ETV Bharat / bharat

Amritpal Singh Family: পুলিশের চোখে ধুলো দিয়ে এবার বেপাত্তা অমৃতপালের পরিবার ! - অমৃতপাল সিং

বুধবার থেকে খোঁজ মিলছে না অমৃতপাল সিংয়ের পরিবারের সদস্যদের (Amritpal Singh Family gone Missing) ! কোথায় গেলেন তাঁরা ? প্রশ্ন অনেক থাকলেও মিলছে না জবাব !

family members of Amritpal Singh gone missing from 29th March 2023
ফাইল ছবি
author img

By

Published : Mar 30, 2023, 3:07 PM IST

চণ্ডীগড়, 30 মার্চ: টানা প্রায় 12 দিন ধরে খানাতল্লাশি চালিয়েও অমৃতপাল সিংয়ের হদিশ পায়নি পঞ্জাব পুলিশ ৷ আর এখন শোনা যাচ্ছে, তাঁর পরিবারের বাকি সদস্যরাও নাকি বেপাত্তা (Amritpal Singh Family gone Missing) ! সূত্রের দাবি, 29 মার্চ, অর্থাৎ বুধবার থেকে তাঁদের কোনও খোঁজ নেই ! খোঁজ পাওয়া যাচ্ছে না অমৃতপালের স্ত্রী এবং বাবা-মায়ের ! বলা হচ্ছে, তাঁরা নিজেদের বাড়িতে নেই ! প্রশ্ন হল, তবে তাঁরা গেলেন কোথায় ? আর গেলেনই বা কীভাবে ? কারণ, অমৃতপাল বেপাত্তা হওয়ার পর থেকেই তাঁর পরিবারের বাকি সদস্যদের উপর 'কড়া নজর' রাখছিল পুলিশ ! তাহলে সেই 'কড়া নজর' এড়িয়ে তাঁরা গা-ঢাকা দিলেন কীভাবে ?

এ নিয়ে হাজারো প্রশ্ন উঠলেও পুলিশের তরফে এখনও পর্যন্ত অন্তত কোনও জবাব মেলেনি ৷ এমনকী, এ নিয়ে পুলিশ কোনও বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আনছে না বলে অভিযোগ ৷ বরং এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন ৷ কারণ, এর আগে অমৃতপালের পরিবারের সদস্যরা একাধিকবার প্রকাশ্য়ে এসেছেন ৷ তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ নিজেদের বক্তব্য সর্বসমক্ষে তুলে ধরেছেন তাঁরা ৷ এমনকী, অমৃতপালের বাবা একসময় এও বলেন যে, তাঁর ছেলের এভাবে পালিয়ে বেড়ানোর কোনও প্রয়োজন নেই ৷ বরং তাঁর পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত এবং আইনি প্রক্রিয়ার সম্মুখীন হওয়া উচিত ৷

আরও পড়ুন: আধুনিক সাজপোশাক, লম্বা চুল; সানগ্লাস আর মাস্কে দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি 'অমৃতপাল' !

এই প্রেক্ষাপটে বুধবার থেকে আর কোনও হদিশ নেই অমৃতপালের স্ত্রী ও বাবা-মায়ের ৷ এদিকে অমৃতপাল 'পলাতক' হলেও তিনি যে একদম ভালো আছেন, তার 'প্রমাণ' বারবারই পাওয়া গিয়েছে ৷ বুধবারও 'অমৃতপালের একটি ভিডিয়ো' প্রকাশ্য়ে আসে ৷ যা দেখে মনে হচ্ছে, তিনি এখনও পর্যন্ত প্রশাসনের নাগালের বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন ! এছাড়াও, কয়েক দফায় বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে ৷ তাতে একেকবার একেক জায়গায় 'অমৃতপাল ও তাঁর সঙ্গীদের' দেখা গিয়েছে ৷ এমনকী, এই কয়েকদিনে নিজের সাজপোশাকও বদলে ফেলেছেন এই খালিস্তানপন্থী শিখ প্রচারক ৷ শিখদের অন্যতম প্রধান পরিচয় পাগড়ি ছেড়ে স্টাইলিশ লম্বা ও খোলা চুলে দেখা গিয়েছে তাঁকে ৷ বদল এসেছে তাঁর পোশাকেও ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, পুলিশের নাগাল থেকে বাঁচতেই নিজের ভোল বদলে ফেলেছেন দীর্ঘদিন বিদেশে থাকা এই বিচ্ছিন্নতাবাদী ৷

