ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 29th June: কোন স্বভাবের জন্য সাফল্য ? জানুন রাশিফলে - horoscope 2

দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ শেষ হবে কারোর ৷ আবার কেউ নতুন উদ্যোমে শুরু করবেন সব কিছু ৷ কী রয়েছে আপনার ভাগ্যে, তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 29th June) ৷

ETV Bharat Horoscope
চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে
author img

By

Published : Jun 29, 2022, 12:01 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ : আপনি সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতাও কাজে প্রকাশ পাবে ৷ তার ফলে আপনি সফল হবেন। আপনি উচ্চাকাঙ্খী, কিন্তু খুব বেশি কাজ হাতে নেবেন না যা সামলানো অসম্ভব । আপনার দক্ষতায় বিশ্বাস রাখুন ৷ পরিশ্রম করুন ও দৈবে আস্থা রাখুন। আপনার তথ্য অনুসন্ধানের স্বভাব আপনার ও আপনার ভালবাসার মানুষের মধ্যে এক বুদ্ধিদীপ্ত সংযোগ স্থাপন করবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোয় মন বেশ আনন্দে থাকবে । আর্থিক বৃদ্ধির চেষ্টা করেবন আজ ৷ অপ্রত্যাশিত কিছু উপার্জনের আশা করবেন।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ : কেনাকাটা করার সময় ভেবে চিন্তে কেনাকাটা করুন ৷ অর্থ ব্যয় আটকানো আপনার জন্য বেশ কঠিন। আপনাকে কেউ দমিয়ে রাখতে পারে না তবে আজ যদি কেউ আপনাকে হুকুম করে তাহলে তার জন্য ভাল হবে না ৷ বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনি আজকে বিরাট অর্থ খরচ করবেন ৷ উদারচিত্তে খরচ করার থেকেও বেশি। বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় সমস্ত পদ্ধতি মেনে কাজ করবেন ৷ যাতে কর্মক্ষেত্রে সমস্যায় না পড়তে হয় ৷

