ETV Bharat / bharat

Etv Bharat Horoscope for 30th September: আজ পঞ্চমী, কীভাবে কাটবে দিন জানুন রাশিফলে - মেষ

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 30th September) ৷

Etv Bharat Horoscope for 30th September
রাশিফল
author img

By

Published : Sep 30, 2022, 12:01 AM IST

Etv Bharat Horoscope for 30th September
মেষ

মেষ: আজ আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হবে ৷ যা এমনিতে আপনার হয় না। এছাড়াও, হৃদয়ঘটিত বিষয়ে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ পরিস্থিতি আয়ত্বে চলে আসবে ৷ আপনি যদি যৌথভাবে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি অর্থের বৃদ্ধি দেখতে পাবেন।

Etv Bharat Horoscope for 30th September
বৃষ

বৃষ: আজ আপনি কাজ ও আলোচনার সময় ঝোঁকের বশে কিছু করে ফেলতে পারেন। চাপ ও ধকলের প্রভাব নিজের চিন্তাভাবনায় পড়তে দেবেন না ৷ হাতে থাকা কাজের দিকে নজর দিন। যদি মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ বিশ্রাম নিন, এমন গান শুনুন যা আপনার মনকে শান্তি দেবে।

Etv Bharat Horoscope for 30th September
মিথুন

মিথুন: আপনার সংবেদনশীলতার কারণে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং যেকোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর সময় নিজের অনুভূতিগুলি সংযত রাখার চেষ্টা করুন। আজ সাংসারিক ব্যাপারে নিজেকে জড়িত রাখবেন ৷ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। সব মিলিয়ে এটি একটি প্রগতিশীল দিন।

Etv Bharat Horoscope for 30th September
কর্কট

কর্কট: আজ দিনটা সামলানো বেশ কঠিন হতে চলেছে । আপনি নতুন নতুন উদ্যোগে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। তবে এই বিষয়ে খুব বেশী তাড়াহুড়ো বা দুশ্চিন্তা করার দরকার নেই। হাতে পড়ে থাকা কাজ শেষ হবে। ব্যবসায়িক লেনদেন ও চুক্তি সুসম্পন্ন হবে। ব্যবসা বা সাংসারিক কারণে অন্য স্থানে যেতে হতে পারে।

Etv Bharat Horoscope for 30th September
সিংহ

সিংহ: ঐকান্তিক প্রাণশক্তি আর অকপট মনোভাব, একসঙ্গে মিশে যাব সিংহ রাশির ব্যক্তিদের ৷ এটাই তাদের বিশেষত্ব। আপনার মধ্যেও এই বিশেষত্ব আছে, তাই আজ যদি উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটে তাতে অবাক হওয়ার কিছু নেই। সেটা বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে আবার কেরিয়ারের সাফল্যও হতে পারে। যাই হোক না কেন, আজ আপনার সামাজিক অবস্থান বিশেষভাবে উন্নতি হতে চলেছে।

Etv Bharat Horoscope for 30th September
কন্যা

কন্যা: দলপতি হিসাবে আপনি অত্যন্ত সফল এবং আপনার দল পরিচালনার দক্ষতা আজ বিশেষ প্রশংসা পাবে। বহু অপেক্ষার পর আজ প্রোমোশন পেতে পারেন ৷ সেইসঙ্গে অতিরিক্ত অর্থকড়ি আসারও সম্ভাবনা থাকবে। এই সবই আপনি অর্জন করতে চলেছেন কাজ ও সংসার সামলানোর মধ্যে সঠিক সামঞ্জস্য বজায় রাখার মাধ্যমে।

Etv Bharat Horoscope for 30th September
তুলা

তুলা: ‘খাল কেটে কুমির আনা’ কথাটা জানেন তো? আজ আপনি ঠিক এটাই করতে চলেছেন, অবশ্য অনিচ্ছাকৃতভাবে। বিশেষ করে যদি উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন, নিজের দোষেই সমস্যায় পড়তে পারেন। আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন ৷

Etv Bharat Horoscope for 30th September
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি খুব আত্নবিশ্বাসী । এমন কাজ হাতে নেওয়ার চেষ্টা করুন যার জন্য অসীম প্রচেষ্টার দরকার, আপনি সফল হতে পারবেন। আপনার কর্মশক্তি ও প্রফুল্ল স্বভাব অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে আর সকলকে হতবাক করে দেবে।

