ETV Bharat / bharat

Four People Murder in Uttar Pradesh: বিবাদের জেরে একই পরিবারের 4 সদস্যকে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে - পরিবারের 4 সদস্যকে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে

বাবার সঙ্গে ছেলের অশান্তি ৷ সেই বিবাদের জেরে 68 বছরের এক বৃদ্ধ-সহ পরিবারের 4 সদস্যকে খুনের অভিযোগ তাঁর ছেলের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের বান্দার ঘটনায় সন্দেহের তালিকায় থাকা মৃতের ছেলেকে আটক করেছে পুলিশ ৷

Four People Murder in Uttar Pradesh ETV BHARAT
Four People Murder in Uttar Pradesh
author img

By

Published : Apr 16, 2023, 9:28 PM IST

বান্দা (উত্তরপ্রদেশ), 16 এপ্রিল: উত্তরপ্রদেশের বান্দা জেলায় একই পরিবারের 4 সদস্যকে হত্যার অভিযোগ ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার বাদোখার বুজুরগ গ্রামে ৷ ঘটনায় সন্দেহের তালিকায় থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একটি 8 বছরের শিশু রয়েছে ৷ বাকিরা হলেন বাড়ির মালিক চুন্নু কুশওয়া (68) এবং তাঁর স্ত্রী এবং শ্যালিকা ৷ খবর পেয়ে এদিন সকালে ডগ স্কোয়াড নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তদন্তের জন্য ৷

এই ঘটনায় ধৃত ব্যক্তি চুন্নু কুশওয়ার ছেলে ৷ তাঁকেই পুরো ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহ করছেন তদন্তকারীরা ৷ ধৃতের জিজ্ঞাসাবাদও চলছে ৷ বান্দা জেলা পুলিশের সুপার অভিনন্দন জানিয়েছেন, মৃত 4 জনকেই তীক্ষ্ণ এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনায় সন্দেহের তীর মৃতের ছেলের বিরুদ্ধে ৷ তাঁর কথায় অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট হাতে এলে অনেক তথ্য সামনে আসবে বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷

এই ঘটনায় জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বাড়িতে জোর জবরদস্তি করে প্রবেশের কোনও চিহ্ন তদন্তকারীরা পাননি ৷ জানা গিয়েছে মৃত চুন্নু কুশওয়ার সঙ্গে তাঁর ছেলে এবং বউমা-র সম্পর্ক ভালো নয় ৷ এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হতো ৷ সেই কারণে দু'বছর ধরে কুশওয়ার ছেলের বউ তাঁর বাপের বাড়িতে থাকছিলেন ৷ পুলিশের সন্দেহ, পারিবারিক বিবাদের জেরে এই খুন করা হয়েছে ৷ সেই কারণেই, চুন্নু কুশওয়ার ছেলেকে আটক করেছে তদন্তকারীরা ৷ পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত চলছে ৷ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷

আরও পড়ুন: 48 ঘণ্টা আগেই আতিকের এনকাউন্টারে মৃত্যু কামনা করেছিলেন উমেশের স্ত্রী !

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের একটি ঘটনায় এক তরুণের বিরুদ্ধে তাঁর বোনকে খুনের অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তের জামাকাপড় ধুয়ে না-দেওয়ায় 16 বছরের বোনের মাথা দেওয়ালে ঠুকে দেন তিনি ৷ তাও আবার একবার নয়, বোনের মাথা ধরে চারবার দেওয়ালে আঘাত করে অভিযুক্ত ৷ ঘটনায় মাথা ফেটে রক্ত বের হতে থাকে কিশোরীর ৷ এই ঘটনায় মৃতের মা অভিযোগ করেছেন, তিনি বাজার থেকে বাড়ি ফিরে দেখেন, তাঁর মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবং তাঁর মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে ৷ তখন মহিলার ছোট মেয়ে জানান, জামাকাপড় না-ধুয়ে দেওয়ায় দাদা এই কাজ করেছেন ৷ কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ৷

বান্দা (উত্তরপ্রদেশ), 16 এপ্রিল: উত্তরপ্রদেশের বান্দা জেলায় একই পরিবারের 4 সদস্যকে হত্যার অভিযোগ ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার বাদোখার বুজুরগ গ্রামে ৷ ঘটনায় সন্দেহের তালিকায় থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একটি 8 বছরের শিশু রয়েছে ৷ বাকিরা হলেন বাড়ির মালিক চুন্নু কুশওয়া (68) এবং তাঁর স্ত্রী এবং শ্যালিকা ৷ খবর পেয়ে এদিন সকালে ডগ স্কোয়াড নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তদন্তের জন্য ৷

এই ঘটনায় ধৃত ব্যক্তি চুন্নু কুশওয়ার ছেলে ৷ তাঁকেই পুরো ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহ করছেন তদন্তকারীরা ৷ ধৃতের জিজ্ঞাসাবাদও চলছে ৷ বান্দা জেলা পুলিশের সুপার অভিনন্দন জানিয়েছেন, মৃত 4 জনকেই তীক্ষ্ণ এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনায় সন্দেহের তীর মৃতের ছেলের বিরুদ্ধে ৷ তাঁর কথায় অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট হাতে এলে অনেক তথ্য সামনে আসবে বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷

এই ঘটনায় জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বাড়িতে জোর জবরদস্তি করে প্রবেশের কোনও চিহ্ন তদন্তকারীরা পাননি ৷ জানা গিয়েছে মৃত চুন্নু কুশওয়ার সঙ্গে তাঁর ছেলে এবং বউমা-র সম্পর্ক ভালো নয় ৷ এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হতো ৷ সেই কারণে দু'বছর ধরে কুশওয়ার ছেলের বউ তাঁর বাপের বাড়িতে থাকছিলেন ৷ পুলিশের সন্দেহ, পারিবারিক বিবাদের জেরে এই খুন করা হয়েছে ৷ সেই কারণেই, চুন্নু কুশওয়ার ছেলেকে আটক করেছে তদন্তকারীরা ৷ পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত চলছে ৷ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷

আরও পড়ুন: 48 ঘণ্টা আগেই আতিকের এনকাউন্টারে মৃত্যু কামনা করেছিলেন উমেশের স্ত্রী !

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের একটি ঘটনায় এক তরুণের বিরুদ্ধে তাঁর বোনকে খুনের অভিযোগ উঠেছে ৷ অভিযুক্তের জামাকাপড় ধুয়ে না-দেওয়ায় 16 বছরের বোনের মাথা দেওয়ালে ঠুকে দেন তিনি ৷ তাও আবার একবার নয়, বোনের মাথা ধরে চারবার দেওয়ালে আঘাত করে অভিযুক্ত ৷ ঘটনায় মাথা ফেটে রক্ত বের হতে থাকে কিশোরীর ৷ এই ঘটনায় মৃতের মা অভিযোগ করেছেন, তিনি বাজার থেকে বাড়ি ফিরে দেখেন, তাঁর মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবং তাঁর মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে ৷ তখন মহিলার ছোট মেয়ে জানান, জামাকাপড় না-ধুয়ে দেওয়ায় দাদা এই কাজ করেছেন ৷ কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.