ETV Bharat / bharat

Man Fires at Police: ছেলেকে ধরতে আসায় পুলিশকে লক্ষ্য করে গুলি বাবার, গ্রেফতার অভিযুক্ত - পুলিশের উপর গুলি চালালেন বাবা

খুনের চেষ্টায় অভিযুক্ত ছেলেকে বাড়িতে ধরতে আসায় পুলিশের উপর গুলি চালালেন বাবা ৷ গ্রেফতার বাবা বাবু টমাস ৷ ছেলে পলাতক ৷

Man Fires at Police
ছেলেকে ধরতে আসায় পুলিশের উপর গুলি বাবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:08 PM IST

কান্নুর, 4 নভেম্বর: খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত ছেলে ৷ তাঁকেই ধরতে বাড়িতে এসেছিল পুলিশ ৷ বাড়িতে ঢুকতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালালেন অভিযুক্তের বাবা ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কান্নুরের চিরাক্কালে। তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷ কিন্তু ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রোশন ৷ তিনি পুলিশকে দেখে বাড়ি থেকে পালিয়ে যান । এই ঘটনায় রোশনের বাবা বাবু টমাসকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, শুক্রবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে । ভ্যালাপত্তনমের এসআই নিথিনের নেতৃত্বে একটি পুলিশের দল সে সময় রোশনকে গ্রেফতার করতে চিরাক্কালে তাঁর বাড়িতে পৌঁছয় ৷ তামিলনাড়ুর স্থানীয় একজনকে কাগজ কাটার দিয়ে আক্রমণের মামলায় অভিযুক্ত রোশন । বাড়িতে এসে রোশনের রুমের দরজায় ধাক্কা দিতেই বাবু টমাস হঠাৎ পুলিশ আধিকারিকদের ওপর গুলি চালান। সেই সুযোগে পালিয়ে যায় রোশন ৷ তবে বাবু টমাসকে ধরে ফেলে পুলিশ । তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর । অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাবু টমাসের ব্যবহৃত বন্দুকটির লাইসেন্স আছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন নগর পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ এখনও রোশনকে খুঁজছে।

আরও পড়ুন: ক্রিকেট খেলার সময় জঙ্গিদের গুলিতে আহত পুলিশ আধিকারিক

প্রসঙ্গত, কয়েকদিন আগে ক্রিকেট খেলাকালীন পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ ঘটনাটি ঘটেছিল কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় । ঘটনায় গুরুতর আহত হন ইনসপেক্টর মসরুর আলি ওয়ানি ৷ তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় । ওই পুলিশ আধিকারিক শ্রীনগর পুলিশ লাইনে ইনসপেক্টর পদে কর্মরত। রবিবার তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি থাকায় তিনি সকালে উঠে কাছের মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন । সেসময় সেখানে ম্যাচের মাঝেই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা ।

কান্নুর, 4 নভেম্বর: খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত ছেলে ৷ তাঁকেই ধরতে বাড়িতে এসেছিল পুলিশ ৷ বাড়িতে ঢুকতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালালেন অভিযুক্তের বাবা ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কান্নুরের চিরাক্কালে। তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷ কিন্তু ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রোশন ৷ তিনি পুলিশকে দেখে বাড়ি থেকে পালিয়ে যান । এই ঘটনায় রোশনের বাবা বাবু টমাসকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, শুক্রবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে । ভ্যালাপত্তনমের এসআই নিথিনের নেতৃত্বে একটি পুলিশের দল সে সময় রোশনকে গ্রেফতার করতে চিরাক্কালে তাঁর বাড়িতে পৌঁছয় ৷ তামিলনাড়ুর স্থানীয় একজনকে কাগজ কাটার দিয়ে আক্রমণের মামলায় অভিযুক্ত রোশন । বাড়িতে এসে রোশনের রুমের দরজায় ধাক্কা দিতেই বাবু টমাস হঠাৎ পুলিশ আধিকারিকদের ওপর গুলি চালান। সেই সুযোগে পালিয়ে যায় রোশন ৷ তবে বাবু টমাসকে ধরে ফেলে পুলিশ । তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর । অন্যদিকে পুলিশ জানিয়েছে, বাবু টমাসের ব্যবহৃত বন্দুকটির লাইসেন্স আছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন নগর পুলিশ কমিশনার-সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ এখনও রোশনকে খুঁজছে।

আরও পড়ুন: ক্রিকেট খেলার সময় জঙ্গিদের গুলিতে আহত পুলিশ আধিকারিক

প্রসঙ্গত, কয়েকদিন আগে ক্রিকেট খেলাকালীন পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ৷ ঘটনাটি ঘটেছিল কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায় । ঘটনায় গুরুতর আহত হন ইনসপেক্টর মসরুর আলি ওয়ানি ৷ তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় । ওই পুলিশ আধিকারিক শ্রীনগর পুলিশ লাইনে ইনসপেক্টর পদে কর্মরত। রবিবার তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি থাকায় তিনি সকালে উঠে কাছের মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন । সেসময় সেখানে ম্যাচের মাঝেই তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.