Etv Bharat Horoscope for 30th September
ধনু

ধনু: দু’জন ভিন্ন ব্যক্তির আলাদা মতামত থাকতেই পারে, কিন্তু তার জন্য ঝগড়ায় না জড়ানো ভালো । যেকোনও রকম দুর্ঘটনার বিষয়ে সাবধান থাকবেন। সন্ধ্যাটা প্রিয়জনদের নিয়ে কাটাবেন। সেইসঙ্গে সঙ্গী অথবা সঙ্গিনীর সাথে এক মনোরম নৈশভোজের প্রত্যাশাও রাখতে পারেন।

Etv Bharat Horoscope for 30th September
মকর

মকর: আজ আপনার আবেগ এতই কম থাকবে যে প্রেম ও রোম্যান্সের ক্ষেত্রে আজ দিনটি ঘটনাবিহীন কাটবে। আপনার প্রণয়ী হয়ত আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবেন ৷ কিন্তু আপনাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হবেন। ব্যবসায়ীরা নেটওয়ার্কিং-এর মাধ্যমে তাঁদের যোগাযোগ বাড়তে চাইবেন । ফলদায়ক উদ্দেশ্যর জন্য ভালো সম্পর্ক স্থাপন করুন ৷ কর্মক্ষেত্রে বুঝেশুনে কথা বলতে শিখুন, কেননা যাই বলবেন তা থেকেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জমে থাকা কাজগুলি সম্পন্ন করুন ৷

Etv Bharat Horoscope for 30th September
কুম্ভ

কুম্ভ: ক্যালেন্ডারে এই দিনটিকে চিহ্নিত করে রাখুন, কারণ এটা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। হাতে কিছু টাকা আসবে এবং আপনার শিক্ষা বা ব্যবসার জন্য যথাযথ আর্থিক সুরাহা পাওয়া যাবে।

Etv Bharat Horoscope for 30th September
মীন

মীন: আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে দিনটা একা একা না কাটিয়ে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কাটান। সেটা করলে আপনার দিনটা আনন্দময় ও উত্তেজনায় ভরপুর হতে পারবে। প্রিয়জনদের সঙ্গে মনে রাখার মত সময় উপভোগ করতে পারবেন ৷ পাশাপাশি ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থাও করে ফেলতে পারেন।

Etv Bharat Horoscope for 30th September
মেষ

মেষ: আজ আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হবে ৷ যা এমনিতে আপনার হয় না। এছাড়াও, হৃদয়ঘটিত বিষয়ে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ পরিস্থিতি আয়ত্বে চলে আসবে ৷ আপনি যদি যৌথভাবে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি অর্থের বৃদ্ধি দেখতে পাবেন।

Etv Bharat Horoscope for 30th September
বৃষ

বৃষ: আজ আপনি কাজ ও আলোচনার সময় ঝোঁকের বশে কিছু করে ফেলতে পারেন। চাপ ও ধকলের প্রভাব নিজের চিন্তাভাবনায় পড়তে দেবেন না ৷ হাতে থাকা কাজের দিকে নজর দিন। যদি মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ বিশ্রাম নিন, এমন গান শুনুন যা আপনার মনকে শান্তি দেবে।

Etv Bharat Horoscope for 30th September
মিথুন

মিথুন: আপনার সংবেদনশীলতার কারণে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং যেকোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর সময় নিজের অনুভূতিগুলি সংযত রাখার চেষ্টা করুন। আজ সাংসারিক ব্যাপারে নিজেকে জড়িত রাখবেন ৷ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। সব মিলিয়ে এটি একটি প্রগতিশীল দিন।

Etv Bharat Horoscope for 30th September
কর্কট

কর্কট: আজ দিনটা সামলানো বেশ কঠিন হতে চলেছে । আপনি নতুন নতুন উদ্যোগে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। তবে এই বিষয়ে খুব বেশী তাড়াহুড়ো বা দুশ্চিন্তা করার দরকার নেই। হাতে পড়ে থাকা কাজ শেষ হবে। ব্যবসায়িক লেনদেন ও চুক্তি সুসম্পন্ন হবে। ব্যবসা বা সাংসারিক কারণে অন্য স্থানে যেতে হতে পারে।

