ETV Bharat / bharat

Live Robotic Surgery অস্ত্রোপচার করল রোবট, সরাসরি দেখলেন অস্থি বিশেষজ্ঞরা - জয়েন্ট ইমপ্লান্ট

লাইভ রোবটিক অস্ত্রোপচার দেখল দেশ ৷ ভারতে এই প্রথমবার (First Time Live Robotic Surgery Performed in India) ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই ঘটনার সাক্ষী থাকলেন দেশের, এমনকী বিদেশের অর্থোপেডিক বিশেষজ্ঞরা ৷ লাইভ রোবটিক অস্ত্রোপচারের মাধ্যমে জয়েন্ট ইমপ্লান্ট করা হয় ৷

First Time Live Robotic Surgery Perform in India
First Time Live Robotic Surgery Perform in India
author img

By

Published : Aug 28, 2022, 3:18 PM IST

পটনা, 28 অগস্ট: ভারতে প্রথমবার লাইভ রোবটিক অস্ত্রোপচার করা হল (First Time Live Robotic Surgery Perform in India) ৷ আর বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা সেই অস্ত্রোপচার চাক্ষুস করলেন ৷ প্রসঙ্গত, পাটনায় দু’দিন ধরে আয়োজিত একটি ইভেন্টে অংশ নেন ভারত এবং অন্যান্য দেশের বহু অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকরা ৷ জয়েন্ট ইমপ্লান্টের (Joint Implant) ক্ষেত্রে হওয়া নতুন সব পরিবর্তন সম্পর্কে চিকিৎসকমহলকে ওয়াকিবহাল করানো হয় ৷

সেই ইভেন্টেই প্রথমবার জয়েন্ট ইমপ্লান্টের লাইভ রোবটিক অস্ত্রোপচার করা হয় ৷ বিহার অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যার আয়োজন করেছিল অনুপ মাস্টার কোর্স 2022 ৷ এই লাইভ অস্ত্রোপচারটি করেন দেশের নামকরা তিন অর্থোপেডিক সার্জন ৷ তাঁরা হলেন, দেশের নামকরা রোবোটিক সার্জন তথা অনুপ ইনস্টিটিউট অফ অর্থোপেডিকসের ডিরেক্টর চিকিৎসক আশিস সিং, কলকাতার অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সন্তোষ কুমার এবং হায়দরাবাদের চিকিৎসক আদর্শ আন্নাপেরেদি ৷ পাটনার একটি পাঁচতারা হোটেল থেকে এই লাইভ রোবটিক অস্ত্রোপচারের উদ্বোধন করেন পাটনা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি ৷

আরও পড়ুন: ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন কলকাতায়

এই লাইভ রোবটিক অস্ত্রোপচার নিয়ে চিকিৎসক আশিস সিং বলেন, ‘‘অনুপ মাস্টারস কোর্স আসলে দু’দিনের অ্যাকাডেমিক একটি প্রশিক্ষণ ৷ যেখানে দেশের এবং বিদেশের বিশেষজ্ঞ জয়েন্ট ইমপ্লান্ট সার্জনরা অর্থোপেডিক অস্ত্রোপচারে প্রযুক্তিগত উন্নতি নিয়ে নতুন তথ্য দেবেন ৷’’ এই প্রশিক্ষণের সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা হাঁটু এবং কোমরের রোগ নিয়ে একাধিক তথ্য দেবেন ৷ এখানে অভিনব পন্থা ব্যবহার করে নিখুঁতভাবে জয়েন্ট ইমপ্লান্ট করার পদ্ধতি দেখানো হবে বলেও জানান তিনি ৷

পটনা, 28 অগস্ট: ভারতে প্রথমবার লাইভ রোবটিক অস্ত্রোপচার করা হল (First Time Live Robotic Surgery Perform in India) ৷ আর বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা সেই অস্ত্রোপচার চাক্ষুস করলেন ৷ প্রসঙ্গত, পাটনায় দু’দিন ধরে আয়োজিত একটি ইভেন্টে অংশ নেন ভারত এবং অন্যান্য দেশের বহু অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকরা ৷ জয়েন্ট ইমপ্লান্টের (Joint Implant) ক্ষেত্রে হওয়া নতুন সব পরিবর্তন সম্পর্কে চিকিৎসকমহলকে ওয়াকিবহাল করানো হয় ৷

সেই ইভেন্টেই প্রথমবার জয়েন্ট ইমপ্লান্টের লাইভ রোবটিক অস্ত্রোপচার করা হয় ৷ বিহার অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় যার আয়োজন করেছিল অনুপ মাস্টার কোর্স 2022 ৷ এই লাইভ অস্ত্রোপচারটি করেন দেশের নামকরা তিন অর্থোপেডিক সার্জন ৷ তাঁরা হলেন, দেশের নামকরা রোবোটিক সার্জন তথা অনুপ ইনস্টিটিউট অফ অর্থোপেডিকসের ডিরেক্টর চিকিৎসক আশিস সিং, কলকাতার অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সন্তোষ কুমার এবং হায়দরাবাদের চিকিৎসক আদর্শ আন্নাপেরেদি ৷ পাটনার একটি পাঁচতারা হোটেল থেকে এই লাইভ রোবটিক অস্ত্রোপচারের উদ্বোধন করেন পাটনা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি ৷

আরও পড়ুন: ইতিহাসে এসএসকেএম, দক্ষিণ এশিয়ায় প্রথম ম্যাট্রিক্স পদ্ধতিতে স্তন পুনর্গঠন কলকাতায়

এই লাইভ রোবটিক অস্ত্রোপচার নিয়ে চিকিৎসক আশিস সিং বলেন, ‘‘অনুপ মাস্টারস কোর্স আসলে দু’দিনের অ্যাকাডেমিক একটি প্রশিক্ষণ ৷ যেখানে দেশের এবং বিদেশের বিশেষজ্ঞ জয়েন্ট ইমপ্লান্ট সার্জনরা অর্থোপেডিক অস্ত্রোপচারে প্রযুক্তিগত উন্নতি নিয়ে নতুন তথ্য দেবেন ৷’’ এই প্রশিক্ষণের সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা হাঁটু এবং কোমরের রোগ নিয়ে একাধিক তথ্য দেবেন ৷ এখানে অভিনব পন্থা ব্যবহার করে নিখুঁতভাবে জয়েন্ট ইমপ্লান্ট করার পদ্ধতি দেখানো হবে বলেও জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.