ETV Bharat / bharat

Gujarat Election 2022: মোদি রাজ্যেও 'খেলা হবে' ! বিজেপি'র সংকল্প পত্রে 2036 অলিম্পিক - BJP

অমিত শাহ বলেছিলেন যে সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সটি এমনভাবে তৈরি করা হবে যাতে এটি ভবিষ্যতে অলিম্পিক গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক গেমস আয়োজন করতে পারে । বিজেপির সংকল্প পত্রেও তাই জানানো হল (Gujarat will assist in hosting the Olympic Games in 2036) ।

Etv Bharat
Gujarat will assist in hosting the Olympic Games
author img

By

Published : Nov 26, 2022, 9:39 PM IST

আমেদাবাদ, 26 নভেম্বর: শিয়রে গুজরাত ভোট । রাজ্যপাট ধরে রাখতে মরিয়া পদ্মশিবির । সেই লক্ষ্যেই নির্বাচনী সংকল্প (BJP Manifesto) সামনে এনেছে ভারতীয় জনতা পার্টি । তাতে উল্লেখ করা হয়েছে 2036 সালের অলিম্পিকের কথাও । দেশে এর আগে কোনও নির্বাচনে এমন সংকল্পের কথা শোনা যায়নি। এর পাশাপাশি কিন্তু অলিম্পিকের সঙ্গে গুজরাত ভোটের কী সম্পর্ক (Gujarat Election 2022) ?

বিজেপির সংকল্প পত্রে জানানো হয়েছে, '2036 সালের অলিম্পিক উল্লেখযোগ্য ঘটনা । বিজেপি অলিম্পিক গেমসের জন্য বিশ্বমানের ক্রীড়া সুবিধা তৈরি করবে । ভারত অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাবে (Gujarat will assist in hosting the Olympic Games in 2036) ।'

ভারত আগেই 2032 অলিম্পিক আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল । কিন্তু বর্তমানে 2036 অলিম্পিক আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নেয় দেশ । ইতিমধ্যেই আমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটি (AUDA) পিডব্লিউসিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে । যারা ইতিমধ্যেই আমেদাবাদে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার জন্য কোন ভেন্যু এবং পরিকাঠামো তৈরি হবে সে বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে । ইতিমধ্যেই সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ নামে একটি বড় স্পোর্টস কমপ্লেক্সও আমেদাবাদে তৈরি করা শুরু হয়েছে । ক্রীড়া কমপ্লেক্সের জন্য প্রায় 4,600 কোটি টাকা খরচ হবে ।

2021 সালের গোড়াতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সটি এমনভাবে তৈরি করা হবে যাতে এটি ভবিষ্যতে অলিম্পিক গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক গেমস আয়োজন করতে পারে । একইসঙ্গে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা জানিয়েছেন, নরেন্দ্র মোদি স্টেডিয়াম গেমগুলির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বাছা হয়েছে । তিনি নিশ্চিত করেছেন, আইওএ 2036 গেমস আয়োজনের জন্য ভারতের সম্ভাব্য বিডের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গেও আলোচনা করছে ।

আরও পড়ুন: মোদি-রাজ্যে নির্বাচনী ফ্যাক্টর কি ওয়াইসি ?

অলিম্পিক গেমস: প্রতি চার বছর অন্তর একটি ভিন্ন দেশ এই প্রতিযোগিতা আয়োজন করে । 2020 সালে টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল । 2024 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে । 2028 এবং 2032 সালে, ব্রিসবেন, অস্ট্রেলিয়া এবং লস অ্যাঞ্জেলেসে গেমস আয়োজিত হবে । এই দেশগুলির প্রত্যেকটিতেই ভারতের চেয়ে বেশি উন্নত পরিকাঠামো রয়েছে ।

