ETV Bharat / bharat

কৃষক বিক্ষোভের জের, বাতিল বেশ কয়েকটি ট্রেন - স্পেশাল ট্রেন

দিল্লিতে কৃষক সংগঠনগুলির বিক্ষোভের জেরে বেশ কিছু ট্রেন বাতিল, সময়সীমা পরিবর্তন, সাময়িক বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে । যাত্রী সুবিধার্থেই এই সিদ্ধান্ত, জানিয়েছে নর্দার্ন রেলওয়ে ।

Farmers' agitation
Farmers' agitation
author img

By

Published : Dec 2, 2020, 9:14 AM IST

দিল্লি, 2 ডিসেম্বর : কৃষকদের বিক্ষোভ-আন্দোলনের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করল নর্দার্ন রেলওয়ে । বেশ কয়েকটি ট্রেনের সময়সীমা পরিবর্তন, সাময়িক বাতিল এবং গতিপথ পরিবর্তন করা হয়েছে ।

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কয়েকদিন আগেই "দিল্লি চলো" অভিযানের ডাক দেয় কৃষক সংগঠনগুলি । উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের 3 ঘণ্টা বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র ৷ আইন বাতিলের প্রস্তাব মেনে নেয়নি কেন্দ্র । আগে বুরারিতে গিয়ে বিক্ষোভ দেখানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কৃষক সংগঠনগুলি । এবার কৃষি আইন নিয়ে কেন্দ্রের কমিটি গঠনের প্রস্তাবও ফিরিয়ে দেয় তারা । এই পরিস্থিতিতে কোনও সমাধানসূত্র বের না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ সেইমতো দিল্লিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

দিল্লিতে বিক্ষোভের জেরে আজমেঢ়-অমৃতসর ট্রেনটি বাতিল করা হয়েছে । আজ থেকেই চালু হওয়ার কথা ছিল ট্রেনটির । বাতিল হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা অমৃতসর-আজমেঢ় বিশেষ ট্রেনটিও । বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ডিব্রুগড়-অমৃতসর এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি উভয় দিকেই বাতিল করেছে নর্দার্ন রেলওয়ে । পরবর্তী নোটিস আসা পর্যন্ত বাতিল করা হয়েছে ভাতিন্দা-বারাণসী-ভাতিন্দা এক্সপ্রেস স্পেশাল ট্রেন ।

আজ থেকে চালু হতে চলা নানদেড়-অমৃতসর এক্সপ্রেস ট্রেন নিউ দিল্লি স্টেশন পর্যন্ত আসবে । অন্যদিকে, বান্দ্রা টার্মিনাস-অমৃতসর এক্সপ্রেস ট্রেন যাবে চণ্ডীগড় পর্যন্ত । আজ থেকে চালু হতে চলা অমৃতসর-জয়নগর এক্সপ্রেসের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে । পথ পরিবর্তন করে দুর্গ-জম্মু তাওয়ি এক্সপ্রেস চলবে লুধিয়ানা জলন্ধর ক্যান্টনমেন্ট-পাঠানকোট ক্যান্টনমেন্ট পথে । জম্মু তাওয়ি-দুর্গ এক্সপ্রেস চলবে পাঠানকোট ক্যান্টনমেন্ট-জলন্ধর ক্যান্টনমেন্ট পথে । 4 তারিখ থেকে শুরু হওয়ার কথা এই ট্রেনটির ।

দিল্লি, 2 ডিসেম্বর : কৃষকদের বিক্ষোভ-আন্দোলনের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করল নর্দার্ন রেলওয়ে । বেশ কয়েকটি ট্রেনের সময়সীমা পরিবর্তন, সাময়িক বাতিল এবং গতিপথ পরিবর্তন করা হয়েছে ।

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কয়েকদিন আগেই "দিল্লি চলো" অভিযানের ডাক দেয় কৃষক সংগঠনগুলি । উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের 3 ঘণ্টা বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র ৷ আইন বাতিলের প্রস্তাব মেনে নেয়নি কেন্দ্র । আগে বুরারিতে গিয়ে বিক্ষোভ দেখানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কৃষক সংগঠনগুলি । এবার কৃষি আইন নিয়ে কেন্দ্রের কমিটি গঠনের প্রস্তাবও ফিরিয়ে দেয় তারা । এই পরিস্থিতিতে কোনও সমাধানসূত্র বের না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ সেইমতো দিল্লিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

দিল্লিতে বিক্ষোভের জেরে আজমেঢ়-অমৃতসর ট্রেনটি বাতিল করা হয়েছে । আজ থেকেই চালু হওয়ার কথা ছিল ট্রেনটির । বাতিল হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা অমৃতসর-আজমেঢ় বিশেষ ট্রেনটিও । বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ডিব্রুগড়-অমৃতসর এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি উভয় দিকেই বাতিল করেছে নর্দার্ন রেলওয়ে । পরবর্তী নোটিস আসা পর্যন্ত বাতিল করা হয়েছে ভাতিন্দা-বারাণসী-ভাতিন্দা এক্সপ্রেস স্পেশাল ট্রেন ।

আজ থেকে চালু হতে চলা নানদেড়-অমৃতসর এক্সপ্রেস ট্রেন নিউ দিল্লি স্টেশন পর্যন্ত আসবে । অন্যদিকে, বান্দ্রা টার্মিনাস-অমৃতসর এক্সপ্রেস ট্রেন যাবে চণ্ডীগড় পর্যন্ত । আজ থেকে চালু হতে চলা অমৃতসর-জয়নগর এক্সপ্রেসের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে । পথ পরিবর্তন করে দুর্গ-জম্মু তাওয়ি এক্সপ্রেস চলবে লুধিয়ানা জলন্ধর ক্যান্টনমেন্ট-পাঠানকোট ক্যান্টনমেন্ট পথে । জম্মু তাওয়ি-দুর্গ এক্সপ্রেস চলবে পাঠানকোট ক্যান্টনমেন্ট-জলন্ধর ক্যান্টনমেন্ট পথে । 4 তারিখ থেকে শুরু হওয়ার কথা এই ট্রেনটির ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.