষ্টি ও পরবর্তীকালে পাহাড় থেকে ভূমিধসের জেরে রাজ্যজুড়ে 200টিরও বেশি রাস্তা এখনও বন্ধ রয়েছে ৷ তবে সেগুলি সংস্কার করে পুনরুদ্ধার করার কাজও শুরু হয়েছে ৷

আরও পড়ুন: হিমাচলে ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত 602 বছরের ঐতিহাসিক নালাগড় দুর্গ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.