ETV Bharat / bharat

ভিলাই স্টিল প্ল্যান্টে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে হিমশিম দমকলবাহিনী - Fire Breaks Out at BSP

Fire Breaks Out at BSP: ভিলাই স্টিল প্ল্যান্টে আগুন ৷ যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে আগুন নেভাতে রীতিমতো হিমশিম দমকলের কর্মীরা ৷

Fire breaks out at Bhilai Steel Plant
ভিলাই স্টিল প্ল্যান্টে অগ্নিকাণ্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 3:45 PM IST

ভিলাই, 28 ডিসেম্বর: ভিলাই স্টিল প্ল্যান্টে অগ্নিকাণ্ড ৷ বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের জেরে কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা আতঙ্কে এদিক ওদিক দৌড় দেন ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি ৷ কীভাবে হঠাৎ এই আগুন লাগে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাইপলাইনে তেল লিকেজের কারণেই প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ে ৷

সূত্রের খবর , প্ল্যান্টে আরএমপি 2-এর গ্যাস পাইপলাইনের কিছু কাজ করছিলেন কর্মীরা ৷ ওয়েল্ডিংয়ের সময়ই হঠাৎ আগুন লেগে যায় । ঘটনাটি ঘটে সকাল 7টা নাগাদ ৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ৷ কর্মীরা আতঙ্কে পালানোর চেষ্টা করেন ৷ ঘটনার কথা জানতে পেরে দমকল কর্মীদের খবর দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে ৷ দমকলকর্মীদেরও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ৷ এখনও আগুনকে বাগে আনতে পারেননি তাঁরা ৷ এই অগ্নিকাণ্ডের কারণ তেল লিকেজ ৷ এমনটাই দাবি করা হচ্ছে ৷ তবে সূত্রের খবর কাঁচামালে ভেজাল না থাকলে হয়তো এরকম আতঙ্কের পরিস্থিতি তৈরি হত না ৷

সূত্রের খবর, কাঁচামালের ক্ষেত্রে কোনও সতর্কতা অবলম্বন করা হয়নি ৷ আর একই জায়গায় বারংবার ওয়েল্ডিংয়ের ফলেই ঘটে এই দুর্ঘটনা ৷ ওয়েল্ডিং করার সময় একটি ছোট্ট স্ফুলিঙ্গের কারণেই এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় ৷ ফায়ার ব্রিগেডের তিন থেকে চারটি ইঞ্জিন গত কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে চলেছে ৷ সূত্রের খবর, এখনও আগুন নেভানো যায়নি ৷ এই ঘটনা ভিলাই স্টিল প্ল্যান্টে এই প্রথম ঘটল তা কিন্তু নয় ৷

গতবছরও স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হতে হয়েছিল কর্মীদের ৷ 10 জন কর্মী প্রাণ হারান সেই দুর্ঘটনায় ৷ এবারেও আগুন বিপুল ক্ষতি করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ জানা গিয়েছে, উৎপাদনের ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হতে পারে বিএসপি ৷ এর আগেও যখন এই ধরনের মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে বিএসপি তবে কেন অতিরিক্ত সতর্কতা ব্যবস্থা করা হয়নি তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷

আরও পড়ুন:

  1. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14
  2. দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তদন্তে এনআইএ, সিসিটিভিতে খোঁজ 2 সন্দেহভাজনের
  3. তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবতীকে শিকলে বেঁধে পুড়িয়ে হত্যা ! ঘটনায় গ্রেফতার বন্ধু

ভিলাই, 28 ডিসেম্বর: ভিলাই স্টিল প্ল্যান্টে অগ্নিকাণ্ড ৷ বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের জেরে কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা আতঙ্কে এদিক ওদিক দৌড় দেন ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি ৷ কীভাবে হঠাৎ এই আগুন লাগে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ ৷ তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাইপলাইনে তেল লিকেজের কারণেই প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ে ৷

সূত্রের খবর , প্ল্যান্টে আরএমপি 2-এর গ্যাস পাইপলাইনের কিছু কাজ করছিলেন কর্মীরা ৷ ওয়েল্ডিংয়ের সময়ই হঠাৎ আগুন লেগে যায় । ঘটনাটি ঘটে সকাল 7টা নাগাদ ৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ৷ কর্মীরা আতঙ্কে পালানোর চেষ্টা করেন ৷ ঘটনার কথা জানতে পেরে দমকল কর্মীদের খবর দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে ৷ দমকলকর্মীদেরও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ৷ এখনও আগুনকে বাগে আনতে পারেননি তাঁরা ৷ এই অগ্নিকাণ্ডের কারণ তেল লিকেজ ৷ এমনটাই দাবি করা হচ্ছে ৷ তবে সূত্রের খবর কাঁচামালে ভেজাল না থাকলে হয়তো এরকম আতঙ্কের পরিস্থিতি তৈরি হত না ৷

সূত্রের খবর, কাঁচামালের ক্ষেত্রে কোনও সতর্কতা অবলম্বন করা হয়নি ৷ আর একই জায়গায় বারংবার ওয়েল্ডিংয়ের ফলেই ঘটে এই দুর্ঘটনা ৷ ওয়েল্ডিং করার সময় একটি ছোট্ট স্ফুলিঙ্গের কারণেই এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় ৷ ফায়ার ব্রিগেডের তিন থেকে চারটি ইঞ্জিন গত কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করে চলেছে ৷ সূত্রের খবর, এখনও আগুন নেভানো যায়নি ৷ এই ঘটনা ভিলাই স্টিল প্ল্যান্টে এই প্রথম ঘটল তা কিন্তু নয় ৷

গতবছরও স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হতে হয়েছিল কর্মীদের ৷ 10 জন কর্মী প্রাণ হারান সেই দুর্ঘটনায় ৷ এবারেও আগুন বিপুল ক্ষতি করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ জানা গিয়েছে, উৎপাদনের ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হতে পারে বিএসপি ৷ এর আগেও যখন এই ধরনের মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে বিএসপি তবে কেন অতিরিক্ত সতর্কতা ব্যবস্থা করা হয়নি তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷

আরও পড়ুন:

  1. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12 ; আহত 14
  2. দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তদন্তে এনআইএ, সিসিটিভিতে খোঁজ 2 সন্দেহভাজনের
  3. তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবতীকে শিকলে বেঁধে পুড়িয়ে হত্যা ! ঘটনায় গ্রেফতার বন্ধু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.