ETV Bharat / bharat

Naatu Naatu Dance: নাতু নাতুতে নেচে উঠলেন জার্মান রাষ্ট্রদূত, ভাইরাল ভিডিয়ো

author img

By

Published : Mar 19, 2023, 12:05 PM IST

কোরিয়ার পর এবার জার্মান দূতাবাস ৷ নাতু নাতু'র (Naatu Naatu) তালে পা মেলালেন খোদ জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান (Philipp Ackermann) ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে ৷

German Embassy dance on Naatu Naatu
জার্মান রাষ্ট্রদূত নাচলেন নাতু নাতুতে

নয়াদিল্লি, 19 মার্চ: ভারতের ঝুলিতে এসেছে অস্কার ৷ তাও আবার আরআরআর সিনেমার 'নাতু নাতু' গানের (Naatu Naatu song) হাত ধরে ৷ ফলে ভারতবাসীর খুশি যেন বাঁধ মানছে না ৷ এখন 'নাতু নাতু' গানের ছন্দে পা মেলাচ্ছে আসমুদ্র হিমাচলের মানুষ ৷ আর এর থেকে বাদ নেই বিদেশিরাও ৷ এবার ভারতের অস্কার জয় উদযাপনে যোগদান দিলেন জার্মান রাষ্ট্রদূত ৷ ভারতের জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যানকে (German Ambassador to India Philipp Ackermann) পুরানো দিল্লির রাস্তায় জনপ্রিয় নাতু নাতু গানে পা মেলাতে দেখা গিয়েছে ৷ ফিলিপ নাতু নাতু গানে নাচের ভিডিয়ো তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন ।

এই জার্মান রাষ্ট্রদূতকে ভারতীয় পোশাকে (Indian ethnic wear) দেখা গিয়েছে ভিডিয়োতে । যেখানে তিনি একটি নীল কুর্তা এবং সাদা পায়জামা পরে রয়েছেন ৷ ফিলিপ এবং তাঁর ইন্দো-জার্মান দলকে (Indo-German team) আইকনিক লালকেল্লার (Red Fort) সামনে আরআরআর সিনেমার (Telugu movie RRR) নাতু নাতুর গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল ছেলেমেয়ে এই গানে মনের আনন্দে রাস্তায় নাচছেন ৷ জার্মান রাষ্ট্রদূত ও তাঁর দলের নাচ দেখতে চারপাশে জড়ো হয়েছে ভিড় ৷ এমনকী তারাও পা মেলাচ্ছেন নাতু নাতুর তালে ৷ করতালি দিয়ে অভিবাদন জানান সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন ৷

পরে, ফিলিপ অ্যাকারম্যান টুইটারে (Philipp Ackermann Tweets) লেখেন, "জার্মানরা নাচতে পারে না? আমি এবং আমার ইন্দো-জার্মান দল পুরানো দিল্লিতে নাতু নাতুর অস্কার জয়কে উদযাপন করেছি । নিখুঁত নাচ ছিল না ৷ তবে ঠিক ঠাক নেচেছে সকলে । কিন্তু খুব মজা হয়েছে ৷ ধন্যবাদ ভারতে থাকা কোরিয়ান অ্যামবেসিকে, আমাদের অনুপ্রাণিত করার জন্য । অভিনন্দন রামচরণ এবং আরআরআর সিনেমার টিমকে ৷ দূতাবাস চ্যালেঞ্জ অব্যহত (#embassychallange) । এরপর কে নাচবে এই গানে?"

প্রসঙ্গত, এর আগে নাতু নাতু গানে পা মেলাতে দেখা গিয়েছে ভারতে থাকা কোরিয়ান দূতাবাসের সদস্যদের ৷ এরপর জার্মান দূতাবাসও অংশ নিলে তাতে ৷ প্রথমে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নাতু নাতু গানটি বিশ্বের দরবারে বিশেষ পরিচিত লাভ করে (Golden Globes) ৷ এরপর সেরা অরিজিনাল মিউজিক স্কোর বিভাগে (Best Original Score) অস্কার জেতে নাতু নাতু । স্বভাবতই বিশ্বের সবপ্রান্তেই সমাদৃত হতে থাকে এমএম কীরাবাণীর (MM Keeravani) লেখা এই এনার্জেটিক ডান্স নম্বরটি। গানটি গেয়েছেন রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj) এবং কালা ভৈরব (Kaala Bhairava) ।

