ETV Bharat / bharat

Bihar Supaul Death Case: পুলিশের বিরুদ্ধে মৃতদেহ সরানোর অভিযোগ, উত্তপ্ত বিহারের সুপৌল - Four youths found dead in Bihar Supaul

শনিবার রাত 10টা নাগাদ বিহারের ভারত-নেপাল সীমান্তের বীরপুর নগর পঞ্চায়েত এলাকা থেকে 4 যুবকের দেহ উদ্ধার হয় (Bihar Supaul Death Case) ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে দেহ সরানোর অভিযোগ উঠেছে (allegation against Bihar police) ৷

Bihar Supaul Death
ETV Bharat
author img

By

Published : Sep 18, 2022, 6:11 PM IST

সুপৌল (বিহার): নিয়ম মেনে পরিবারের সদস্যদের না-জানিয়ে চার যুবকের মৃতদেহ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, দেহ উদ্ধারের বিষয়টি ওই যুবকদের পরিবারকে জানায়নি পুলিশ ৷ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বীরপুর এলাকা (Bihar Supaul Death Case) ৷ হয় পথ অবরোধ, বন্ধ রাখা হয় দোকান-বাজার ৷ গাড়ির টায়ারে আগুন ধরিয়ে চলে প্রতিবাদ ৷ হামলা চালানো হয় পুলিশ স্টেশনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷

জানা গিয়েছে, শনিবার রাত 10টা নাগাদ ভারত-নেপাল সীমান্তের ভীরপুর নগর পঞ্চায়েত এলাকা থেকে ওই চার যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদের নাম রবি কর্কি (20), হৃত্বিক কুমার (22), রোহিত থাপা (21) এবং রোহিত ঠাকুর (21) ৷ এরা প্রত্যেকেই সৌপলের নগর পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা (Four youths found dead in Bihar Supaul) ৷

আরও পড়ুন: মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরালের অভিযোগ ভিত্তিহীন, দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়-পুলিশের

ঠিক কী কারণে ওই চার যুবকের মৃত্যু তা অবশ্য জানা যায়নি ৷ মৃতদের পরিবারের অভিযোগ, দেহগুলি উদ্ধারের পর পুলিশ তাঁদের জানায়নি ৷ পরিবারের সঙ্গে কথা না বলেই দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় ৷ আরও অভিযোগ, হাসপাতাল কর্তপক্ষের কাছেও ওই দেহগুলির কোনও তথ্য নেই ৷ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ডিএসপি ও এসডিও'র বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছে মৃতদের পরিবার ৷ দাবি উঠেছে সিবিআই তদন্তেরও (allegation against Bihar police) ৷

সুপৌল (বিহার): নিয়ম মেনে পরিবারের সদস্যদের না-জানিয়ে চার যুবকের মৃতদেহ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সুপৌলে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, দেহ উদ্ধারের বিষয়টি ওই যুবকদের পরিবারকে জানায়নি পুলিশ ৷ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে বীরপুর এলাকা (Bihar Supaul Death Case) ৷ হয় পথ অবরোধ, বন্ধ রাখা হয় দোকান-বাজার ৷ গাড়ির টায়ারে আগুন ধরিয়ে চলে প্রতিবাদ ৷ হামলা চালানো হয় পুলিশ স্টেশনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷

জানা গিয়েছে, শনিবার রাত 10টা নাগাদ ভারত-নেপাল সীমান্তের ভীরপুর নগর পঞ্চায়েত এলাকা থেকে ওই চার যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদের নাম রবি কর্কি (20), হৃত্বিক কুমার (22), রোহিত থাপা (21) এবং রোহিত ঠাকুর (21) ৷ এরা প্রত্যেকেই সৌপলের নগর পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা (Four youths found dead in Bihar Supaul) ৷

আরও পড়ুন: মেয়েদের স্নানের ভিডিয়ো ভাইরালের অভিযোগ ভিত্তিহীন, দাবি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়-পুলিশের

ঠিক কী কারণে ওই চার যুবকের মৃত্যু তা অবশ্য জানা যায়নি ৷ মৃতদের পরিবারের অভিযোগ, দেহগুলি উদ্ধারের পর পুলিশ তাঁদের জানায়নি ৷ পরিবারের সঙ্গে কথা না বলেই দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় ৷ আরও অভিযোগ, হাসপাতাল কর্তপক্ষের কাছেও ওই দেহগুলির কোনও তথ্য নেই ৷ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ডিএসপি ও এসডিও'র বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছে মৃতদের পরিবার ৷ দাবি উঠেছে সিবিআই তদন্তেরও (allegation against Bihar police) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.