গুজরাতে খেলাধুলোর অবস্থা: প্রত্যেকেই একবাক্যে স্বীকার করে, গুজরাতের ক্রীড়া সুবিধা আগের তুলনায় অনেক ভালো হয়েছে । প্রতি বছর, রাজ্য খেল মহাকুম্ভের আয়োজন করছে । গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদিই খেল মহাকুম্ভ শুরু করেন । 'রামশে গুজরাট জিতশে গুজরাত' স্লোগানে আরও উন্নত হচ্ছে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ।

আমেদাবাদ, 26 নভেম্বর: শিয়রে গুজরাত ভোট । রাজ্যপাট ধরে রাখতে মরিয়া পদ্মশিবির । সেই লক্ষ্যেই নির্বাচনী সংকল্প (BJP Manifesto) সামনে এনেছে ভারতীয় জনতা পার্টি । তাতে উল্লেখ করা হয়েছে 2036 সালের অলিম্পিকের কথাও । দেশে এর আগে কোনও নির্বাচনে এমন সংকল্পের কথা শোনা যায়নি। এর পাশাপাশি কিন্তু অলিম্পিকের সঙ্গে গুজরাত ভোটের কী সম্পর্ক (Gujarat Election 2022) ?

বিজেপির সংকল্প পত্রে জানানো হয়েছে, '2036 সালের অলিম্পিক উল্লেখযোগ্য ঘটনা । বিজেপি অলিম্পিক গেমসের জন্য বিশ্বমানের ক্রীড়া সুবিধা তৈরি করবে । ভারত অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাবে (Gujarat will assist in hosting the Olympic Games in 2036) ।'

ভারত আগেই 2032 অলিম্পিক আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল । কিন্তু বর্তমানে 2036 অলিম্পিক আয়োজনের জন্য বিড করার সিদ্ধান্ত নেয় দেশ । ইতিমধ্যেই আমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটি (AUDA) পিডব্লিউসিকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে । যারা ইতিমধ্যেই আমেদাবাদে অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার জন্য কোন ভেন্যু এবং পরিকাঠামো তৈরি হবে সে বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে । ইতিমধ্যেই সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ নামে একটি বড় স্পোর্টস কমপ্লেক্সও আমেদাবাদে তৈরি করা শুরু হয়েছে । ক্রীড়া কমপ্লেক্সের জন্য প্রায় 4,600 কোটি টাকা খরচ হবে ।

2021 সালের গোড়াতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সটি এমনভাবে তৈরি করা হবে যাতে এটি ভবিষ্যতে অলিম্পিক গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক গেমস আয়োজন করতে পারে । একইসঙ্গে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা জানিয়েছেন, নরেন্দ্র মোদি স্টেডিয়াম গেমগুলির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বাছা হয়েছে । তিনি নিশ্চিত করেছেন, আইওএ 2036 গেমস আয়োজনের জন্য ভারতের সম্ভাব্য বিডের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গেও আলোচনা করছে ।

আরও পড়ুন: মোদি-রাজ্যে নির্বাচনী ফ্যাক্টর কি ওয়াইসি ?

অলিম্পিক গেমস: প্রতি চার বছর অন্তর একটি ভিন্ন দেশ এই প্রতিযোগিতা আয়োজন করে । 2020 সালে টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল । 2024 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে । 2028 এবং 2032 সালে, ব্রিসবেন, অস্ট্রেলিয়া এবং লস অ্যাঞ্জেলেসে গেমস আয়োজিত হবে । এই দেশগুলির প্রত্যেকটিতেই ভারতের চেয়ে বেশি উন্নত পরিকাঠামো রয়েছে ।

গুজরাতে খেলাধুলোর অবস্থা: প্রত্যেকেই একবাক্যে স্বীকার করে, গুজরাতের ক্রীড়া সুবিধা আগের তুলনায় অনেক ভালো হয়েছে । প্রতি বছর, রাজ্য খেল মহাকুম্ভের আয়োজন করছে । গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদিই খেল মহাকুম্ভ শুরু করেন । 'রামশে গুজরাট জিতশে গুজরাত' স্লোগানে আরও উন্নত হচ্ছে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.