ETV Bharat / bharat

Rajya Sabha passes Farm Laws Repeal Bill 2021:লোকসভার পর রাজ্যসভাতেও পাশ কৃষি আইন প্রত্যাহার বিল - লোকসভার পর রাজ্যসভাতেও পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

সোমবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল 2021 (Rajya Sabha passes Farm Laws Repeal Bill 2021) ৷ এদিন লোকসভাতেও পাশ হয়েছে এই বিল ৷ ঠিকমতো আলোচনা ছাড়াই সংসদের দুই কক্ষে এদিন যেভাবে এই বিল পাশ হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা (Opposition Raised Question) ৷

Farm Laws Repeal Bill 2021
রাজ্যসভাতেও পাশ কৃষি আইন প্রত্যাহার বিল
author img

By

Published : Nov 29, 2021, 8:43 PM IST

নয়াদিল্লি, 29 নভেম্বর : লোকসভার পর সোমবার রাজ্যসভাতেও ধ্বনি ভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল 2021 (Rajya Sabha passes Farm Laws Repeal Bill 2021) ৷ ঠিকমতো আলোচনা ছাড়াই সংসদের দুই কক্ষে এদিন যেভাবে এই বিল পাশ হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷

গত 19 নভেম্বর গুরুনানকের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ শীতকালীন অধিবেশন শুরু হলেই সরকার এই আইন প্রত্যাহারের বিল আনবে সংসদে ৷ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয় কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব ৷ এরপর সোমবারই ছিল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন ৷ এদিনই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল 2021 ৷ তবে কংগ্রেস-সহ বিরোধীদের দাবি এদিন বিল পাশ হওয়ার আগে সংসদের দুই কক্ষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই আলোচনার জন্য বেশি সময় দেয়নি ৷

আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর নভেম্বর থেকেই দিল্লি সীমান্তে আন্দোলনে শুরু করেছিলেন কৃষকরা ৷ পরে যা দেশের নান প্রান্তে ছড়িয়ে পড়ে ৷ আইন প্রত্যাহারের দাবিতে সরব হয় বিরোধী দলগুলিও ৷ এই তিন আইন প্রত্যাহারের দাবিদে গত বছর 26 জানুয়ারি কৃষকদের সংসদ অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি ৷ লালকেল্লাতেও উঠে পড়েছিলেন বিক্ষোভরত কৃষকদের একাংশ ৷ টানা প্রায় এক বছর কৃষকদের এই আন্দোলন চলার পর চলতি মাসেই প্রধানমন্ত্রী তিন কৃষি বিল প্রত্যাহারের কথা ঘোষণা করেন ৷ কৃষক সংগঠনগুলির নেতৃত্ব জানিয়েছেন, সরকার অবশেষে আইন প্রত্যাহার করলেও এই এক বছরে প্রায় 600 জন আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়েছে ৷ সরকার আরও আগে এই সিদ্ধান্ত নিতে পারত ৷

নয়াদিল্লি, 29 নভেম্বর : লোকসভার পর সোমবার রাজ্যসভাতেও ধ্বনি ভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল 2021 (Rajya Sabha passes Farm Laws Repeal Bill 2021) ৷ ঠিকমতো আলোচনা ছাড়াই সংসদের দুই কক্ষে এদিন যেভাবে এই বিল পাশ হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷

গত 19 নভেম্বর গুরুনানকের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ শীতকালীন অধিবেশন শুরু হলেই সরকার এই আইন প্রত্যাহারের বিল আনবে সংসদে ৷ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয় কৃষি আইন প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব ৷ এরপর সোমবারই ছিল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন ৷ এদিনই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল 2021 ৷ তবে কংগ্রেস-সহ বিরোধীদের দাবি এদিন বিল পাশ হওয়ার আগে সংসদের দুই কক্ষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই আলোচনার জন্য বেশি সময় দেয়নি ৷

আরও পড়ুন : Lok Sabha passes Farm Laws Repeal Bill 2021: আলোচনা ছাড়াই লোকসভায় পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

কেন্দ্রের বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর নভেম্বর থেকেই দিল্লি সীমান্তে আন্দোলনে শুরু করেছিলেন কৃষকরা ৷ পরে যা দেশের নান প্রান্তে ছড়িয়ে পড়ে ৷ আইন প্রত্যাহারের দাবিতে সরব হয় বিরোধী দলগুলিও ৷ এই তিন আইন প্রত্যাহারের দাবিদে গত বছর 26 জানুয়ারি কৃষকদের সংসদ অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি ৷ লালকেল্লাতেও উঠে পড়েছিলেন বিক্ষোভরত কৃষকদের একাংশ ৷ টানা প্রায় এক বছর কৃষকদের এই আন্দোলন চলার পর চলতি মাসেই প্রধানমন্ত্রী তিন কৃষি বিল প্রত্যাহারের কথা ঘোষণা করেন ৷ কৃষক সংগঠনগুলির নেতৃত্ব জানিয়েছেন, সরকার অবশেষে আইন প্রত্যাহার করলেও এই এক বছরে প্রায় 600 জন আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়েছে ৷ সরকার আরও আগে এই সিদ্ধান্ত নিতে পারত ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.