ETV Bharat / bharat

‘‘এফআইআর কোথায়?’’ পরমবীর সিং-কে ভর্ৎসনা বোম্বে হাইকোর্টের - অনিল দেশমুখ

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে বোম্বে হাইকোর্টের দারস্থ মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ৷ যে মামলায় কোনও এফআইআর না থাকায় আদালতে ভর্ৎসনা করা হল মুম্বইয়ের প্রাক্তন নগরপালকে ৷

former-mumbai-police-chief-param-bir-singh-faced-tough-questions-in-bombay-high-court
‘‘এফআইআর কোথায়?’’ পরমবীর সিং-কে ভর্ৎসনা বোম্বে হাইকোর্টের
author img

By

Published : Mar 31, 2021, 8:28 PM IST

মুম্বই, 31 মার্চ : অপরাধ হচ্ছে জেনেও তদন্তের জন্য কেন কোনও মামলা দায়ের করেননি মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং? আজ বোম্বে হাইকোর্টে এভাবেই ভর্ৎসিত শিকার হলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের বার ও হোটেলগুলি থেকে 100 কোটি তোলা আদায়ের অভিযোগ মুম্বই হাইকোর্টে একটি মামলা করেন তিনি ৷ যে মামলায় পরমবীর সিং সিবিআই তদন্তের দাবিতে আদালতের দারস্থ হন ৷ সেই আবেদনের শুনানিতে পাল্টা প্রধান বিচারপতির কাছে ভর্ৎসিত হলেন পরমবীর সিং ৷

প্রসঙ্গত, মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশ অফিসার সচিন ওয়াজ়েকে গ্রেফতারের পর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তৎকালীন কমিশনার পরমবীর সিং৷ পরবর্তী সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে পরমবীর সিংকে মুম্বইয়ের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে হোম গার্ড দফতরের দায়িত্বে দিয়ে দেওয়া হয় ৷ তারপরেই পরমবীর সিং অভিযোগ করেন, সচিন ওয়াজ়েকে দিয়ে মুম্বইয়ের বার এবং হোটেলগুলি থেকে 100 কোটি টাকা তোলা তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ৷ এই অভিযোগ জানিয়ে মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠিও লেখেন তিনি৷ তবে, বিষয়টি সেখানেই ধামাচাপা পড়ে যাওয়ায় আজ বোম্বে হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ৷

এই মামলার শুনানি হয় বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি সিজে দত্তের বেঞ্চে ৷ যে শুনানিতে প্রধান বিচারপতি জানতে চান, ‘‘এত বড় একটা অপরাধ হচ্ছে জেনেও কেন কৎকালীন পুলিশ কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেননি? আর এফআইআর ছাড়া কোনও অপরাধের তদন্তই বা কীসের ভিত্তিতে হতে পারে ?’’ আদালত মামলার শুনানিতে পরমবীর সিংকে উদ্দেশ্য করে জানায়, ‘‘আপনি একজন পুলিশ কমিশনার ৷ আপনার জন্য কেন আইনকে দূরে সরিয়ে রাখা হবে? একজন পুলিশ অফিসার, একজন মন্ত্রী বা একজন নরাজনৈতিক নেতার কি আইনের উর্ধ্বে? নিজেকে আইনের উর্ধ্বে ভাববেন না, কারণ আইন আপনার থেকে উপরে ৷’’

আরও পড়ুন : দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে উদ্ধবকে চিঠি অনিলের

আর সিবিআই-র কাছে এই মামলার তদন্তভার দেওয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, কীসের ভিত্তিতে তাঁরা এই মামলাটি সিবিআই-কে হস্তান্তর করবে? কারণ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগই দায়ের করা হয়নি ৷ সেখানে তোলাবাজির সংক্রান্ত বিষয়ে তদন্তভার সিবিআই কীভাবে নিজেদের হাতে নেবে ? এই প্রশ্ন তোলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ বোম্বে হাইকোর্ট পরমবীর সিং-কে জানায়, ‘‘আপনি একটি ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে ৷ কিন্তু, এই ঘটনার এফআইআর কোথায়? তদন্ত কী হয়েছে ? যার ভিত্তিতে আমরা সিবিআইকে এই তদন্তভার দেব ! কোনও অভিযোগ ছাড়া আইনের হস্তক্ষেপের অধিকার কোথায় ?’’ যদিও এ নিয়ে বোম্বে হাইকোর্ট কোনও রায় ঘোষণা করেনি ৷

