নয়াদিল্লি, 9 জুলাই: তিনটি বিষয়ে ফেল! হতাশাগ্রস্ত ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি দিল্লিতে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আইআইটি'র উদয়গিরি ছাত্রাবাসে ৷ মৃত ছাত্রের নাম আয়ুষ আশনা (20) ৷ জানা গিয়েছে, মৃত আয়ুষ বি-টেক ফাইনাল ইয়ারের ছাত্র ছিল ৷
শনিবার গভীর রাতে কৃষ্ণাগড় পুলিশ স্টেশনে একটি ফোন আসে ৷ ফোনে জানানো হয়, এক ছাত্র হোস্টেলের ঘরে দরজা বন্ধ করে রেখেছে অনেকক্ষণ ৷ ভিতর থেকে কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না ৷ এমনকী, ছাত্রের নম্বরে ফোন করলেও সে ধরছে না ৷ এই খবর পাওয়ার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর দরজা ভেঙে পুলিশ আধিকারিকরা ভিতরে ঢোকেন ৷ ঢুকে তাঁরা ঝুলন্ত অবস্থায় দেখতে পান আয়ুষকে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হস্টেলে ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷ হস্টেলের বাকি ছাত্রদের ডেকে চলেছে জিজ্ঞাসাবাদ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আয়ুষ উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা ৷ দিল্লি আইআইটিতে বি-টেক নিয়ে পড়াশোনা করছিল সে ৷ ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷ অন্যদিকে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, তাঁদের ছেলে তিনটি বিষয়ে ফেল করেছিল ৷ তারপর থেকেই সে ক্রমাগত হতাশায় ভুগছিল। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে মুখ খুলতে রাজি হননি পুলিশ আধিকারিকরা ৷ তাঁরা জানিয়েছেন, তদন্তের পরেই রিপোর্ট সামনে আনা হবে ৷
প্রসঙ্গত, জুলাইয়ে এই নিয়ে দিল্লিতে দুই পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এসেছে ৷ 4 জুলাই, এক নাবালিকা পড়ুয়া দিল্লির দ্বারকার 16 নম্বর সেক্টরের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল ৷ সুইসাইড নোটে ক্লাস নাইনের ওই ছাত্রী জানিয়েছিল, তার পড়াশোনা করতে ভালো লাগত না ৷
আরও পড়ুন: বাড়িতে স্ত্রী নেই, হতাশায় 12 বছরের মেয়েকে পিটিয়ে খুন বাবার
উল্লেখ্য, দিল্লির মতো জায়গায় পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে ৷ পড়াশোনার চাপ থেকে সম্পর্কে হতাশার কারণে অনেক পড়ুয়াই বেছে নিয়েছে আত্মহত্যার পথ ৷ এই ধরনের ঘটনায় যথেষ্ট উদ্বিগন প্রশাসন ও স্কুল-কলেজ কর্তৃপক্ষ ৷