ETV Bharat / bharat

Rajnath Singh on Chopper Crash : গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল, সংসদে জানালেন রাজনাথ

তামিলনাড়ু-কর্নাটক সীমানা কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান দেশের প্রথম সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং 11 জন সেনা আধিকারিক ৷ শুধু বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh) ৷ আজ সংসদে একটি বিবৃতিতে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh on Chopper Crash) ৷

Rajnath Singh on Chopper Crash
হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে লোকসভায় বিবৃতি দিচ্ছেন রাজনাথ সিং
author img

By

Published : Dec 9, 2021, 11:35 AM IST

Updated : Dec 9, 2021, 12:57 PM IST

নয়া দিল্লি, 9 ডিসেম্বর : হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশালী ৷ আজ লোকসভায় একটি বিবৃতিতে এই কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য সেনা আধিকারিকদের মৃত্যুতে আজ 2 মিনিটের নীরবতা পালন করা হয় লোকসভায় ৷

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh) এখন লাইফ সাপোর্টে রয়েছেন ৷ বরুণ সিং সাংঘাতিক ভাবে পুড়ে গিয়েছেন ৷ বর্তমানে ওয়েলিংটনের সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁকে সুস্থ করার সব রকম চেষ্টা করা হচ্ছে বলে আশ্বস্ত করলেন রাজনাথ সিং (Rajnath Singh told parliament) ৷

বায়ু সেনার এই আধিকারিক (Air Force officer) তাঁর সাহসিকতার জন্য এ বছরের অগস্ট মাসে 'সৌর্য চক্র' (Shaurya Chakra) পুরস্কার পান ৷ 2020-তে তিনি তেজস ফাইটার এয়ারক্রাফ্ট (Tejas fighter aircraft) চালানোর সময় হঠাৎ এয়ারক্রাফ্টটিতে গুরুতর টেকনিক্যাল গণ্ডগোল দেখা দেয় ৷ কিন্তু আকাশে মাঝপথে সেই সমস্যা সামলে নিরাপদে এয়ারক্রাফ্ট নামিয়ে আনেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ ৷

রাজ্যসভায় হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

আরও পড়ুন : Black box of crashed IAF Chopper found : উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স

বুধবার গ্রুপ ক্যাপ্টেন সিং সিডিসি জেনারেল বিপিন রাওয়াতকে নিতে সুলুরে (Sulur) গিয়েছিলেন ৷ ওয়েলিংটনে (Wellington) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে (Defence Services Staff College) একটি বক্তৃতা দিতে যাচ্ছিলেন দেশের সেনা সর্বাধিনায়ক ৷ এই সফরে তাঁর সঙ্গেই ছিলেন বরুণ সিং ৷ কিন্তু কাল দুপুর নাগাদ তামিলনাড়ু-কর্নাটক সীমানার কুন্নুরে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ মারা যান সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও অন্য 11 জন সেনা আধিকারিক ৷ শুধুমাত্র বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ৷

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের পৈতৃক বাড়ি পূর্ব উত্তর প্রদেশের (eastern Uttar Pradesh) দেওরিয়ায় (Deoria) ৷ তাঁর বাবা কে পি সিং (K P Singh) সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ৷ তিনি কর্নেল (colonel) হিসেবে অবসরগ্রহণ করেন ৷ রাজ্যের কংগ্রেস নেতা (State Congress leader) অখিলেশ প্রতাপ সিং (Akhilesh Pratap Singh) তাঁর আত্মীয় ৷

গ্রুপ ক্যাপ্টেনের আত্মীয় দীনেশ প্রতাপ সিং সংবাদমাধ্যমে বলেন, "বরুণ সিং এখন হাসপাতালে রয়েছেন ৷ বায়ুসেনা বুলেটিন প্রকাশ করলে আমরা তাঁর অবস্থা সম্পর্কে জানতে পারব ৷" সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে তাঁকে ব্যাঙ্গালোরের কম্যান্ড হাসপাতালে (Command Hospital, Bangalore) স্থানান্তরিত করা হতে পারে ৷