আরও পড়ুন: নাতু নাতু'তে সহকর্মীদের সঙ্গে নাচলেন কোরিয়ার রাষ্ট্রদূত, প্রশংসা মোদির

নয়াদিল্লি, 19 মার্চ: ভারতের ঝুলিতে এসেছে অস্কার ৷ তাও আবার আরআরআর সিনেমার 'নাতু নাতু' গানের (Naatu Naatu song) হাত ধরে ৷ ফলে ভারতবাসীর খুশি যেন বাঁধ মানছে না ৷ এখন 'নাতু নাতু' গানের ছন্দে পা মেলাচ্ছে আসমুদ্র হিমাচলের মানুষ ৷ আর এর থেকে বাদ নেই বিদেশিরাও ৷ এবার ভারতের অস্কার জয় উদযাপনে যোগদান দিলেন জার্মান রাষ্ট্রদূত ৷ ভারতের জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যানকে (German Ambassador to India Philipp Ackermann) পুরানো দিল্লির রাস্তায় জনপ্রিয় নাতু নাতু গানে পা মেলাতে দেখা গিয়েছে ৷ ফিলিপ নাতু নাতু গানে নাচের ভিডিয়ো তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন ।

এই জার্মান রাষ্ট্রদূতকে ভারতীয় পোশাকে (Indian ethnic wear) দেখা গিয়েছে ভিডিয়োতে । যেখানে তিনি একটি নীল কুর্তা এবং সাদা পায়জামা পরে রয়েছেন ৷ ফিলিপ এবং তাঁর ইন্দো-জার্মান দলকে (Indo-German team) আইকনিক লালকেল্লার (Red Fort) সামনে আরআরআর সিনেমার (Telugu movie RRR) নাতু নাতুর গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে । ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল ছেলেমেয়ে এই গানে মনের আনন্দে রাস্তায় নাচছেন ৷ জার্মান রাষ্ট্রদূত ও তাঁর দলের নাচ দেখতে চারপাশে জড়ো হয়েছে ভিড় ৷ এমনকী তারাও পা মেলাচ্ছেন নাতু নাতুর তালে ৷ করতালি দিয়ে অভিবাদন জানান সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন ৷

পরে, ফিলিপ অ্যাকারম্যান টুইটারে (Philipp Ackermann Tweets) লেখেন, "জার্মানরা নাচতে পারে না? আমি এবং আমার ইন্দো-জার্মান দল পুরানো দিল্লিতে নাতু নাতুর অস্কার জয়কে উদযাপন করেছি । নিখুঁত নাচ ছিল না ৷ তবে ঠিক ঠাক নেচেছে সকলে । কিন্তু খুব মজা হয়েছে ৷ ধন্যবাদ ভারতে থাকা কোরিয়ান অ্যামবেসিকে, আমাদের অনুপ্রাণিত করার জন্য । অভিনন্দন রামচরণ এবং আরআরআর সিনেমার টিমকে ৷ দূতাবাস চ্যালেঞ্জ অব্যহত (#embassychallange) । এরপর কে নাচবে এই গানে?"

প্রসঙ্গত, এর আগে নাতু নাতু গানে পা মেলাতে দেখা গিয়েছে ভারতে থাকা কোরিয়ান দূতাবাসের সদস্যদের ৷ এরপর জার্মান দূতাবাসও অংশ নিলে তাতে ৷ প্রথমে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নাতু নাতু গানটি বিশ্বের দরবারে বিশেষ পরিচিত লাভ করে (Golden Globes) ৷ এরপর সেরা অরিজিনাল মিউজিক স্কোর বিভাগে (Best Original Score) অস্কার জেতে নাতু নাতু । স্বভাবতই বিশ্বের সবপ্রান্তেই সমাদৃত হতে থাকে এমএম কীরাবাণীর (MM Keeravani) লেখা এই এনার্জেটিক ডান্স নম্বরটি। গানটি গেয়েছেন রাহুল সিপলিগঞ্জ (Rahul Sipligunj) এবং কালা ভৈরব (Kaala Bhairava) ।

আরও পড়ুন: নাতু নাতু'তে সহকর্মীদের সঙ্গে নাচলেন কোরিয়ার রাষ্ট্রদূত, প্রশংসা মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.