ETV Bharat / bharat

Bagtui Massacre: পুনর্বাসন পাচ্ছেন বগটুইয়ের ঘরছাড়ারা, হাইকোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল - Families lost their home in Bagtui Massacre are getting rehabilitation soon

বগটুইয়ের ঘটনায় ঘরহারাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে (Families who lost their home in Bagtui Massacre getting rehabilitation) ।

Bagtui Massacre Case
Bagtui Massacre Case
author img

By

Published : Jul 11, 2022, 5:26 PM IST

Updated : Jul 11, 2022, 9:59 PM IST

কলকাতা, 11 জুলাই: বগটুইয়ের ঘটনায় যারা ঘর হারিয়েছেন, তাঁদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে । সোমবার হাইকোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । একই সঙ্গে এদিন সিবিআই জানিয়েছে, বগটুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুন এবং আগুনে একাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত শেষ করে নিম্ন আদালতে চার্জশিট পেশ করা হয়েছে (Families who lost their home in Bagtui Massacre getting rehabilitation) ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "চার্জশিট ফাইল হয়ে যাওয়ার পর চার্জশিটের কপি মামলার অন্য পক্ষকেও দেওয়া উচিত । কারণ তদন্ত হয়ে গেলে আর গোপনীয়তার কোনও ব্যাপার নেই । তদন্তে কী হল সেটা সবার জানা উচিত ।" পাশাপাশি জুভেনাইল বলে যে দু'জনকে নিম্ন আদালত ছেড়ে দিয়েছে সেই ব্যাপারে প্রধান বিচারপতি বিবেচনা করতে বলেছিলেন হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চকে । সে বিষয়েও সিবিআই কী পদক্ষেপ নিয়েছে তা জানাতেআবেদন জানান তিনি ।

আরও পড়ুন : 'সময় এলে ষড়যন্ত্রকারীদের নাম বলব', হুঁশিয়ারি বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেনের

আরেক মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, বগটুইয়ে ঘরছাড়াদের ব্যাপারে সিবিআই বা রাজ্য পুলিশ কী ব্যবস্থা নিয়েছে সেটা আদালতে জানানো হোক । এই সংক্রান্ত একটি 15 জনের নামের তালিকাও তিনি আদালতকে দেন । এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, 12 জন ইতিমধ্যেই বগটুই গ্রামে ফিরে এসেছেন । বাকিদের বাড়ি পুর্ননির্মাণ করার প্রক্রিয়া চলছে । সমস্তটার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে ।

পুনর্বাসন পাচ্ছেন বগটুইয়ের ঘরছাড়ারা

যদিও এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই মামলার কোনও রায়দান করেনি । পরে এই নির্দেশনামা হাইকোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি ।

কলকাতা, 11 জুলাই: বগটুইয়ের ঘটনায় যারা ঘর হারিয়েছেন, তাঁদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে । সোমবার হাইকোর্টে জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় । একই সঙ্গে এদিন সিবিআই জানিয়েছে, বগটুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুন এবং আগুনে একাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তদন্ত শেষ করে নিম্ন আদালতে চার্জশিট পেশ করা হয়েছে (Families who lost their home in Bagtui Massacre getting rehabilitation) ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "চার্জশিট ফাইল হয়ে যাওয়ার পর চার্জশিটের কপি মামলার অন্য পক্ষকেও দেওয়া উচিত । কারণ তদন্ত হয়ে গেলে আর গোপনীয়তার কোনও ব্যাপার নেই । তদন্তে কী হল সেটা সবার জানা উচিত ।" পাশাপাশি জুভেনাইল বলে যে দু'জনকে নিম্ন আদালত ছেড়ে দিয়েছে সেই ব্যাপারে প্রধান বিচারপতি বিবেচনা করতে বলেছিলেন হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চকে । সে বিষয়েও সিবিআই কী পদক্ষেপ নিয়েছে তা জানাতেআবেদন জানান তিনি ।

আরও পড়ুন : 'সময় এলে ষড়যন্ত্রকারীদের নাম বলব', হুঁশিয়ারি বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেনের

আরেক মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, বগটুইয়ে ঘরছাড়াদের ব্যাপারে সিবিআই বা রাজ্য পুলিশ কী ব্যবস্থা নিয়েছে সেটা আদালতে জানানো হোক । এই সংক্রান্ত একটি 15 জনের নামের তালিকাও তিনি আদালতকে দেন । এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, 12 জন ইতিমধ্যেই বগটুই গ্রামে ফিরে এসেছেন । বাকিদের বাড়ি পুর্ননির্মাণ করার প্রক্রিয়া চলছে । সমস্তটার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে ।

পুনর্বাসন পাচ্ছেন বগটুইয়ের ঘরছাড়ারা

যদিও এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই মামলার কোনও রায়দান করেনি । পরে এই নির্দেশনামা হাইকোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি ।

Last Updated : Jul 11, 2022, 9:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.