ETV Bharat / bharat

RSS Chief Mohan Bhagwat: '40 হাজার বছরের প্রাচীন অখণ্ড ভারতে সবার ডিএনএ এক', বার্তা আরএসএস প্রধানের - অখণ্ড ভারতে সবার ডিএনএ এক

ভারতীয়দের ঐক্যবদ্ধ করার আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ৷ দেশে যাঁরা রয়েছেন, তাঁরা সবাই হিন্দু ৷ হিন্দুত্বের উল্লেখ্যের পাশাপাশি অন্য ধর্মে রূপান্তরের বিষয়টিও উল্লেখ করেন তিনি (Mohan Bhagwat over Hindutva) ৷

Mohan Bhagwat
ETV Bharat
author img

By

Published : Nov 16, 2022, 7:33 AM IST

Updated : Nov 16, 2022, 8:09 AM IST

অম্বিকাপুর, 16 নভেম্বর: সব ভারতীয় 'হিন্দু' ৷ শুধু তাই নয়, সব ভারতীয়ের ডিএনএ এক । আবারও দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন ৷ দেশে কারও ধর্মীয় আচারঅনুষ্ঠানের পদ্ধতি বদলানোর কোনও প্রয়োজন নেই বলে মত ভাগবতের ৷

ভারতের 'বৈচিত্রের মধ্যে ঐক্য' (Unity in Diversity) একটা বহু পুরনো চিন্তাভাবনা ৷ হিন্দুত্বই একমাত্র চিন্তাধারা, যে সবাইকে গ্রহণ করে, বক্তৃতায় উল্লেখ করেন মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) ৷ তিনি আরও বলেন, "আমরা 1925 সাল (আরএসএসের প্রতিষ্ঠার সময়) থেকে জানিয়ে আসছি ভারতে যাঁরা বাস করছেন তাঁরা প্রত্যেকে হিন্দু ৷ বহু মানুষ দেশকে 'মাতৃভূমি' হিসেবে দেখেন ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য- এই ভাবধারাকে আশ্রয় করে অনেকে দেশে বাস করতে চান ৷ তাই অনেকে ধর্ম, জাত, বিশ্বাস, ভাষা, খাদ্যাভ্যাস নির্বিশেষে এবং তাঁরা যে আদর্শে অনুসরণ করেন, সব মিলিয়ে তাঁরা হিন্দুই ৷"

"হিন্দুত্বের আদর্শ বৈচিত্রকে স্বীকৃতি দেয় এবং মানুষের মধ্যে ঐক্যে বিশ্বাসী ৷ সারা দুনিয়ায় হিন্দুত্বই একমাত্র হাজার হাজার বছর ধরে বৈচিত্রকে ঐক্যবদ্ধ করেছে ৷ এটা সত্যি এবং দৃঢ়তার সঙ্গে আপনাদের এটা বলতে হবে ৷ এর উপর ভিত্তি করেই আমরা এক হতে পারি ৷ সঙ্ঘের কাজ প্রত্যেক নাগরিক এবং দেশের জাতীয় চরিত্র গঠন করা ৷ এটাই মানুষের মধ্যে একতা আনবে", বলেন ভাগবত ৷

আরও পড়ুন: জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের

তিনি জানান, সব ভারতীয়দের ডিএনএ-র উৎস এক পূর্বসূরির থেকে ৷ তাই বৈচিত্র থাকলেও সবাই এক ৷ প্রত্যেক ভারতীয় 40 হাজার বছরের পুরনো 'অখণ্ড ভারত'-এর অংশ ৷ তাদের মধ্যে একটি সাধারণ ডিএনএ রয়েছে (Akhand Bharat has common DNA) ৷ পূর্বসূরিদের সম্পর্কে তাঁর মত, "তাঁদের থেকে আমরা শিখেছি, প্রত্যেকের তাঁদের নিজের নিজের বিশ্বাস এবং আচারনিয়ম ধরে থাকা উচিত ৷ অন্যের বিশ্বাসকে রূপান্তর করার চেষ্টা ঠিক নয় ৷"

এই অনুষ্ঠানে তিনি সব ধর্মীয় বিশ্বাস, আচার-রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখার কথা বলেন ৷ এ প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, "আপনার ইচ্ছে পূরণ করুন, কিন্তু এতটাও স্বার্থপর হয়ে উঠবেন না, যাতে অন্যের ভালো থাকার বিষয়টি অবহেলা করতে হয় ৷" 97 বছরের পুরনো রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের লক্ষ্য মানুষকে এক করা এবং সত্যের পথে চালিত করা ৷ তাঁর বার্তা, "দূর থেকে সঙ্ঘকে দেখবেন না ৷ আপনার ব্যক্তিত্ব দেশের উপকারে লাগুক ৷ দেশ-সমাজের উন্নতিতে কাজ করুন ৷ স্বয়ংসেবক হয়ে এরকম জীবন যাপন করুন" ৷

