ETV Bharat / bharat

Chandrababu Naidu: চন্দ্রবাবুর বিরুদ্ধে দুর্নীতির মামলা খারিজের আবেদন, সিআইডি’র অনুরোধে পিছল শুনানি

Quash Petition Filed by Chandrababu Naidu: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের আবেদন করেছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ সেই মামলার শুনানি আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল ৷ সিআইডি’র অনুরোধে মামলা পিছিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 3:26 PM IST

অমরাবতী, 13 সেপ্টেম্বর: সিআইডি-র দাখিল করা দুর্নীতি মামলা খারিজের আবেদন করেছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার সেই মামলার শুনানি 19 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে স্কিল ডেভলপমেন্ট দফতরের 371 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ যে মামলায় চন্দ্রবাবুকে গত শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয় ৷ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি ৷

জানা গিয়েছে, অন্ধ্র-হাইকোর্টে মামলার শুনানিতে সিআইডি'র তদন্তকারী আধিকারিকরা সময় চেয়েছেন ৷ মামলা খারিজের যে আবেদন চন্দ্রবাবু নাইডু করেছেন, তার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছিল সিআইডি ৷ সেই আবেদন অনুযায়ী, বিচারপতি তদন্তকারী সংস্থাকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ৷ ওই দিনই মামলাটির শুনানি শুরু হবে ৷ 19 সেপ্টম্বর হাইকোর্টে শুনানি না-হওয়া পর্যন্ত অন্ধ্রপ্রদেশের এসিবি আদালত এই মামলা নিয়ে কোনও শুনানি করতে পারবে না ৷ উল্লেখ্য, সিআইডি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেফাজতে চেয়ে এসিবি আদালত আবেদন করেছিল ৷ সেই আবেদনের শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷

2015 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 3 হাজার 350 কোটি টাকার একটি প্রকল্পের চুক্তিতে সই করেছিলেন ৷ যেখানে যুবসমাজকে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷ সিমেন্স নামক একটি সংস্থার মাধ্যমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছিল অন্ধ্র সরকার ৷ এই প্রকল্প অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণের জন্য যে খরচ শিক্ষার্থীদের করতে হত, তার 10 শতাংশ রাজ্য সরকারের তরফে দেওয়া কথা বলা হয়েছিল ৷

আরও পড়ুন: সেন্ট্রাল জেলে প্রাণহানির হুমকি! চন্দ্রবাবুকে গৃহবন্দি করার আবেদন আইনজীবীর

অভিযোগ, এই প্রকল্পে রাজ্য সরকারের 240 কোটি টাকা সরিয়ে দেওয়া হয় ৷ এমনকী জাল রসিদ ও চালানের মাধ্যমে জিএসটি ফাঁকি দেওয়ারও অভিযোগ ওঠে ৷ এই আর্থিক অনিয়মের অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আসার পর বিষয়টির তদন্তের ভার যায় সিআইডি-র হাতে ৷ যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে এই দুর্নীতিতে 'কিংপিন' হিসেবে গ্রেফতার করে সিআইডি ৷

অমরাবতী, 13 সেপ্টেম্বর: সিআইডি-র দাখিল করা দুর্নীতি মামলা খারিজের আবেদন করেছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার সেই মামলার শুনানি 19 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে স্কিল ডেভলপমেন্ট দফতরের 371 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ যে মামলায় চন্দ্রবাবুকে গত শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয় ৷ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি ৷

জানা গিয়েছে, অন্ধ্র-হাইকোর্টে মামলার শুনানিতে সিআইডি'র তদন্তকারী আধিকারিকরা সময় চেয়েছেন ৷ মামলা খারিজের যে আবেদন চন্দ্রবাবু নাইডু করেছেন, তার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছিল সিআইডি ৷ সেই আবেদন অনুযায়ী, বিচারপতি তদন্তকারী সংস্থাকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ৷ ওই দিনই মামলাটির শুনানি শুরু হবে ৷ 19 সেপ্টম্বর হাইকোর্টে শুনানি না-হওয়া পর্যন্ত অন্ধ্রপ্রদেশের এসিবি আদালত এই মামলা নিয়ে কোনও শুনানি করতে পারবে না ৷ উল্লেখ্য, সিআইডি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেফাজতে চেয়ে এসিবি আদালত আবেদন করেছিল ৷ সেই আবেদনের শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷

2015 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 3 হাজার 350 কোটি টাকার একটি প্রকল্পের চুক্তিতে সই করেছিলেন ৷ যেখানে যুবসমাজকে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷ সিমেন্স নামক একটি সংস্থার মাধ্যমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছিল অন্ধ্র সরকার ৷ এই প্রকল্প অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে স্কিল ডেভলপমেন্টের প্রশিক্ষণের জন্য যে খরচ শিক্ষার্থীদের করতে হত, তার 10 শতাংশ রাজ্য সরকারের তরফে দেওয়া কথা বলা হয়েছিল ৷

আরও পড়ুন: সেন্ট্রাল জেলে প্রাণহানির হুমকি! চন্দ্রবাবুকে গৃহবন্দি করার আবেদন আইনজীবীর

অভিযোগ, এই প্রকল্পে রাজ্য সরকারের 240 কোটি টাকা সরিয়ে দেওয়া হয় ৷ এমনকী জাল রসিদ ও চালানের মাধ্যমে জিএসটি ফাঁকি দেওয়ারও অভিযোগ ওঠে ৷ এই আর্থিক অনিয়মের অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আসার পর বিষয়টির তদন্তের ভার যায় সিআইডি-র হাতে ৷ যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে এই দুর্নীতিতে 'কিংপিন' হিসেবে গ্রেফতার করে সিআইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.