আরও পড়ুন : Chopper Crash at Coonoor : ভেঙে পড়ার ঠিক আগে কুয়াশায় ঢেকে যায় সিডিএস রাওয়াতের চপার

নয়া দিল্লি, 9 ডিসেম্বর : হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশালী ৷ আজ লোকসভায় একটি বিবৃতিতে এই কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্য সেনা আধিকারিকদের মৃত্যুতে আজ 2 মিনিটের নীরবতা পালন করা হয় লোকসভায় ৷

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh) এখন লাইফ সাপোর্টে রয়েছেন ৷ বরুণ সিং সাংঘাতিক ভাবে পুড়ে গিয়েছেন ৷ বর্তমানে ওয়েলিংটনের সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁকে সুস্থ করার সব রকম চেষ্টা করা হচ্ছে বলে আশ্বস্ত করলেন রাজনাথ সিং (Rajnath Singh told parliament) ৷

বায়ু সেনার এই আধিকারিক (Air Force officer) তাঁর সাহসিকতার জন্য এ বছরের অগস্ট মাসে 'সৌর্য চক্র' (Shaurya Chakra) পুরস্কার পান ৷ 2020-তে তিনি তেজস ফাইটার এয়ারক্রাফ্ট (Tejas fighter aircraft) চালানোর সময় হঠাৎ এয়ারক্রাফ্টটিতে গুরুতর টেকনিক্যাল গণ্ডগোল দেখা দেয় ৷ কিন্তু আকাশে মাঝপথে সেই সমস্যা সামলে নিরাপদে এয়ারক্রাফ্ট নামিয়ে আনেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ ৷

রাজ্যসভায় হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

আরও পড়ুন : Black box of crashed IAF Chopper found : উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স

বুধবার গ্রুপ ক্যাপ্টেন সিং সিডিসি জেনারেল বিপিন রাওয়াতকে নিতে সুলুরে (Sulur) গিয়েছিলেন ৷ ওয়েলিংটনে (Wellington) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে (Defence Services Staff College) একটি বক্তৃতা দিতে যাচ্ছিলেন দেশের সেনা সর্বাধিনায়ক ৷ এই সফরে তাঁর সঙ্গেই ছিলেন বরুণ সিং ৷ কিন্তু কাল দুপুর নাগাদ তামিলনাড়ু-কর্নাটক সীমানার কুন্নুরে দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার হেলিকপ্টার (Mi-17V-5 Military Transport Helicopter Crash) ৷ মারা যান সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও অন্য 11 জন সেনা আধিকারিক ৷ শুধুমাত্র বেঁচে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন ৷

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের পৈতৃক বাড়ি পূর্ব উত্তর প্রদেশের (eastern Uttar Pradesh) দেওরিয়ায় (Deoria) ৷ তাঁর বাবা কে পি সিং (K P Singh) সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ৷ তিনি কর্নেল (colonel) হিসেবে অবসরগ্রহণ করেন ৷ রাজ্যের কংগ্রেস নেতা (State Congress leader) অখিলেশ প্রতাপ সিং (Akhilesh Pratap Singh) তাঁর আত্মীয় ৷

গ্রুপ ক্যাপ্টেনের আত্মীয় দীনেশ প্রতাপ সিং সংবাদমাধ্যমে বলেন, "বরুণ সিং এখন হাসপাতালে রয়েছেন ৷ বায়ুসেনা বুলেটিন প্রকাশ করলে আমরা তাঁর অবস্থা সম্পর্কে জানতে পারব ৷" সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে তাঁকে ব্যাঙ্গালোরের কম্যান্ড হাসপাতালে (Command Hospital, Bangalore) স্থানান্তরিত করা হতে পারে ৷

আরও পড়ুন : Chopper Crash at Coonoor : ভেঙে পড়ার ঠিক আগে কুয়াশায় ঢেকে যায় সিডিএস রাওয়াতের চপার

Last Updated : Dec 9, 2021, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.