ETV Bharat / bharat

গুগল ম্যাপের ধাঁধায় ধেঁধে পথ হারালেন ফ্রান্সের নাগরিক, পর্যটকের আতিথেয়তায় ওড়িশার অখ্যাত গ্রাম

French youth on Odisha visit ends up in wrong place: গুগল ম্যাপে গোপালপুর ঝরনার সন্ধান পেয়েছিলেন ফ্রান্সের যুবক ৷ তা দেখতে গিয়ে পৌঁছলেন একটি বাঁধের কাছে ৷ স্থানীয়রা তাঁকে বুঝিয়ে বলেন যে, তিনি ভুল জায়গায় এসেছেন ৷ দোষ কি গুগল ম্যাপেরই ? পড়ুন বিস্তারিত।

ETV Bharat
গুগল ম্যাপের সৌজন্যে ফ্রান্সের নাগরিক পৌঁছলেন ভুল জায়গায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 8:03 AM IST

গোপালপুর, 16 ডিসেম্বর: 'পথ হারাব বলেই এবার পথে নেমেছি'- এটাই সত্যি হল বিদেশি পর্যটকের ক্ষেত্রে ৷ এক জায়গায় যাবেন বলে ঠিক করেছিলেন ৷ পৌঁছে গেলেন অন্যত্র ৷ আর এই ভুলপথের ঠিকানা দেখিয়েছে গুগল ম্যাপ ৷ এমনটাই অভিযোগ ফ্রান্সের এক নাগরিক মার্শালের ৷ তিনি ভারত ঘুরতে এসেছেন ৷ ওড়িশার গোপালপুর ঝরনা দেখবেন বলে বালাসোরের সোরো স্টেশনে নেমে পড়েছিলেন ৷ তবে গুগল ম্যাপের পথনির্দেশিকায় তিনি সিন্ধুয়া বাঁধের কাছে পৌঁছে গিয়েছিলেন ৷ সেখানে কোনও ঝরনাই নেই ৷

জানা গিয়েছে, ফ্রান্সের নাগরিক মার্শাল নভেম্বর মাসে ভারতে আসেন ৷ তিনি ভারতের বিভিন্ন জায়গা থেকে শুরু করে পর্যটন স্থল ঘুরে দেখছেন ৷ সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন ৷ সেখান থেকে বারাণসীতে যান ৷ এরপর আসেন খড়গপুরে ৷ আর সেখান থেকে ট্রেনে ভুবনেশ্বরে ৷ সেখানে ঘুরে-বেড়িয়ে পুরীতে পৌঁছন ৷ তারপর ভদ্রক হয়ে কলকাতা যাচ্ছিলেন ৷

যাওয়ার পথে হঠাৎ সোরো স্টেশনে নেমে পড়েন ৷ গুগল ম্যাপে গোপালপুর নামক জায়গায় একটি ঝরনার বিষয়ে জানতে পারেন ৷ এই গোপালপুর ঝরনা দেখতে সোরো স্টেশনে নেমে পড়েন মার্শাল ৷ এদিকে গুগল ম্যাপে গোপালপুর ঝরনা খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন সিন্ধুয়া বাঁধে ৷ মার্শাল ভেবেছিলেন এটাই হয়তো গোপালপুর ঝরনা ৷

তাঁকে ওই বাঁধের দিকে হাঁটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ৷ বিদেশি পর্যটককে দেখে এলাকাবাসীদের কৌতূহলও হয় ৷ তাঁরা মার্শালের সঙ্গে কথা বলে জানতে পারেন, ফ্রান্সের নাগরিক গোপালপুর ঝরনায় যেতে চান ৷ গুগল ম্যাপে এই ঝরনার কথা জেনে ওই জায়গায় এসেছেন ৷ স্থানীয় কয়েকজন তরুণ বুঝতে পারেন মার্শালের কোথাও একটা ভুল হচ্ছে ৷ তাঁরা মার্শালকে জানান, গোপালপুর ঝরনা খুঁজতে খুঁজতে তিনি ভুলবশত সিন্ধুয়া বাঁধের কাছে চলে এসেছেন ৷

স্থানীয় এক তরুণ যদুনাথ নায়ক বলেন, "তিনি ভুল করে চলে এসেছেন ৷ তখন সন্ধ্যা হয়ে গিয়েছে ৷ ওই যুবক ঝরনা দেখবেন বলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন ৷ এর আগে কয়েকজন তাঁকে হয়রান করেছে ৷ আমাদের ক্লাবের সদস্যরা তাঁকে সাহায্য করেছে ৷ বুঝিয়েছে, যে তিনি যে গোপালপুরের খোঁজ করছেন, এটা সেটাই ৷ তবে এখানে ঝরনা নেই ৷ আমরা তাঁকে সাদর আপ্যায়ন করেছি ৷ কারণ তিনি আমাদের অতিথি ৷"

সংবাদমাধ্যমে মার্শাল বলেন, "আমি গোটা পৃথিবী ঘুরতে বেড়িয়েছি ৷ দু'দিন আগে আমি গুগল ম্যাপে একটা জায়গার সন্ধান পাই ৷ সেটা খুব সুন্দর ৷ জানতে পারিয় সেখানে সমুদ্রের তীর আছে, ঝরনা আছে ৷ তবে এখানে আমি একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম ৷ এখানকার মানুষও সুন্দর ৷ এখানে এসে আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. বিদেশী মহিলা পর্যটককে হেনস্থার অভিযোগ জয়পুরে, ভিডিয়ো ভাইরাল
  2. প্রবল তুষারপাতে উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক, উদ্ধার করল ভারতীয় সেনা
  3. ভারতের হারে উল্লাস ! পাহাড়ের বহু হোটেলে বয়কটের শিকার বাংলাদেশের পর্যটকরা