মুম্বই, 31 মার্চ : অপরাধ হচ্ছে জেনেও তদন্তের জন্য কেন কোনও মামলা দায়ের করেননি মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং? আজ বোম্বে হাইকোর্টে এভাবেই ভর্ৎসিত শিকার হলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ৷ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের বার ও হোটেলগুলি থেকে 100 কোটি তোলা আদায়ের অভিযোগ মুম্বই হাইকোর্টে একটি মামলা করেন তিনি ৷ যে মামলায় পরমবীর সিং সিবিআই তদন্তের দাবিতে আদালতের দারস্থ হন ৷ সেই আবেদনের শুনানিতে পাল্টা প্রধান বিচারপতির কাছে ভর্ৎসিত হলেন পরমবীর সিং ৷

প্রসঙ্গত, মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া পুলিশ অফিসার সচিন ওয়াজ়েকে গ্রেফতারের পর মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তৎকালীন কমিশনার পরমবীর সিং৷ পরবর্তী সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে পরমবীর সিংকে মুম্বইয়ের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে হোম গার্ড দফতরের দায়িত্বে দিয়ে দেওয়া হয় ৷ তারপরেই পরমবীর সিং অভিযোগ করেন, সচিন ওয়াজ়েকে দিয়ে মুম্বইয়ের বার এবং হোটেলগুলি থেকে 100 কোটি টাকা তোলা তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ৷ এই অভিযোগ জানিয়ে মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠিও লেখেন তিনি৷ তবে, বিষয়টি সেখানেই ধামাচাপা পড়ে যাওয়ায় আজ বোম্বে হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ৷

এই মামলার শুনানি হয় বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি সিজে দত্তের বেঞ্চে ৷ যে শুনানিতে প্রধান বিচারপতি জানতে চান, ‘‘এত বড় একটা অপরাধ হচ্ছে জেনেও কেন কৎকালীন পুলিশ কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেননি? আর এফআইআর ছাড়া কোনও অপরাধের তদন্তই বা কীসের ভিত্তিতে হতে পারে ?’’ আদালত মামলার শুনানিতে পরমবীর সিংকে উদ্দেশ্য করে জানায়, ‘‘আপনি একজন পুলিশ কমিশনার ৷ আপনার জন্য কেন আইনকে দূরে সরিয়ে রাখা হবে? একজন পুলিশ অফিসার, একজন মন্ত্রী বা একজন নরাজনৈতিক নেতার কি আইনের উর্ধ্বে? নিজেকে আইনের উর্ধ্বে ভাববেন না, কারণ আইন আপনার থেকে উপরে ৷’’

আরও পড়ুন : দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে উদ্ধবকে চিঠি অনিলের

আর সিবিআই-র কাছে এই মামলার তদন্তভার দেওয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, কীসের ভিত্তিতে তাঁরা এই মামলাটি সিবিআই-কে হস্তান্তর করবে? কারণ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগই দায়ের করা হয়নি ৷ সেখানে তোলাবাজির সংক্রান্ত বিষয়ে তদন্তভার সিবিআই কীভাবে নিজেদের হাতে নেবে ? এই প্রশ্ন তোলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ বোম্বে হাইকোর্ট পরমবীর সিং-কে জানায়, ‘‘আপনি একটি ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে ৷ কিন্তু, এই ঘটনার এফআইআর কোথায়? তদন্ত কী হয়েছে ? যার ভিত্তিতে আমরা সিবিআইকে এই তদন্তভার দেব ! কোনও অভিযোগ ছাড়া আইনের হস্তক্ষেপের অধিকার কোথায় ?’’ যদিও এ নিয়ে বোম্বে হাইকোর্ট কোনও রায় ঘোষণা করেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.