ETV Bharat / bharat

Gold Jewellery Washed away: টানা বৃষ্টিতে বিপর্যস্ত 'টেক সিটি' বেঙ্গালুরু, জলের স্রোতে ভেসে গেল দু’কোটির গয়না

বেশ কয়েকদিন ধরে কর্ণাটকের বৃস্তীর্ণ এলাকাজুড়ে প্রবল বৃষ্টিপাত চলেছে ৷ তার জেরেই বিপর্যস্ত জনজীবন ৷ তারমধ্য়ে সোনার গয়নার দোকানে জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেল প্রায় 2 কোটি টাকার গয়না ৷ মাথায় হাত ব্যবসায়ীর !

author img

By

Published : May 23, 2023, 12:19 PM IST

Etv Bharat
জলের স্রোতে ভেসে গেল দু’কোটি টাকার গয়না
জলের স্রোতে ভেসে গেল দু’কোটির গয়না

বেঙ্গালুরু, 23 মে: এখনও বর্ষার মরশুম শুরু হয়নি ৷ তার আগেই শুরু হয়েছে বৃষ্টি ৷ টানা দু’দিনের বৃষ্টিতে বেঙ্গালুরুর একাধিক জেলা জলমগ্ন ৷ তারমধ্যেই ঘটে গেল অঘটন ৷ জলের তোড়ে ভেসে গেল প্রায় 2 কোটি টাকার সোনার গয়না ৷ সোমবার মালেশ্বর অঞ্চলের 9 নম্বর এলাকায় অবস্থিত নিহান জুয়েলারি নামে একটি সোনার দোকানের ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, বিগত দু’দিন ধরে একনাগাড়ে বৃষ্টি পড়ছে ৷ ডুবে গিয়েছে শহরের আন্ডারপাস ৷ মালেশ্বর এলাকার প্রায় সব দোকানই জলে ডুবে গিয়েছে ৷ এদিন নিহান জুলেয়ারিতেও হঠাৎই বৃষ্টির জল ঢুকতে শুরু করে ৷ দোকানের শাটার বন্ধ কারার সুযোগ পাননি দোকানের কর্মচারীরা ৷ তাতেই ভেসে গিয়েছে বহুমূল্যবান সোনার গয়না ৷

এই প্রসঙ্গেই নিহান জুয়েলারির মালিক প্রিয়া দেবী বলেন, "দোকানের সামনেই কাজ চলছে ৷ তার জেরেই দোকানের মধ্যে বৃষ্টির জল ঢুকে গিয়েছে ৷ সাহায্যের জন্য স্থানীয় কর্পোরেশনকে ফোন করলেও, কোনও কর্মী আসেননি সাহায্যের জন্য ৷ প্রায় 80 শতাংশ গয়না ভেসে গিয়েছে জলের তোড়ে ৷ যার দাম প্রায় 2 কোটি টাকা ৷" একথা বলেই কান্নায় ভেঙে পড়েন ওই ব্যবসায়ী ৷

দু’দিনের বিরামহীন বৃষ্টিতে শহরের সমস্ত জায়গায় বজ্য জমে রয়েছে ৷ কর্পোরেশনের কর্মীরা শহর পরিষ্কার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ৷ বৃষ্টির জলে পিচ উঠে শহরের বড়বড় রাস্তাগুলিতে গর্তের সৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যেই শহরের নাগরিক পরিষেবায় যুক্ত বিবিএমপি'তে (বুহাট বেঙ্গালুরু মহানগর পালিকা) প্রায় 600টি অভিযোগ জমা পড়েছে গাছ পড়ে যাওয়ার ৷ মহালক্ষ্মী লে আউটে প্রায় 20টি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে ৷ কাবোন পার্ক এলাকায় প্রায় 50টি গাছে ঝড়ে উপড়ে গিয়েছে ৷

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে চলন্ত স্কুটিতে গাছ পড়ে মৃত্যু বৃদ্ধের, তুঙ্গা নদীতে তলিয়ে গেল দুই ছাত্র

প্রসঙ্গত, সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে ৷ এদিন ইলেকট্রনিক্স সিটি এলাকায় প্রায় 30 মিনিটের বৃ্ষ্টিতে যান চলাচল থমকে যায় ৷ এখনও পর্যন্ত কোটিগেহাল্লি এলাকায় 70 মিলি মিটার, ডোড্ডাথোগুরুতে 42 মিলি মিটার, সিঙ্গাসান্দ্রা এলাকায় 34 মিলিমিটার, বোমানাহাল্লি একালায় 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

