ETV Bharat / bharat

Road Accident in Pune: পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় মৃত 5 - পথ দুর্ঘটনা

পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি (Car Accident at Pune-Mumbai Expressway) ৷ ঘটনায় 5 যাত্রীর মৃত্যু হয়েছে ৷ 3 জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

Five People Dead in Car Accident at Pune-Mumbai Expressway
Five People Dead in Car Accident at Pune-Mumbai Expressway
author img

By

Published : Nov 18, 2022, 10:58 AM IST

পুণে, 18 নভেম্বর: পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ (Car Accident at Pune-Mumbai Expressway) ৷ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে । 3 জন আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ বৃহস্পতিবার রাত 11টা 40 মিনিট নাগাদ পুণের ধেকু গ্রামের কাছে পথ দুর্ঘটনাটি ঘটেছে ৷ মুম্বইগামী একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, একটি প্রাইভেট গাড়িতে 8 জন যাত্রী পুনে থেকে মুম্বই যাচ্ছিলেন ৷ পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে ধেকু গ্রামের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ যার জেরে উলটোদিকে লেনে একটি গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে ৷ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান গাড়ির গতি অকেটাই বেশি ছিল ৷ ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি ৷ এই ঘটনায় 5 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ বাকি 3 জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রের রায়গড়ে ডাম্পার উলটে 3 পড়ুয়া-সহ 4 জনের মৃত্যু

দুর্ঘটনার খবর পেয়ে এক্সপ্রেসওয়েতে পুলিশের পেট্রলিং টিম, বোরঘাট ট্রাফিক পুলিশ, খোপোলি পুলিশ ও ডেলটা ফোর্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ৷ ঘটনায় মৃত ও আহতদের পরিচয় জানা গিয়েছে ৷ মৃতরা হলেন, আব্দুল রহমান খান, অনিল সুনীল সানাপ, ওয়াসিম সাজিদ কাজী, রাহুল কুমার পান্ডে এবং আশুতোষ নবনাথ গান্ডেকর ৷ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, মাচিন্দ্রা আম্বোরে (চালক), আমিরুল্লাহ চৌধুরি এবং দীপক খাইরাল ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পুণে, 18 নভেম্বর: পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ (Car Accident at Pune-Mumbai Expressway) ৷ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে । 3 জন আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ বৃহস্পতিবার রাত 11টা 40 মিনিট নাগাদ পুণের ধেকু গ্রামের কাছে পথ দুর্ঘটনাটি ঘটেছে ৷ মুম্বইগামী একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, একটি প্রাইভেট গাড়িতে 8 জন যাত্রী পুনে থেকে মুম্বই যাচ্ছিলেন ৷ পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে ধেকু গ্রামের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ যার জেরে উলটোদিকে লেনে একটি গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে ৷ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান গাড়ির গতি অকেটাই বেশি ছিল ৷ ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি ৷ এই ঘটনায় 5 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ বাকি 3 জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রের রায়গড়ে ডাম্পার উলটে 3 পড়ুয়া-সহ 4 জনের মৃত্যু

দুর্ঘটনার খবর পেয়ে এক্সপ্রেসওয়েতে পুলিশের পেট্রলিং টিম, বোরঘাট ট্রাফিক পুলিশ, খোপোলি পুলিশ ও ডেলটা ফোর্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ৷ ঘটনায় মৃত ও আহতদের পরিচয় জানা গিয়েছে ৷ মৃতরা হলেন, আব্দুল রহমান খান, অনিল সুনীল সানাপ, ওয়াসিম সাজিদ কাজী, রাহুল কুমার পান্ডে এবং আশুতোষ নবনাথ গান্ডেকর ৷ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, মাচিন্দ্রা আম্বোরে (চালক), আমিরুল্লাহ চৌধুরি এবং দীপক খাইরাল ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.