Etv Bharat Horoscope for 30th September
সিংহ

সিংহ: ঐকান্তিক প্রাণশক্তি আর অকপট মনোভাব, একসঙ্গে মিশে যাব সিংহ রাশির ব্যক্তিদের ৷ এটাই তাদের বিশেষত্ব। আপনার মধ্যেও এই বিশেষত্ব আছে, তাই আজ যদি উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটে তাতে অবাক হওয়ার কিছু নেই। সেটা বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে আবার কেরিয়ারের সাফল্যও হতে পারে। যাই হোক না কেন, আজ আপনার সামাজিক অবস্থান বিশেষভাবে উন্নতি হতে চলেছে।

Etv Bharat Horoscope for 30th September
কন্যা

কন্যা: দলপতি হিসাবে আপনি অত্যন্ত সফল এবং আপনার দল পরিচালনার দক্ষতা আজ বিশেষ প্রশংসা পাবে। বহু অপেক্ষার পর আজ প্রোমোশন পেতে পারেন ৷ সেইসঙ্গে অতিরিক্ত অর্থকড়ি আসারও সম্ভাবনা থাকবে। এই সবই আপনি অর্জন করতে চলেছেন কাজ ও সংসার সামলানোর মধ্যে সঠিক সামঞ্জস্য বজায় রাখার মাধ্যমে।

Etv Bharat Horoscope for 30th September
তুলা

তুলা: ‘খাল কেটে কুমির আনা’ কথাটা জানেন তো? আজ আপনি ঠিক এটাই করতে চলেছেন, অবশ্য অনিচ্ছাকৃতভাবে। বিশেষ করে যদি উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন, নিজের দোষেই সমস্যায় পড়তে পারেন। আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন ৷

Etv Bharat Horoscope for 30th September
বৃশ্চিক

বৃশ্চিক: আপনি খুব আত্নবিশ্বাসী । এমন কাজ হাতে নেওয়ার চেষ্টা করুন যার জন্য অসীম প্রচেষ্টার দরকার, আপনি সফল হতে পারবেন। আপনার কর্মশক্তি ও প্রফুল্ল স্বভাব অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে আর সকলকে হতবাক করে দেবে।

Etv Bharat Horoscope for 30th September
ধনু

ধনু: দু’জন ভিন্ন ব্যক্তির আলাদা মতামত থাকতেই পারে, কিন্তু তার জন্য ঝগড়ায় না জড়ানো ভালো । যেকোনও রকম দুর্ঘটনার বিষয়ে সাবধান থাকবেন। সন্ধ্যাটা প্রিয়জনদের নিয়ে কাটাবেন। সেইসঙ্গে সঙ্গী অথবা সঙ্গিনীর সাথে এক মনোরম নৈশভোজের প্রত্যাশাও রাখতে পারেন।

Etv Bharat Horoscope for 30th September
মকর

মকর: আজ আপনার আবেগ এতই কম থাকবে যে প্রেম ও রোম্যান্সের ক্ষেত্রে আজ দিনটি ঘটনাবিহীন কাটবে। আপনার প্রণয়ী হয়ত আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবেন ৷ কিন্তু আপনাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হবেন। ব্যবসায়ীরা নেটওয়ার্কিং-এর মাধ্যমে তাঁদের যোগাযোগ বাড়তে চাইবেন । ফলদায়ক উদ্দেশ্যর জন্য ভালো সম্পর্ক স্থাপন করুন ৷ কর্মক্ষেত্রে বুঝেশুনে কথা বলতে শিখুন, কেননা যাই বলবেন তা থেকেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জমে থাকা কাজগুলি সম্পন্ন করুন ৷

Etv Bharat Horoscope for 30th September
কুম্ভ

কুম্ভ: ক্যালেন্ডারে এই দিনটিকে চিহ্নিত করে রাখুন, কারণ এটা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। হাতে কিছু টাকা আসবে এবং আপনার শিক্ষা বা ব্যবসার জন্য যথাযথ আর্থিক সুরাহা পাওয়া যাবে।

Etv Bharat Horoscope for 30th September
মীন

মীন: আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে দিনটা একা একা না কাটিয়ে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কাটান। সেটা করলে আপনার দিনটা আনন্দময় ও উত্তেজনায় ভরপুর হতে পারবে। প্রিয়জনদের সঙ্গে মনে রাখার মত সময় উপভোগ করতে পারবেন ৷ পাশাপাশি ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থাও করে ফেলতে পারেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.