গোপালপুর, 16 ডিসেম্বর: 'পথ হারাব বলেই এবার পথে নেমেছি'- এটাই সত্যি হল বিদেশি পর্যটকের ক্ষেত্রে ৷ এক জায়গায় যাবেন বলে ঠিক করেছিলেন ৷ পৌঁছে গেলেন অন্যত্র ৷ আর এই ভুলপথের ঠিকানা দেখিয়েছে গুগল ম্যাপ ৷ এমনটাই অভিযোগ ফ্রান্সের এক নাগরিক মার্শালের ৷ তিনি ভারত ঘুরতে এসেছেন ৷ ওড়িশার গোপালপুর ঝরনা দেখবেন বলে বালাসোরের সোরো স্টেশনে নেমে পড়েছিলেন ৷ তবে গুগল ম্যাপের পথনির্দেশিকায় তিনি সিন্ধুয়া বাঁধের কাছে পৌঁছে গিয়েছিলেন ৷ সেখানে কোনও ঝরনাই নেই ৷

জানা গিয়েছে, ফ্রান্সের নাগরিক মার্শাল নভেম্বর মাসে ভারতে আসেন ৷ তিনি ভারতের বিভিন্ন জায়গা থেকে শুরু করে পর্যটন স্থল ঘুরে দেখছেন ৷ সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন ৷ সেখান থেকে বারাণসীতে যান ৷ এরপর আসেন খড়গপুরে ৷ আর সেখান থেকে ট্রেনে ভুবনেশ্বরে ৷ সেখানে ঘুরে-বেড়িয়ে পুরীতে পৌঁছন ৷ তারপর ভদ্রক হয়ে কলকাতা যাচ্ছিলেন ৷

যাওয়ার পথে হঠাৎ সোরো স্টেশনে নেমে পড়েন ৷ গুগল ম্যাপে গোপালপুর নামক জায়গায় একটি ঝরনার বিষয়ে জানতে পারেন ৷ এই গোপালপুর ঝরনা দেখতে সোরো স্টেশনে নেমে পড়েন মার্শাল ৷ এদিকে গুগল ম্যাপে গোপালপুর ঝরনা খুঁজতে খুঁজতে পৌঁছে গেলেন সিন্ধুয়া বাঁধে ৷ মার্শাল ভেবেছিলেন এটাই হয়তো গোপালপুর ঝরনা ৷

তাঁকে ওই বাঁধের দিকে হাঁটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় ৷ বিদেশি পর্যটককে দেখে এলাকাবাসীদের কৌতূহলও হয় ৷ তাঁরা মার্শালের সঙ্গে কথা বলে জানতে পারেন, ফ্রান্সের নাগরিক গোপালপুর ঝরনায় যেতে চান ৷ গুগল ম্যাপে এই ঝরনার কথা জেনে ওই জায়গায় এসেছেন ৷ স্থানীয় কয়েকজন তরুণ বুঝতে পারেন মার্শালের কোথাও একটা ভুল হচ্ছে ৷ তাঁরা মার্শালকে জানান, গোপালপুর ঝরনা খুঁজতে খুঁজতে তিনি ভুলবশত সিন্ধুয়া বাঁধের কাছে চলে এসেছেন ৷

স্থানীয় এক তরুণ যদুনাথ নায়ক বলেন, "তিনি ভুল করে চলে এসেছেন ৷ তখন সন্ধ্যা হয়ে গিয়েছে ৷ ওই যুবক ঝরনা দেখবেন বলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন ৷ এর আগে কয়েকজন তাঁকে হয়রান করেছে ৷ আমাদের ক্লাবের সদস্যরা তাঁকে সাহায্য করেছে ৷ বুঝিয়েছে, যে তিনি যে গোপালপুরের খোঁজ করছেন, এটা সেটাই ৷ তবে এখানে ঝরনা নেই ৷ আমরা তাঁকে সাদর আপ্যায়ন করেছি ৷ কারণ তিনি আমাদের অতিথি ৷"

সংবাদমাধ্যমে মার্শাল বলেন, "আমি গোটা পৃথিবী ঘুরতে বেড়িয়েছি ৷ দু'দিন আগে আমি গুগল ম্যাপে একটা জায়গার সন্ধান পাই ৷ সেটা খুব সুন্দর ৷ জানতে পারিয় সেখানে সমুদ্রের তীর আছে, ঝরনা আছে ৷ তবে এখানে আমি একটা সুন্দর গ্রাম দেখতে পেলাম ৷ এখানকার মানুষও সুন্দর ৷ এখানে এসে আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. বিদেশী মহিলা পর্যটককে হেনস্থার অভিযোগ জয়পুরে, ভিডিয়ো ভাইরাল
  2. প্রবল তুষারপাতে উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক, উদ্ধার করল ভারতীয় সেনা
  3. ভারতের হারে উল্লাস ! পাহাড়ের বহু হোটেলে বয়কটের শিকার বাংলাদেশের পর্যটকরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.