চণ্ডীগড়, 30 মার্চ: টানা প্রায় 12 দিন ধরে খানাতল্লাশি চালিয়েও অমৃতপাল সিংয়ের হদিশ পায়নি পঞ্জাব পুলিশ ৷ আর এখন শোনা যাচ্ছে, তাঁর পরিবারের বাকি সদস্যরাও নাকি বেপাত্তা (Amritpal Singh Family gone Missing) ! সূত্রের দাবি, 29 মার্চ, অর্থাৎ বুধবার থেকে তাঁদের কোনও খোঁজ নেই ! খোঁজ পাওয়া যাচ্ছে না অমৃতপালের স্ত্রী এবং বাবা-মায়ের ! বলা হচ্ছে, তাঁরা নিজেদের বাড়িতে নেই ! প্রশ্ন হল, তবে তাঁরা গেলেন কোথায় ? আর গেলেনই বা কীভাবে ? কারণ, অমৃতপাল বেপাত্তা হওয়ার পর থেকেই তাঁর পরিবারের বাকি সদস্যদের উপর 'কড়া নজর' রাখছিল পুলিশ ! তাহলে সেই 'কড়া নজর' এড়িয়ে তাঁরা গা-ঢাকা দিলেন কীভাবে ?

এ নিয়ে হাজারো প্রশ্ন উঠলেও পুলিশের তরফে এখনও পর্যন্ত অন্তত কোনও জবাব মেলেনি ৷ এমনকী, এ নিয়ে পুলিশ কোনও বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আনছে না বলে অভিযোগ ৷ বরং এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন ৷ কারণ, এর আগে অমৃতপালের পরিবারের সদস্যরা একাধিকবার প্রকাশ্য়ে এসেছেন ৷ তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ নিজেদের বক্তব্য সর্বসমক্ষে তুলে ধরেছেন তাঁরা ৷ এমনকী, অমৃতপালের বাবা একসময় এও বলেন যে, তাঁর ছেলের এভাবে পালিয়ে বেড়ানোর কোনও প্রয়োজন নেই ৷ বরং তাঁর পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত এবং আইনি প্রক্রিয়ার সম্মুখীন হওয়া উচিত ৷

আরও পড়ুন: আধুনিক সাজপোশাক, লম্বা চুল; সানগ্লাস আর মাস্কে দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি 'অমৃতপাল' !

এই প্রেক্ষাপটে বুধবার থেকে আর কোনও হদিশ নেই অমৃতপালের স্ত্রী ও বাবা-মায়ের ৷ এদিকে অমৃতপাল 'পলাতক' হলেও তিনি যে একদম ভালো আছেন, তার 'প্রমাণ' বারবারই পাওয়া গিয়েছে ৷ বুধবারও 'অমৃতপালের একটি ভিডিয়ো' প্রকাশ্য়ে আসে ৷ যা দেখে মনে হচ্ছে, তিনি এখনও পর্যন্ত প্রশাসনের নাগালের বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন ! এছাড়াও, কয়েক দফায় বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে ৷ তাতে একেকবার একেক জায়গায় 'অমৃতপাল ও তাঁর সঙ্গীদের' দেখা গিয়েছে ৷ এমনকী, এই কয়েকদিনে নিজের সাজপোশাকও বদলে ফেলেছেন এই খালিস্তানপন্থী শিখ প্রচারক ৷ শিখদের অন্যতম প্রধান পরিচয় পাগড়ি ছেড়ে স্টাইলিশ লম্বা ও খোলা চুলে দেখা গিয়েছে তাঁকে ৷ বদল এসেছে তাঁর পোশাকেও ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, পুলিশের নাগাল থেকে বাঁচতেই নিজের ভোল বদলে ফেলেছেন দীর্ঘদিন বিদেশে থাকা এই বিচ্ছিন্নতাবাদী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.