ETV Bharat / bharat

Firearms seized in Indo-Bangladesh Border : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র - BSF seized Fire weapon in India-Bangladesh border

অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বিএসএফ (Border Security Force)। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, করোনার বিধিনিষেধে শিথিলতা আসতেই আবারও সীমান্তে অনুপ্রবেশকারীরা সক্রিয় হয়ে উঠেছে ৷ গত এক মাসেরও বেশি সময় ধরে বারবার তা স্পষ্ট হয়েছে।

Firearms seized in Indo-Bangladesh Borde
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বিএসএফ
author img

By

Published : Nov 24, 2021, 9:46 PM IST

রানিনগর, 24 নভেম্বর : বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য পেল বিএসএফ । ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force)। মঙ্গলবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তের 86 নম্বর ব্যাটেলিয়ন রানিনগর বর্ডার আউট পোস্ট এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করেছে (BSF seized Fire weapon in India-Bangladesh border) । তবে বিএসএফ জওয়ানদের তাড়া খেয়ে অন্ধকারে লুকিয়ে যায় চোরাচালানকারীরা ।

বিএসএফ সূত্রে খবর, এদিন রানিনগর সীমান্ত চৌকির অ্যাম্বুশ পার্টি বেশকিছু সন্দেহজনক গতিবিধি সন্দেহ করে । জওয়ানদের নজরে আসে, প্রায় 10-12 জন চোরাকারবারী অন্ধকারের সুযোগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে । তৎক্ষণাৎ এলাকায় অ্যাম্বুশ চালিয়ে তাদের বন্দী করে জওয়ানরা । জওয়ানদের আসতে দেখে পাচারকারীরা অন্ধকারের সাহায্যে পালিয়ে যায় । এলাকায় তল্লাশি করে তিনটি ম্যাগাজিন এবং একটি নাইম এমএম পিস্তল-সহ বেশকিছু কার্তুজ উদ্ধার করে বিএসএফ । উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রানিনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে ।

আরও পড়ুন : Smuggling: বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার কোটি টাকার বিরল প্রজাতির তক্ষক, আটক 6 পাচারকারী

বিএসএফ জনসংযোগ আধিকারিকের দাবি, জওয়ানরা এই অঞ্চলে চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বদ্ধপরিকর । শুধুমাত্র জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণেই এলাকায় চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে ।

রানিনগর, 24 নভেম্বর : বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য পেল বিএসএফ । ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force)। মঙ্গলবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তের 86 নম্বর ব্যাটেলিয়ন রানিনগর বর্ডার আউট পোস্ট এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করেছে (BSF seized Fire weapon in India-Bangladesh border) । তবে বিএসএফ জওয়ানদের তাড়া খেয়ে অন্ধকারে লুকিয়ে যায় চোরাচালানকারীরা ।

বিএসএফ সূত্রে খবর, এদিন রানিনগর সীমান্ত চৌকির অ্যাম্বুশ পার্টি বেশকিছু সন্দেহজনক গতিবিধি সন্দেহ করে । জওয়ানদের নজরে আসে, প্রায় 10-12 জন চোরাকারবারী অন্ধকারের সুযোগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে । তৎক্ষণাৎ এলাকায় অ্যাম্বুশ চালিয়ে তাদের বন্দী করে জওয়ানরা । জওয়ানদের আসতে দেখে পাচারকারীরা অন্ধকারের সাহায্যে পালিয়ে যায় । এলাকায় তল্লাশি করে তিনটি ম্যাগাজিন এবং একটি নাইম এমএম পিস্তল-সহ বেশকিছু কার্তুজ উদ্ধার করে বিএসএফ । উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রানিনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে ।

আরও পড়ুন : Smuggling: বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার কোটি টাকার বিরল প্রজাতির তক্ষক, আটক 6 পাচারকারী

বিএসএফ জনসংযোগ আধিকারিকের দাবি, জওয়ানরা এই অঞ্চলে চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বদ্ধপরিকর । শুধুমাত্র জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণেই এলাকায় চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.