ETV Bharat / bharat

Assam Floods : বন্যা পরিস্থিতির আরও অবনতি, আক্রান্তের সংখ্যা ছাড়াল 4 লক্ষ - Assam Floods

টানা বৃষ্টিতে অসমের প্রায় 4 লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত । জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যে যোগাযোগের রাস্তাগুলি । বিশেষ করে প্লাবিত হয়েছে শহরের উত্তরদিক ৷ জেলা প্রশাসন ও অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই 178টি ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে (Flood situation is worsening in Assam) ।

Assam Floods News
জটিল হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি
author img

By

Published : May 18, 2022, 8:24 PM IST

গুয়াহাটি, 18 মে : বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়ছে, অসমে বন্যা পরিস্থিতি ততই জটিল হচ্ছে । এখনও পর্যন্ত প্রায় 26টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্যায় আক্রান্তের সংখ্যা 4.03 লক্ষ ছাড়িয়েছে । তাঁদের মধ্যে বেশিরভাগই কাছাড়, হোজাই, লখিমপুর, নগাঁও, দাররাং, ডিব্রুগড় এবং দিমা হাসাওয়ের বাসিন্দা (Flood situation is worsening in Assam) ।

জেলা প্রশাসন ও অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের (Assam State Disaster Management Authority) রিপোর্ট অনুযায়ী, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8 জন । বিপর্যয় মোকাবিলা দফতরের ওই রিপোর্টে বলা হয়েছে, 1089টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়ছে । বন্যা কবলিত এলাকায় 178টি ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে ৷

Assam Floods News
জটিল হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি

আরও পড়ুন : ডিব্রুগড়ে বন্যায় বিপর্যস্ত 25 হাজার মানুষের জীবন, জলমগ্ন কাজিরাঙা

বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন ।

গুয়াহাটি, 18 মে : বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়ছে, অসমে বন্যা পরিস্থিতি ততই জটিল হচ্ছে । এখনও পর্যন্ত প্রায় 26টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্যায় আক্রান্তের সংখ্যা 4.03 লক্ষ ছাড়িয়েছে । তাঁদের মধ্যে বেশিরভাগই কাছাড়, হোজাই, লখিমপুর, নগাঁও, দাররাং, ডিব্রুগড় এবং দিমা হাসাওয়ের বাসিন্দা (Flood situation is worsening in Assam) ।

জেলা প্রশাসন ও অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের (Assam State Disaster Management Authority) রিপোর্ট অনুযায়ী, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8 জন । বিপর্যয় মোকাবিলা দফতরের ওই রিপোর্টে বলা হয়েছে, 1089টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়ছে । বন্যা কবলিত এলাকায় 178টি ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে ৷

Assam Floods News
জটিল হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি

আরও পড়ুন : ডিব্রুগড়ে বন্যায় বিপর্যস্ত 25 হাজার মানুষের জীবন, জলমগ্ন কাজিরাঙা

বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন ।

For All Latest Updates

TAGGED:

Assam Floods
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.