ETV Bharat / bharat

Chief of Defence Staff: দেশের নতুন সিডিএস অনিল চৌহান, জানাল প্রতিরক্ষা মন্ত্রক - অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান

10 মাস আগে চপার দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) ৷ বুধবার ওই পদে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে নিয়োগ করল কেন্দ্র ৷

Government appoints Retired Lt General Anil Chauhan as Chief of Defence Staff
Chief of Defence Staff: দেশের নতুন সিডিএস অনিল চৌহান, জানাল প্রতিরক্ষা মন্ত্রক
author img

By

Published : Sep 28, 2022, 7:32 PM IST

Updated : Sep 28, 2022, 8:13 PM IST

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর : বিপিন রাওয়াতের (Bipin Rawat) আকস্মিক প্রয়াণের পর ফাঁকাই ছিল দেশের চিফ অফ ডিফেন্স স্টাফের (CDS) পদটি ৷ বুধবার সেই পদে নিযুক্ত করা হল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে (Retired Lt General Anil Chauhan) ৷ প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) তরফে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে ৷

2020 সালের 1 জানুয়ারি দেশের প্রথম সিডিএস হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত ৷ তিনবাহিনীর সঙ্গে সংযোগরক্ষা করে দেশের সামরিক শক্তিকে আরও সুসজ্জিত করতেই ওই পদ তৈরি করা হয় ৷ আমৃত্যু ওই পদে ছিলেন বিপিন রাওয়াত ৷

10 মাস আগে তামিলনাড়ুর কুনুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে চপার দুর্ঘটনার কবলে পড়েন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ৷ ওই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান ৷ তাঁর পর দেশের দ্বিতীয় সিডিএস হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ৷

সিডিএস হিসেবে সামরিক বিষয়ক দফতরের সচিব হিসেবে এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান পরামর্শদাতা হিসেবেও কাজ করতে হবে অনিল চৌহানকে ৷

1961 সালের 18 মে জন্মেছিলেন অনিল চৌহান ৷ 1981 সালে 11 গোর্খা রাইফেল দিয়ে তাঁর কর্মজীবন শুরু ৷ তার পরবর্তী 40 বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পদে কাজ করেছেন ৷ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদীদের দমনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ 2019 সালে তাঁকে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ হিসেবে নিয়োগ করা হয় ৷ 2021 সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেছেন ৷

আরও পড়ুন : মুখে হাসি, শত্রু মোকাবিলায় ক্ষুরধার; সেনা কপ্টারেই থামল সিডিএস-এর পথচলা

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর : বিপিন রাওয়াতের (Bipin Rawat) আকস্মিক প্রয়াণের পর ফাঁকাই ছিল দেশের চিফ অফ ডিফেন্স স্টাফের (CDS) পদটি ৷ বুধবার সেই পদে নিযুক্ত করা হল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে (Retired Lt General Anil Chauhan) ৷ প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) তরফে এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে ৷

2020 সালের 1 জানুয়ারি দেশের প্রথম সিডিএস হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত ৷ তিনবাহিনীর সঙ্গে সংযোগরক্ষা করে দেশের সামরিক শক্তিকে আরও সুসজ্জিত করতেই ওই পদ তৈরি করা হয় ৷ আমৃত্যু ওই পদে ছিলেন বিপিন রাওয়াত ৷

10 মাস আগে তামিলনাড়ুর কুনুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে চপার দুর্ঘটনার কবলে পড়েন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ৷ ওই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান ৷ তাঁর পর দেশের দ্বিতীয় সিডিএস হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ৷

সিডিএস হিসেবে সামরিক বিষয়ক দফতরের সচিব হিসেবে এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান পরামর্শদাতা হিসেবেও কাজ করতে হবে অনিল চৌহানকে ৷

1961 সালের 18 মে জন্মেছিলেন অনিল চৌহান ৷ 1981 সালে 11 গোর্খা রাইফেল দিয়ে তাঁর কর্মজীবন শুরু ৷ তার পরবর্তী 40 বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পদে কাজ করেছেন ৷ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদীদের দমনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ 2019 সালে তাঁকে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ হিসেবে নিয়োগ করা হয় ৷ 2021 সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেছেন ৷

আরও পড়ুন : মুখে হাসি, শত্রু মোকাবিলায় ক্ষুরধার; সেনা কপ্টারেই থামল সিডিএস-এর পথচলা

Last Updated : Sep 28, 2022, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.