শহরের আবহাওয়া রিপোর্ট অনুয়ায়ী জানা গিয়েছে, বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে ৷ তার জেরেই আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত চলবে ৷ কখনও কখনও শিলাবৃষ্টিও হতে পারে ৷

জলের স্রোতে ভেসে গেল দু’কোটির গয়না

বেঙ্গালুরু, 23 মে: এখনও বর্ষার মরশুম শুরু হয়নি ৷ তার আগেই শুরু হয়েছে বৃষ্টি ৷ টানা দু’দিনের বৃষ্টিতে বেঙ্গালুরুর একাধিক জেলা জলমগ্ন ৷ তারমধ্যেই ঘটে গেল অঘটন ৷ জলের তোড়ে ভেসে গেল প্রায় 2 কোটি টাকার সোনার গয়না ৷ সোমবার মালেশ্বর অঞ্চলের 9 নম্বর এলাকায় অবস্থিত নিহান জুয়েলারি নামে একটি সোনার দোকানের ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, বিগত দু’দিন ধরে একনাগাড়ে বৃষ্টি পড়ছে ৷ ডুবে গিয়েছে শহরের আন্ডারপাস ৷ মালেশ্বর এলাকার প্রায় সব দোকানই জলে ডুবে গিয়েছে ৷ এদিন নিহান জুলেয়ারিতেও হঠাৎই বৃষ্টির জল ঢুকতে শুরু করে ৷ দোকানের শাটার বন্ধ কারার সুযোগ পাননি দোকানের কর্মচারীরা ৷ তাতেই ভেসে গিয়েছে বহুমূল্যবান সোনার গয়না ৷

এই প্রসঙ্গেই নিহান জুয়েলারির মালিক প্রিয়া দেবী বলেন, "দোকানের সামনেই কাজ চলছে ৷ তার জেরেই দোকানের মধ্যে বৃষ্টির জল ঢুকে গিয়েছে ৷ সাহায্যের জন্য স্থানীয় কর্পোরেশনকে ফোন করলেও, কোনও কর্মী আসেননি সাহায্যের জন্য ৷ প্রায় 80 শতাংশ গয়না ভেসে গিয়েছে জলের তোড়ে ৷ যার দাম প্রায় 2 কোটি টাকা ৷" একথা বলেই কান্নায় ভেঙে পড়েন ওই ব্যবসায়ী ৷

দু’দিনের বিরামহীন বৃষ্টিতে শহরের সমস্ত জায়গায় বজ্য জমে রয়েছে ৷ কর্পোরেশনের কর্মীরা শহর পরিষ্কার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ৷ বৃষ্টির জলে পিচ উঠে শহরের বড়বড় রাস্তাগুলিতে গর্তের সৃষ্টি হয়েছে ৷ ইতিমধ্যেই শহরের নাগরিক পরিষেবায় যুক্ত বিবিএমপি'তে (বুহাট বেঙ্গালুরু মহানগর পালিকা) প্রায় 600টি অভিযোগ জমা পড়েছে গাছ পড়ে যাওয়ার ৷ মহালক্ষ্মী লে আউটে প্রায় 20টি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে ৷ কাবোন পার্ক এলাকায় প্রায় 50টি গাছে ঝড়ে উপড়ে গিয়েছে ৷

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে চলন্ত স্কুটিতে গাছ পড়ে মৃত্যু বৃদ্ধের, তুঙ্গা নদীতে তলিয়ে গেল দুই ছাত্র

প্রসঙ্গত, সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে ৷ এদিন ইলেকট্রনিক্স সিটি এলাকায় প্রায় 30 মিনিটের বৃ্ষ্টিতে যান চলাচল থমকে যায় ৷ এখনও পর্যন্ত কোটিগেহাল্লি এলাকায় 70 মিলি মিটার, ডোড্ডাথোগুরুতে 42 মিলি মিটার, সিঙ্গাসান্দ্রা এলাকায় 34 মিলিমিটার, বোমানাহাল্লি একালায় 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷

শহরের আবহাওয়া রিপোর্ট অনুয়ায়ী জানা গিয়েছে, বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে ৷ তার জেরেই আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত চলবে ৷ কখনও কখনও শিলাবৃষ্টিও হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.