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন : আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে আরও ভাল কাজ করতে উৎসাহিত করবে । সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ হওয়া আপনার সঙ্কল্পকে আরও দৃঢ় করে তুলবে। সেরা হওয়ার বাসনা আপনাকে সেই সকল বিষয়ে আগ্রহী করে তোলে যা কিনা আপনার উন্নতিতে সাহায্য করে। আপনি নতুন বিষয় পড়তে পারেন । প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি আপনার জন্য একইরকম ভাল। সব মিলিয়ে আজ আপনি খুব ভাল মেজাজে থাকবেন।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট : আপনি যদি স্টকব্রোকার হন তাহলে আপনার মনে হতে পারে যে আপনার সময় খুব একটা ভাল যাচ্ছে না। নির্মাতাদের নতুন পণ্য বাজারে নিয়ে আসা পিছিয়ে দিতে হবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আপনি যখন পণ্যটি বাজারে নিয়ে আসবেন, তখন তার ভক্তসংখ্যা বিশাল হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত নন। আপনি এমন সব কাজে শক্তি ও সময় খরচ করবেন যা অবিলম্বে না করলেও চলে ৷ ফলে জরুরি কাজগুলি ক্ষতিগ্রস্থ হবে।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ : আপনার সহযোগী ও অমায়িক স্বভাব আজকে সকলকে প্রভাবিত করবে । আপনি সমমনোভাবাপন্ন লোকজনের সান্নিধ্যে আসবেন । আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে আছে ৷ আজ আপনার উপার্জন বাড়তে পারে ৷ এই সুযোগ হাতছাড়া করবেন না ৷ আজকের দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । আজকে কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতার কারণে আপনি প্রশংসা পাবেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: বাধাবিপত্তির জন্য মনমরা হয়ে পড়বেন না ৷ কেননা এর জন্য আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন । কাজ সুষ্ঠভাবে শেষ করার ক্ষেত্রে আপনার যৌক্তিক ক্ষমতা ও বিচারবুদ্ধি আপনাকে সাহায্য করবে । আপনার প্রাত্যহিক রুটিন ভাল করে গুছিয়ে নিন ৷ জটিল সমস্যা সমাধানের জন্য আরও ভাল কৌশল খুঁজে বার করুন। বুদ্ধি, প্রতিভা ও আপনার কাছে আসা সুযোগ ব্যবহার কারলে আপনিও আজকে অবশ্যই অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা : আপনি আজ দারুণ খুশী ৷ আপনার সঙ্গীকে খুশি করতে যা কিছু প্রয়োজন তা করতে প্রস্তুত । আপনার প্রিয়জনের সঙ্গে একটি দুর্দান্ত সন্ধ্যা কাটাতে পেরে সন্তুষ্ট হবেন । আপনার আর্থিক অগ্রগতির জন্য আপনি ভাগ্য এবং অন্যদের উপর নির্ভর করতে পারেন । তবে, আপনার প্রচেষ্টাটি আজকের দিনের জন্য আপনার আর্থিক সাফল্যে খুব বেশি অবদান রাখতে নাও পারে। আনন্দ করুন কারণ আপনি কর্মক্ষেত্রে আপনার পারিশ্রমিক নিয়ে আলোচনা করতে পারেন । এটি আপনাকে চাকরিতে সুরক্ষিত বোধ করতে পারে ৷ আপনার উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যাবে।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক : কর্মক্ষেত্রে নানা ঘটনার প্রবাহ হয়ত আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে। একই সময়ে নানা কাজের ফলে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে তা হয়ত আপনি সামলাতে পারবেন না। কিন্তু আপনার সহনশীলতার কারণে আপনি হয়ত লড়াকু হয়ে উঠবেন। আপনাকে ধীরস্থির ভাবে একবারে সমস্যার সমাধান করতে বলা হচ্ছে। ইতিবাচক ও আশাবাদী ভাবনাচিন্তা আপনার খুবই উপকার করবে ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু : আজকে সবার মন জয় করে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন । অন্যদের মন নিয়ে আপনার যে মতামত, তা নিয়ে আপনি বই লিখে ফেলতে পারেন! প্রেমের যুদ্ধক্ষেত্রে আপনি নতুন করে আপনার সঙ্গীর মন জয় করবেন ৷ হয়ত বা সুন্দর কোনও নাচের মাধ্যমে । নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দূরত্বও বেড়ে যেতে পারে। ভালবাসার মানুষটির প্রতি অমায়িক থাকুন ও তার দিকে মনোযোগ দিন, তাতে অবশ্যই আপনার লাভ হবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর : কাজের চাপ হয়ত আপনার প্রাণশক্তি নিঃশেষ করে আপনাকে ক্লান্ত ও অবসন্ন করে তুলবে ৷ কিন্তু এই অলস অবস্থা আপনার সুনামের ক্ষতি করার আগেই আপনি তার থেকে বেরিয়ে আসবেন। মিটিংয়ে মনোযোগ দিলে ভবিষ্যতে আপনার লাভ হবে ৷ আজকের দিনের আপনার মন্ত্র হল স্বাস্থ্যই সম্পদ । আপনি নিজের বিষেয় সচেতন থাকবেন ৷ কেননা সম্প্রতি দীর্ঘক্ষণ কাজ করার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হয়েছিল।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ : আপনি যোগাযোগ স্থাপনে দক্ষ এবং সবসময়ের মতো আজকেও তার সাহায্য পাবেন । কিন্তু, সমস্যা একটাই আপনার আবেগ আপনি নিজেই স্পষ্টভাবে বোঝেন না ৷ নিজের আবেগ-অনুভূতি স্পষ্টভাবে বোঝা নিশ্চিত করুন ৷ এই বিভ্রান্তির ভিত্তিতে কোনও সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না । আর্থিক বিষয়ে আপনার সহজাত বুদ্ধি প্রখর থাকবে ৷ কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা করলে মাথা ঘেঁটে যেতে পারে ।

