ETV Bharat / bharat

Ukraine-Russia Crisis : অপারেশন গঙ্গায় সোম সকালেই দেশে ফিরলেন 249 জন - অপারেশন গঙ্গায় সোম সকালেই দেশে ফিরলেন 249 জন

রোমানিয়ার বুখারেস্ট থেকে 249 জন ভারতীয় পড়ুয়াদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি (Ukraine-Russia Crisis ) ৷ বেশ কয়েকদিনের চরম টেনশনের পর আজ সকালে দিল্লি বিমানবন্দরে নেমে যেন হাঁফ ছাড়েন বাঁচেন পড়ুয়ারা ৷

op ganga
op ganga
author img

By

Published : Feb 28, 2022, 8:20 AM IST

Updated : Feb 28, 2022, 9:47 AM IST

নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরানো হচ্ছে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ৷ অপারেশন গঙ্গা ফ্লাইটে দফায় দফায় বেশ কিছু মানুষ দেশে ফিরছেন ৷ আজ সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে অপারেশন গঙ্গার পঞ্চম ফ্লাইট ৷ ওই ফ্লাইটে করে দেশে ফিরলেন 249 জন ৷

রোমানিয়ার বুখারেস্ট থেকে 249 জন ভারতীয় পড়ুয়াদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি (Ukraine-Russia Crisis ) ৷ বেশ কয়েকদিনের চরম টেনশনের পর আজ সকালে দিল্লি বিমানবন্দরে নেমে যেন হাঁফ ছাড়েন বাঁচেন পড়ুয়ারা ৷ দেশে ফিরেই ভারতীয় দূতাবাসের সহযোগিতার প্রশংসা করেছেন পড়ুয়ারা ৷ সদ্য ইউক্রেন ফেরত ডাক্তারির এক ছাত্র বলেন, সরকার আমাদের যথেষ্ট সাহায্য় করেছে ৷ যতটা সম্ভব সবরকমভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস ৷ তবে মূল সমস্যা হচ্ছে সীমান্ত পার হওয়া ৷ আশা করি সকলেই ফিরে আসবে ৷ এখনও অনেক ভারতীয় ওখানে আটকে রয়েছেন ৷"

রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি সীমান্ত দিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা হয়েছে ৷ কিন্তু বর্ডার ক্রস করা এখন বড় সমস্যা ৷ বলছেন ওখানে আটকে থাকা পড়ুয়ারা ৷ প্রবল ঠান্ডার মধ্যে ব্যগপত্র নিয়ে দেশে ফেরার অপেক্ষারত অনেক পড়ুয়াই হেনস্থার অভিযোগ এনেছেন ৷ তাঁদের অভিযোগ, পোল্যান্ড সীমান্তে থাকা রক্ষীরা পড়ুয়াদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন ৷ বাদ যায়নি মহিলারাও ৷ ভারতীয় দূতাবাস খাবার, আশ্রয় দিয়ে সাহায্য করলেও সীমান্ত পার করাটাই বড় মাথাব্যথার কারণ ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ভারি বুটের শব্দ ও বারুদের গন্ধে ক্ষতবিক্ষত ছবির মতো সুন্দর দেশ

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানীতে ঢুকে পড়ার খবর পেতেই অ্যাডভাইজারি জারি করেছে ভারতীয় দূতাবাস ৷ কয়েকদিন ধরে ইউক্রেনে লাগাতার রুশ সেনার হামলার পর অবশেষে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয়েছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি ৷ ইউক্রেন ও বেলারুশ সীমান্তে প্রিপ্যাট নদীর পাশে হবে দু'দেশের শান্তি আলোচনা ৷ বৈঠকের পর কি সমাধান সূত্র বেরোয় সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব ৷

নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরানো হচ্ছে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ৷ অপারেশন গঙ্গা ফ্লাইটে দফায় দফায় বেশ কিছু মানুষ দেশে ফিরছেন ৷ আজ সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে অপারেশন গঙ্গার পঞ্চম ফ্লাইট ৷ ওই ফ্লাইটে করে দেশে ফিরলেন 249 জন ৷

রোমানিয়ার বুখারেস্ট থেকে 249 জন ভারতীয় পড়ুয়াদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি (Ukraine-Russia Crisis ) ৷ বেশ কয়েকদিনের চরম টেনশনের পর আজ সকালে দিল্লি বিমানবন্দরে নেমে যেন হাঁফ ছাড়েন বাঁচেন পড়ুয়ারা ৷ দেশে ফিরেই ভারতীয় দূতাবাসের সহযোগিতার প্রশংসা করেছেন পড়ুয়ারা ৷ সদ্য ইউক্রেন ফেরত ডাক্তারির এক ছাত্র বলেন, সরকার আমাদের যথেষ্ট সাহায্য় করেছে ৷ যতটা সম্ভব সবরকমভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস ৷ তবে মূল সমস্যা হচ্ছে সীমান্ত পার হওয়া ৷ আশা করি সকলেই ফিরে আসবে ৷ এখনও অনেক ভারতীয় ওখানে আটকে রয়েছেন ৷"

রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি সীমান্ত দিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা হয়েছে ৷ কিন্তু বর্ডার ক্রস করা এখন বড় সমস্যা ৷ বলছেন ওখানে আটকে থাকা পড়ুয়ারা ৷ প্রবল ঠান্ডার মধ্যে ব্যগপত্র নিয়ে দেশে ফেরার অপেক্ষারত অনেক পড়ুয়াই হেনস্থার অভিযোগ এনেছেন ৷ তাঁদের অভিযোগ, পোল্যান্ড সীমান্তে থাকা রক্ষীরা পড়ুয়াদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন ৷ বাদ যায়নি মহিলারাও ৷ ভারতীয় দূতাবাস খাবার, আশ্রয় দিয়ে সাহায্য করলেও সীমান্ত পার করাটাই বড় মাথাব্যথার কারণ ৷

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ভারি বুটের শব্দ ও বারুদের গন্ধে ক্ষতবিক্ষত ছবির মতো সুন্দর দেশ

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের রাজধানীতে ঢুকে পড়ার খবর পেতেই অ্যাডভাইজারি জারি করেছে ভারতীয় দূতাবাস ৷ কয়েকদিন ধরে ইউক্রেনে লাগাতার রুশ সেনার হামলার পর অবশেষে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয়েছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি ৷ ইউক্রেন ও বেলারুশ সীমান্তে প্রিপ্যাট নদীর পাশে হবে দু'দেশের শান্তি আলোচনা ৷ বৈঠকের পর কি সমাধান সূত্র বেরোয় সেদিকেই তাকিয়ে সারা বিশ্ব ৷

Last Updated : Feb 28, 2022, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.