ETV Bharat / bharat

Nirmala Sitharaman: এইমসে ভরতি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন - কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এইমসে ভরতি করানো হল (Finance Minister Nirmala Sitharaman Admitted to AIIMS) ৷ অসুস্থবোধ করায়, তাঁকে এইমসের প্রাইভেট ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় ৷

Nirmala Sitharaman Admitted to AIIMS ETV BHARAT
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
author img

By

Published : Dec 26, 2022, 1:40 PM IST

Updated : Dec 26, 2022, 2:30 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: হাসপাতালে ভরতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman Admitted to AIIMS) ৷ তাঁকে এইমসে ভরতি করানো হয়েছে ৷ জানা গিয়েছে, সোমবার দুপুর 12টা নাগাদ তিনি অসুস্থবোধ করায় তাঁকে এইমসের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করানো হয় ৷

63 বছরের নির্মলা সীতারমন আগামী বছর 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন ৷ গত শুক্রবারও তিনি এনিয়ে জানিয়েছিলেন, 2023-24 এর বাজেট হবে গতবারের নীতিকে অনুসরণ করেই ৷ তার জন্য খরচে লাগাম দেওয়ার একটা উপায় নিয়ে আলোচনাও চালাচ্ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ গত মাসে 21 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত এনিয়ে ভার্চুয়াল মিটিংও করেছেন নির্মলা ৷ সেখানে বাজেটের বিষয়বস্তু এবং পরিকল্পনা নিয়ে অর্থমন্ত্রকের তরফে আলোচনা করা হয় ৷ যে বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন নির্মলা সীতারমন নিজে ৷

গত সপ্তাহে অর্থমন্ত্রী জানিয়ে ছিলেন, সরকার লাগাতার মুদ্রাস্ফীতির উপরে নজর রাখছে ৷ এর প্রভাব যাতে বাজারমূল্যের উপরে না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্র ৷ তিনি এও জানিয়েছিলেন, ভারত একমাত্র দেশ, যারা সাফল্যের সঙ্গে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে ৷ আর তার জন্য একটি ফ্রেম ওয়ার্ক তৈরি করা হয়েছে ৷ যাতে খাদ্য দ্রব্যে এর প্রভাব না পড়ে ৷

উল্লেখ্য, ইন্দিরা গান্ধির পর নির্মলা সীতারমন ভারতের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী ৷ পাশাপাশি তিনি দ্বিতীয় মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্বভার সামলেছেন ৷ আর ভারতের প্রথম পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারমন ৷ এর আগে তিনি অর্থ ও বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন ৷ পাশাপাশি, বিজেপির জাতীয় মুখপাত্র হিসেবেও কাজ করেছেন ৷ 2021 সালে ফর্বসের প্রকাশিত বিশ্বের প্রথম 100 জন ক্ষমতাসিন মহিলার তালিকায় জায়গা করে নিয়েছিলেন ভারতের অর্থমন্ত্রী ৷

আরও পড়ুন: এক বছরে পাচার অন্তত 833 কেজি সোনা ! রিপোর্ট দেখে উদ্বিগ্ন অর্থমন্ত্রী

2006 সালে তিনি প্রথম বিজেপিতে যোগ দেন ৷ এর পর 2010 সালে তাঁকে জাতীয় মুখপাত্র করা হয় ৷ 2014 সালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী করা হয় ৷ 2014 সালের জুন মাসে তাঁকে অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য করে নিয়ে আসে বিজেপি ৷ এর পর 2016 সালে তাঁকে ফের রাজ্যসভার নির্বাচনে দাঁড় করানো হয় ৷ বিজেপি মনোনীত 12 জন প্রার্থীদের মধ্যে একজন ছিলেন নির্মলা সীতারমন ৷ তিনি কর্ণাটক থেকে জিতে 2016 সালের 11 জুন থেকে ফের রাজ্যসভার সদস্য হন ৷ মোদি সরকারের প্রথম পর্বের শেষের দিকে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন ৷ এর পর 2019 লোকসভার বিজেপি ক্ষমতায় আসার পর, নির্মলা সীতারমনকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় ৷

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: হাসপাতালে ভরতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman Admitted to AIIMS) ৷ তাঁকে এইমসে ভরতি করানো হয়েছে ৷ জানা গিয়েছে, সোমবার দুপুর 12টা নাগাদ তিনি অসুস্থবোধ করায় তাঁকে এইমসের প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করানো হয় ৷

63 বছরের নির্মলা সীতারমন আগামী বছর 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন ৷ গত শুক্রবারও তিনি এনিয়ে জানিয়েছিলেন, 2023-24 এর বাজেট হবে গতবারের নীতিকে অনুসরণ করেই ৷ তার জন্য খরচে লাগাম দেওয়ার একটা উপায় নিয়ে আলোচনাও চালাচ্ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ গত মাসে 21 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত এনিয়ে ভার্চুয়াল মিটিংও করেছেন নির্মলা ৷ সেখানে বাজেটের বিষয়বস্তু এবং পরিকল্পনা নিয়ে অর্থমন্ত্রকের তরফে আলোচনা করা হয় ৷ যে বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন নির্মলা সীতারমন নিজে ৷

গত সপ্তাহে অর্থমন্ত্রী জানিয়ে ছিলেন, সরকার লাগাতার মুদ্রাস্ফীতির উপরে নজর রাখছে ৷ এর প্রভাব যাতে বাজারমূল্যের উপরে না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্র ৷ তিনি এও জানিয়েছিলেন, ভারত একমাত্র দেশ, যারা সাফল্যের সঙ্গে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে ৷ আর তার জন্য একটি ফ্রেম ওয়ার্ক তৈরি করা হয়েছে ৷ যাতে খাদ্য দ্রব্যে এর প্রভাব না পড়ে ৷

উল্লেখ্য, ইন্দিরা গান্ধির পর নির্মলা সীতারমন ভারতের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী ৷ পাশাপাশি তিনি দ্বিতীয় মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্বভার সামলেছেন ৷ আর ভারতের প্রথম পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারমন ৷ এর আগে তিনি অর্থ ও বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন ৷ পাশাপাশি, বিজেপির জাতীয় মুখপাত্র হিসেবেও কাজ করেছেন ৷ 2021 সালে ফর্বসের প্রকাশিত বিশ্বের প্রথম 100 জন ক্ষমতাসিন মহিলার তালিকায় জায়গা করে নিয়েছিলেন ভারতের অর্থমন্ত্রী ৷

আরও পড়ুন: এক বছরে পাচার অন্তত 833 কেজি সোনা ! রিপোর্ট দেখে উদ্বিগ্ন অর্থমন্ত্রী

2006 সালে তিনি প্রথম বিজেপিতে যোগ দেন ৷ এর পর 2010 সালে তাঁকে জাতীয় মুখপাত্র করা হয় ৷ 2014 সালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী করা হয় ৷ 2014 সালের জুন মাসে তাঁকে অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য করে নিয়ে আসে বিজেপি ৷ এর পর 2016 সালে তাঁকে ফের রাজ্যসভার নির্বাচনে দাঁড় করানো হয় ৷ বিজেপি মনোনীত 12 জন প্রার্থীদের মধ্যে একজন ছিলেন নির্মলা সীতারমন ৷ তিনি কর্ণাটক থেকে জিতে 2016 সালের 11 জুন থেকে ফের রাজ্যসভার সদস্য হন ৷ মোদি সরকারের প্রথম পর্বের শেষের দিকে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন ৷ এর পর 2019 লোকসভার বিজেপি ক্ষমতায় আসার পর, নির্মলা সীতারমনকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় ৷

Last Updated : Dec 26, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.