আরও পড়ুন: দেশে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আরএসএস, দাবি মোহন ভগবতের

অম্বিকাপুর, 16 নভেম্বর: সব ভারতীয় 'হিন্দু' ৷ শুধু তাই নয়, সব ভারতীয়ের ডিএনএ এক । আবারও দাবি আরএসএস প্রধান মোহন ভাগবতের ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন ৷ দেশে কারও ধর্মীয় আচারঅনুষ্ঠানের পদ্ধতি বদলানোর কোনও প্রয়োজন নেই বলে মত ভাগবতের ৷

ভারতের 'বৈচিত্রের মধ্যে ঐক্য' (Unity in Diversity) একটা বহু পুরনো চিন্তাভাবনা ৷ হিন্দুত্বই একমাত্র চিন্তাধারা, যে সবাইকে গ্রহণ করে, বক্তৃতায় উল্লেখ করেন মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat) ৷ তিনি আরও বলেন, "আমরা 1925 সাল (আরএসএসের প্রতিষ্ঠার সময়) থেকে জানিয়ে আসছি ভারতে যাঁরা বাস করছেন তাঁরা প্রত্যেকে হিন্দু ৷ বহু মানুষ দেশকে 'মাতৃভূমি' হিসেবে দেখেন ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য- এই ভাবধারাকে আশ্রয় করে অনেকে দেশে বাস করতে চান ৷ তাই অনেকে ধর্ম, জাত, বিশ্বাস, ভাষা, খাদ্যাভ্যাস নির্বিশেষে এবং তাঁরা যে আদর্শে অনুসরণ করেন, সব মিলিয়ে তাঁরা হিন্দুই ৷"

"হিন্দুত্বের আদর্শ বৈচিত্রকে স্বীকৃতি দেয় এবং মানুষের মধ্যে ঐক্যে বিশ্বাসী ৷ সারা দুনিয়ায় হিন্দুত্বই একমাত্র হাজার হাজার বছর ধরে বৈচিত্রকে ঐক্যবদ্ধ করেছে ৷ এটা সত্যি এবং দৃঢ়তার সঙ্গে আপনাদের এটা বলতে হবে ৷ এর উপর ভিত্তি করেই আমরা এক হতে পারি ৷ সঙ্ঘের কাজ প্রত্যেক নাগরিক এবং দেশের জাতীয় চরিত্র গঠন করা ৷ এটাই মানুষের মধ্যে একতা আনবে", বলেন ভাগবত ৷

আরও পড়ুন: জনসংখ্যা নিয়ন্ত্রণে নীতি তৈরির পক্ষে সওয়াল আরএসএস প্রধান ভাগবতের

তিনি জানান, সব ভারতীয়দের ডিএনএ-র উৎস এক পূর্বসূরির থেকে ৷ তাই বৈচিত্র থাকলেও সবাই এক ৷ প্রত্যেক ভারতীয় 40 হাজার বছরের পুরনো 'অখণ্ড ভারত'-এর অংশ ৷ তাদের মধ্যে একটি সাধারণ ডিএনএ রয়েছে (Akhand Bharat has common DNA) ৷ পূর্বসূরিদের সম্পর্কে তাঁর মত, "তাঁদের থেকে আমরা শিখেছি, প্রত্যেকের তাঁদের নিজের নিজের বিশ্বাস এবং আচারনিয়ম ধরে থাকা উচিত ৷ অন্যের বিশ্বাসকে রূপান্তর করার চেষ্টা ঠিক নয় ৷"

এই অনুষ্ঠানে তিনি সব ধর্মীয় বিশ্বাস, আচার-রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখার কথা বলেন ৷ এ প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, "আপনার ইচ্ছে পূরণ করুন, কিন্তু এতটাও স্বার্থপর হয়ে উঠবেন না, যাতে অন্যের ভালো থাকার বিষয়টি অবহেলা করতে হয় ৷" 97 বছরের পুরনো রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের লক্ষ্য মানুষকে এক করা এবং সত্যের পথে চালিত করা ৷ তাঁর বার্তা, "দূর থেকে সঙ্ঘকে দেখবেন না ৷ আপনার ব্যক্তিত্ব দেশের উপকারে লাগুক ৷ দেশ-সমাজের উন্নতিতে কাজ করুন ৷ স্বয়ংসেবক হয়ে এরকম জীবন যাপন করুন" ৷

আরও পড়ুন: দেশে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আরএসএস, দাবি মোহন ভগবতের

Last Updated : Nov 16, 2022, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.