নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রের মোদি সরকার (Modi Government) নতুন আয়কর ব্যবস্থাকে করদাতাদের (Tax Payers) জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে ও এইভাবে মধ্যবিত্তের সুবিধার জন্য এর কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে । বুধবার এই কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷
বুধবার লোকসভায় 2023-24 আর্থিক বছরের (Union Budget 2023) জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী ৷ সেখানে তিনি আয়কর ছাড়ে উর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণা করেছেন ৷ এতদিন এই উর্ধ্বসীমা 5 লক্ষ টাকা পর্যন্ত ছিল ৷ এবার তা বেড়ে হল 7 লক্ষ টাকা ৷ তবে এই ছাড় তাঁরাই পাবেন, যাঁরা নতুন কাঠামোয় আয়কর দেন ৷ পুরনো কাঠামো মেনেও আয়কর দেওয়ার ব্যবস্থা জারি রেখেছে কেন্দ্র ৷ আয়কর (Income Tax) দেওয়ার ক্ষেত্রে দু’টি বিকল্পের ব্যবস্থা 2020-21 অর্থবর্ষ থেকে চালু করেছিল মোদি সরকার ৷
এদিন সকাল 11টায় সংসদের নিম্নকক্ষে বাজেট বক্তৃতা শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি ভাষণ দেন ৷ তার ঘণ্টা দেড়েক পরে বাজেট নিয়ে ভার্চুয়াল ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনিও এই বাজেটের ভূয়সী প্রশংসা করেন ৷ বিকেলে বাজেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷
সেখানে তিনি জানান, দেশের মানুষ প্রত্যক্ষ কর দেওয়ার জন্য সরল ব্যবস্থার অপেক্ষায় রয়েছেন ৷ আর আয়করে ছাড় নিয়ে তাঁর বক্তব্য, "ব্যক্তিগত আয়করের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, যা মধ্যবিত্তকে উপকৃত করবে । নতুন কর ব্যবস্থা এখন আরও বেশি আকর্ষণীয় এবং বাস্তবসম্মত হয়েছে ৷ এতে মানুষ এখন দ্বিধাহীনভাবে পুরনো থেকে নতুন কর ব্যবস্থায় যেতে পারে ।"
এই ছাড় নতুন আয়কর ব্যবস্থায় পেলেও যাঁরা পুরনো নিয়মে কর দেন, তাঁরা কোনও ছাড় পাবেন না ৷ তবে বিনিয়োগ ও খরচের উপর কর ছাড়ের ব্য়বস্থা রয়েছে সেখানে ৷ বেতনভোগী শ্রেণী বিনিয়োগের ক্ষেত্রে নতুন করের ব্যবস্থায় কোনও ছাড় পেতেন ৷ বুধবার 2023-24 অর্থবর্ষের বাজেট ঘোষণায় সেই ছাড় 50 হাজার টাকা পর্যন্ত করা হয়েছে ৷ চাকরিরতদের নতুন আয়কর ব্যবস্থায় আনতে এই ছাড় দেওয়া হচ্ছে ৷ পুরনো আয়কর ব্যবস্থায় 5 লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয় ৷
সংশোধিত নতুন কর ব্যবস্থার অধীনে, 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর ধার্য করা হবে না । 3-6 লক্ষ টাকার মধ্যে আয় 5 শতাংশ হারে কর দিতে হবে ৷ 10 শতাংশ হারে কর দিতে হবে 6-9 লক্ষ টাকা আয়ে ৷ 15 শতাংশ হারে 9-12 লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ৷ 20 শতাংশ হারে কর দিতে হবে 12-15 লক্ষ টাকা আয়ে ৷ 15 লক্ষ বা তার বেশি আয়ের উপর 30 শতাংশ কর দিতে হবে ।
আরও পড়ুন: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য 'দরাজ দিল' নির্মলা