ETV Bharat / bharat

RSS Headquarters Recce Case : আরএসএস সদর দফতর রেইকি করে জালে চার সন্ত্রাসবাদী

author img

By

Published : Jan 9, 2022, 1:51 PM IST

শ্রীনগর থেকে চার জঙ্গিকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ (Four Terrorist arrested by Jammu Kashmir Police and CRPF) ৷ ধৃতদের বিরুদ্ধে নাগপুরে আরএসএস-এর সদর দফতরে রেইকি (Nagpur RSS Headquarters Recce Case) করার অভিযোগ রয়েছে ৷

four terrorists arrested in rss headquarters recce case from srinagar
RSS Headquarters Recce Case : আরএসএস সদর দফতর রেইকি করে জালে চার সন্ত্রাসবাদী

নাগপুর, 9 জানুয়ারি : নাগপুরে আরএসএস-এর সদর দফতরে রেইকি (Nagpur RSS Headquarters Recce Case) করার অভিযোগে চার জঙ্গিকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ (Four Terrorist arrested by Jammu Kashmir Police and CRPF) ৷ দিন কয়েক আগেই নাগপুরে আরএসএস-এর সদর দফতরে রেইকি করার অভিযোগ ওঠে ৷ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে খবর আসে, পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) জঙ্গিরা নাগপুরে এসে আরএসএস-এর সদর কার্যালয়ে নজরদারি করছে ৷

আরও পড়ুন : Manipur Ambush : মণিপুরে জঙ্গি হানায় শহিদ মুর্শিদাবাদের জওয়ান শ্যামল দাস

নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ওরা (জঙ্গিরা) নাগপুরে সংঘের সদর কার্যালয়ে নজরদারি করে গিয়েছে ৷ তবে মনে হচ্ছে, এখানেই শেষ নয় ৷ জঙ্গিরা নাগপুর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও রেইকি করেছে ৷’’ বিষয়টি সামনে আসার পরই তদন্তে নামে নাগপুর পুলিশ ৷ প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে তারা ৷ 2021 সালে ওই যুবক জম্মু-কাশ্মীর থেকে দু’দিনের জন্য নাগপুরে এসেছিলেন ৷ গোটা ঘটনায় ইউএপিএ-র আওতায় মামলাও (UAPA Act) রুজু করে নাগপুর পুলিশ ৷

আরও পড়ুন : Budgam Encounter : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে নিকেশ 3 জঙ্গি

এই ঘটনাতেই জড়িত থাকার অভিযোগে চার জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ ৷ শ্রীনগর থেকে তাদের পাকড়াও করা হয় ৷ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷

নাগপুর, 9 জানুয়ারি : নাগপুরে আরএসএস-এর সদর দফতরে রেইকি (Nagpur RSS Headquarters Recce Case) করার অভিযোগে চার জঙ্গিকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ (Four Terrorist arrested by Jammu Kashmir Police and CRPF) ৷ দিন কয়েক আগেই নাগপুরে আরএসএস-এর সদর দফতরে রেইকি করার অভিযোগ ওঠে ৷ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে খবর আসে, পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) জঙ্গিরা নাগপুরে এসে আরএসএস-এর সদর কার্যালয়ে নজরদারি করছে ৷

আরও পড়ুন : Manipur Ambush : মণিপুরে জঙ্গি হানায় শহিদ মুর্শিদাবাদের জওয়ান শ্যামল দাস

নাগপুরের পুলিশ কমিশনার অমিতেশ কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘ওরা (জঙ্গিরা) নাগপুরে সংঘের সদর কার্যালয়ে নজরদারি করে গিয়েছে ৷ তবে মনে হচ্ছে, এখানেই শেষ নয় ৷ জঙ্গিরা নাগপুর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও রেইকি করেছে ৷’’ বিষয়টি সামনে আসার পরই তদন্তে নামে নাগপুর পুলিশ ৷ প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে তারা ৷ 2021 সালে ওই যুবক জম্মু-কাশ্মীর থেকে দু’দিনের জন্য নাগপুরে এসেছিলেন ৷ গোটা ঘটনায় ইউএপিএ-র আওতায় মামলাও (UAPA Act) রুজু করে নাগপুর পুলিশ ৷

আরও পড়ুন : Budgam Encounter : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কাশ্মীরে নিকেশ 3 জঙ্গি

এই ঘটনাতেই জড়িত থাকার অভিযোগে চার জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ ৷ শ্রীনগর থেকে তাদের পাকড়াও করা হয় ৷ ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.