ETV Bharat / bharat

Delhi Municipal Corporation Election 2022: বরের সাজেই ভোটার লাইনে দিল্লির যুবক, সঙ্গী নববধূ

বিয়ের মণ্ডপ থেকে সটান ভোটগ্রহণকেন্দ্রে পৌঁছলেন বর ৷ সঙ্গে নববধূ ৷ দিল্লি পৌরনিগমের নির্বাচন (Delhi Municipal Corporation Election 2022) চলাকালীন এই দৃশ্য দেখা গেল বুরারি বিধানসভা (Burari Assembly Constituency) এলাকায় ৷

groom reaches polling station directly from marriage ceremony with the bride to cast vote in Delhi Municipal Corporation Election 2022
Delhi Municipal Corporation Election 2022: বরের সাজেই ভোটার লাইনে দিল্লির যুবক, সঙ্গী নববধূ
author img

By

Published : Dec 4, 2022, 5:31 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: ভোটদাতাদের লম্বা লাইনে (Voter Line) দাঁড়িয়ে রয়েছেন সদ্যবিবাহিত দম্পতি ! তাঁদের পরনে থাকা বিয়ের জোড় স্বাভাবিকভাবেই নজর কাড়ছে বাকিদের ৷ অন্য়ান্য ভোটার থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, সকলেই ঘুরে ঘুরে দেখছেন তাঁদের ৷ রবিবার সকালে এই ছবি ধরা পড়ল দিল্লির বুরারি বিধানসভা (Burari Assembly Constituency) এলাকার একটি ভোটগ্রহণকেন্দ্রে ৷ নবদম্পতিকে ভোটের লাইনে দেখে এগিয়ে যান ইটিভি ভারতের প্রতিনিধিও ৷ তাঁর প্রশ্নের উত্তরে বিয়ের সাজে ভোট দিতে আসার কারণ খোলসা করেন নববিবাহিত যুগল ৷

আসলে রবিবার ছিল দিল্লি পৌরনিগমের ভোট (Delhi Municipal Corporation Election 2022) ৷ বুরারি বিধানসভা এলাকাও দিল্লি পৌরনিগমের অন্তর্গত ৷ কিন্তু, ভোটের আগের দিনই বিয়ের মণ্ডপে বসতে হয় স্থানীয় যুবক সুধীর রানাকে ৷ শনিবার রাতে ছিল তাঁর বিয়ে ৷ সেই বিয়ের আসর বসেছিল উত্তরপ্রদেশের বিজনৌরে ৷ সুধীর মনে করেন, বিয়ে হোক বা অন্য যে কোনও গুরুত্বপূর্ণ কাজ, ভোটাধিকার প্রয়োগের অধিকার কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না ৷

আরও পড়ুন: রাজগীর মহোৎসবে নজর কাড়ছে পাগলাবাবার চায়ের স্টল

শনিবার রাতে বিয়ে সারার পর নববধূকে নিয়ে রবিবার সকালেই দিল্লি চলে আসেন সুধীর ৷ কোনওমতে গৃহপ্রবেশের রীতি সেরেই চলে আসেন ভোটগ্রহণকেন্দ্রে ৷ নাওয়া-খাওয়া দূরে থাক, পাছে ভোট দিতে দেরি হয়ে যায়, সেই আশঙ্কায় বরের পোশাক পরেই লাইনে দাঁড়িয়ে পড়েন সুধীর ৷ তাঁর সদ্য-বিবাহিতা স্ত্রী এই এলাকার ভোটার না-হলেও বিয়ের পরদিনই সাতসকালে প্রিয় মানুষটিকে একলা ছাড়তে মন চায়নি ৷ তাই কনের সাজেই স্বামীর সঙ্গে তিনিও হাজির হন ভোটগ্রহণকেন্দ্রে ৷

নবদম্পতিকে দেখে অনেকেই উৎসাহী হন ৷ আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস না-করলেও সকলেই ঘুরে ঘুরে দেখতে থাকেন তাঁদের ৷ বাকিদের এমন আচরণে বেশ মজা পান সুধীর ও তাঁর স্ত্রী ৷ তারই মাঝে কিছুক্ষণ কথা বলেন ইটিভি ভারতের স্থানীয় প্রতিনিধির সঙ্গে ৷

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: ভোটদাতাদের লম্বা লাইনে (Voter Line) দাঁড়িয়ে রয়েছেন সদ্যবিবাহিত দম্পতি ! তাঁদের পরনে থাকা বিয়ের জোড় স্বাভাবিকভাবেই নজর কাড়ছে বাকিদের ৷ অন্য়ান্য ভোটার থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, সকলেই ঘুরে ঘুরে দেখছেন তাঁদের ৷ রবিবার সকালে এই ছবি ধরা পড়ল দিল্লির বুরারি বিধানসভা (Burari Assembly Constituency) এলাকার একটি ভোটগ্রহণকেন্দ্রে ৷ নবদম্পতিকে ভোটের লাইনে দেখে এগিয়ে যান ইটিভি ভারতের প্রতিনিধিও ৷ তাঁর প্রশ্নের উত্তরে বিয়ের সাজে ভোট দিতে আসার কারণ খোলসা করেন নববিবাহিত যুগল ৷

আসলে রবিবার ছিল দিল্লি পৌরনিগমের ভোট (Delhi Municipal Corporation Election 2022) ৷ বুরারি বিধানসভা এলাকাও দিল্লি পৌরনিগমের অন্তর্গত ৷ কিন্তু, ভোটের আগের দিনই বিয়ের মণ্ডপে বসতে হয় স্থানীয় যুবক সুধীর রানাকে ৷ শনিবার রাতে ছিল তাঁর বিয়ে ৷ সেই বিয়ের আসর বসেছিল উত্তরপ্রদেশের বিজনৌরে ৷ সুধীর মনে করেন, বিয়ে হোক বা অন্য যে কোনও গুরুত্বপূর্ণ কাজ, ভোটাধিকার প্রয়োগের অধিকার কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না ৷

আরও পড়ুন: রাজগীর মহোৎসবে নজর কাড়ছে পাগলাবাবার চায়ের স্টল

শনিবার রাতে বিয়ে সারার পর নববধূকে নিয়ে রবিবার সকালেই দিল্লি চলে আসেন সুধীর ৷ কোনওমতে গৃহপ্রবেশের রীতি সেরেই চলে আসেন ভোটগ্রহণকেন্দ্রে ৷ নাওয়া-খাওয়া দূরে থাক, পাছে ভোট দিতে দেরি হয়ে যায়, সেই আশঙ্কায় বরের পোশাক পরেই লাইনে দাঁড়িয়ে পড়েন সুধীর ৷ তাঁর সদ্য-বিবাহিতা স্ত্রী এই এলাকার ভোটার না-হলেও বিয়ের পরদিনই সাতসকালে প্রিয় মানুষটিকে একলা ছাড়তে মন চায়নি ৷ তাই কনের সাজেই স্বামীর সঙ্গে তিনিও হাজির হন ভোটগ্রহণকেন্দ্রে ৷

নবদম্পতিকে দেখে অনেকেই উৎসাহী হন ৷ আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস না-করলেও সকলেই ঘুরে ঘুরে দেখতে থাকেন তাঁদের ৷ বাকিদের এমন আচরণে বেশ মজা পান সুধীর ও তাঁর স্ত্রী ৷ তারই মাঝে কিছুক্ষণ কথা বলেন ইটিভি ভারতের স্থানীয় প্রতিনিধির সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.