ETV Bharat / bharat

কুম্ভে 5 দিনে কোভিডে আক্রান্ত 2167, সংক্রমিত 30 সাধু - কুম্ভ মেলা

কুম্ভের আসরে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ 5 দিনে আক্রান্ত হয়েছেন 2167 জন ৷ সংক্রমিত হয়েছেন 30 জন সাধুও ৷

Haridwar: 30 Sadhus At Kumbh Mela Test Postive For Covid 19
কুম্ভে 5 দিনে কোভিডে আক্রান্ত 2167, সংক্রমিত 30 সাধু
author img

By

Published : Apr 16, 2021, 11:24 AM IST

হরিদ্বার, 16 এপ্রিল: করোনাভাইরাসের ছোবলে এ বার আক্রান্ত কুম্ভ মেলার 30 জন সাধু ৷ অল ইন্ডিয়া আখাড়া পরিষদের নেতা মহন্ত নরেন্দ্র গিরিও সংক্রমিত হয়ে ঋষিকেশের এইমসে ভর্তি ৷ তবে এত কিছু সত্ত্বেও, নিয়ম মানার বালাই নেই অনেকেরই ৷ কোভিড নিয়ম না-মেনেই চলছে পূণ্যস্নান ৷ স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে বিশেষজ্ঞদের ৷

অপরদিকে, দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিত্সা চলাকালীন প্রাণ গিয়েছে মধ্যপ্রদেশের আর এক নামী সাধু স্বামী কপিল দেবের ৷ কুম্ভের 13টিরও বেশি ধর্মীয় দলের দ্বিতীয় বৃহত্তম নিরঞ্জনী আখাড়া ঘোষণা করেছে, নির্ধারিত সময়ের দু সপ্তাহ আগেই অর্থাত্ শনিবারেই তারা কুম্ভে অংশগ্রহণ বন্ধ করে দেবে ৷

হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. এসকে ঝা জানিয়েছেন, "এখনও পর্যন্ত 30 জন সাধু কোভিড 19-এ আক্রান্ত হয়েছেন ৷ কোনও বিশেষ আখাড়ার সবাই আক্রান্ত হননি ৷ নিরঞ্জনী, জুনা-সহ প্রায় সব আখাড়ার সাধুই আক্রান্ত ৷" নিরঞ্জনী আখাড়ার সচিব রবীন্দ্র পুরী জানিয়েছেন, "কোভিডের পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় আমাদের জন্য কুম্ভ মেলা শেষ...প্রধান শাহী স্নান হয়ে গিয়েছে এবং আমাদের আখাড়ার অনেকেই কোভিড উপসর্গ দেখা দিয়েছে ৷"

আরও পড়ুন: 3 দিনে কুম্ভে করোনা আক্রান্ত 1300, তবে কাটছাঁট হচ্ছে না মেলায়

এপ্রিল 10 থেকে 15 পর্যন্ত পাঁচ দিনে কুম্ভে 2,167 জনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ কুম্ভের পরবর্তী গুরুত্বপূর্ণ দিন হল 27 এপ্রিল ৷

হরিদ্বার, 16 এপ্রিল: করোনাভাইরাসের ছোবলে এ বার আক্রান্ত কুম্ভ মেলার 30 জন সাধু ৷ অল ইন্ডিয়া আখাড়া পরিষদের নেতা মহন্ত নরেন্দ্র গিরিও সংক্রমিত হয়ে ঋষিকেশের এইমসে ভর্তি ৷ তবে এত কিছু সত্ত্বেও, নিয়ম মানার বালাই নেই অনেকেরই ৷ কোভিড নিয়ম না-মেনেই চলছে পূণ্যস্নান ৷ স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে বিশেষজ্ঞদের ৷

অপরদিকে, দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিত্সা চলাকালীন প্রাণ গিয়েছে মধ্যপ্রদেশের আর এক নামী সাধু স্বামী কপিল দেবের ৷ কুম্ভের 13টিরও বেশি ধর্মীয় দলের দ্বিতীয় বৃহত্তম নিরঞ্জনী আখাড়া ঘোষণা করেছে, নির্ধারিত সময়ের দু সপ্তাহ আগেই অর্থাত্ শনিবারেই তারা কুম্ভে অংশগ্রহণ বন্ধ করে দেবে ৷

হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. এসকে ঝা জানিয়েছেন, "এখনও পর্যন্ত 30 জন সাধু কোভিড 19-এ আক্রান্ত হয়েছেন ৷ কোনও বিশেষ আখাড়ার সবাই আক্রান্ত হননি ৷ নিরঞ্জনী, জুনা-সহ প্রায় সব আখাড়ার সাধুই আক্রান্ত ৷" নিরঞ্জনী আখাড়ার সচিব রবীন্দ্র পুরী জানিয়েছেন, "কোভিডের পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় আমাদের জন্য কুম্ভ মেলা শেষ...প্রধান শাহী স্নান হয়ে গিয়েছে এবং আমাদের আখাড়ার অনেকেই কোভিড উপসর্গ দেখা দিয়েছে ৷"

আরও পড়ুন: 3 দিনে কুম্ভে করোনা আক্রান্ত 1300, তবে কাটছাঁট হচ্ছে না মেলায়

এপ্রিল 10 থেকে 15 পর্যন্ত পাঁচ দিনে কুম্ভে 2,167 জনের কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ কুম্ভের পরবর্তী গুরুত্বপূর্ণ দিন হল 27 এপ্রিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.