ETV Bharat Horoscope
মীন

মীন : কর্মক্ষেত্রে যারা পদোন্নতি চাইছেন তাঁদের জন্য এটি সঠিক সময় । ফ্রিলান্সারদের হাতে কোনও চিত্তাকর্ষক কাজ এসে পড়তে পারে । ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়ার সম্ভাবনা আছে আজ । ব্যক্তিগত জীবনে কোনও দ্বন্দ্বের ইঙ্গিত নেই। আপনার মাথা যুক্তিযুক্ত ভাবেই চিন্তা করবে ৷ কিন্তু আপনি মনের কথা শুনেই কাজ করবেন । এর ফলে আপনার উদ্যম দিশা হারাতে পারে ও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ : আপনি সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতাও কাজে প্রকাশ পাবে ৷ তার ফলে আপনি সফল হবেন। আপনি উচ্চাকাঙ্খী, কিন্তু খুব বেশি কাজ হাতে নেবেন না যা সামলানো অসম্ভব । আপনার দক্ষতায় বিশ্বাস রাখুন ৷ পরিশ্রম করুন ও দৈবে আস্থা রাখুন। আপনার তথ্য অনুসন্ধানের স্বভাব আপনার ও আপনার ভালবাসার মানুষের মধ্যে এক বুদ্ধিদীপ্ত সংযোগ স্থাপন করবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোয় মন বেশ আনন্দে থাকবে । আর্থিক বৃদ্ধির চেষ্টা করেবন আজ ৷ অপ্রত্যাশিত কিছু উপার্জনের আশা করবেন।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ : কেনাকাটা করার সময় ভেবে চিন্তে কেনাকাটা করুন ৷ অর্থ ব্যয় আটকানো আপনার জন্য বেশ কঠিন। আপনাকে কেউ দমিয়ে রাখতে পারে না তবে আজ যদি কেউ আপনাকে হুকুম করে তাহলে তার জন্য ভাল হবে না ৷ বিপরীত লিঙ্গের মানুষের জন্য আপনি আজকে বিরাট অর্থ খরচ করবেন ৷ উদারচিত্তে খরচ করার থেকেও বেশি। বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় সমস্ত পদ্ধতি মেনে কাজ করবেন ৷ যাতে কর্মক্ষেত্রে সমস্যায় না পড়তে হয় ৷

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন : আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে আরও ভাল কাজ করতে উৎসাহিত করবে । সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ হওয়া আপনার সঙ্কল্পকে আরও দৃঢ় করে তুলবে। সেরা হওয়ার বাসনা আপনাকে সেই সকল বিষয়ে আগ্রহী করে তোলে যা কিনা আপনার উন্নতিতে সাহায্য করে। আপনি নতুন বিষয় পড়তে পারেন । প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি আপনার জন্য একইরকম ভাল। সব মিলিয়ে আজ আপনি খুব ভাল মেজাজে থাকবেন।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট : আপনি যদি স্টকব্রোকার হন তাহলে আপনার মনে হতে পারে যে আপনার সময় খুব একটা ভাল যাচ্ছে না। নির্মাতাদের নতুন পণ্য বাজারে নিয়ে আসা পিছিয়ে দিতে হবে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আপনি যখন পণ্যটি বাজারে নিয়ে আসবেন, তখন তার ভক্তসংখ্যা বিশাল হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত নন। আপনি এমন সব কাজে শক্তি ও সময় খরচ করবেন যা অবিলম্বে না করলেও চলে ৷ ফলে জরুরি কাজগুলি ক্ষতিগ্রস্থ হবে।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ : আপনার সহযোগী ও অমায়িক স্বভাব আজকে সকলকে প্রভাবিত করবে । আপনি সমমনোভাবাপন্ন লোকজনের সান্নিধ্যে আসবেন । আর্থিক দিক থেকে নক্ষত্র আপনার অনুকূলে আছে ৷ আজ আপনার উপার্জন বাড়তে পারে ৷ এই সুযোগ হাতছাড়া করবেন না ৷ আজকের দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । আজকে কর্মক্ষেত্রে আপনার কূটনৈতিক দক্ষতার কারণে আপনি প্রশংসা পাবেন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: বাধাবিপত্তির জন্য মনমরা হয়ে পড়বেন না ৷ কেননা এর জন্য আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন । কাজ সুষ্ঠভাবে শেষ করার ক্ষেত্রে আপনার যৌক্তিক ক্ষমতা ও বিচারবুদ্ধি আপনাকে সাহায্য করবে । আপনার প্রাত্যহিক রুটিন ভাল করে গুছিয়ে নিন ৷ জটিল সমস্যা সমাধানের জন্য আরও ভাল কৌশল খুঁজে বার করুন। বুদ্ধি, প্রতিভা ও আপনার কাছে আসা সুযোগ ব্যবহার কারলে আপনিও আজকে অবশ্যই অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা : আপনি আজ দারুণ খুশী ৷ আপনার সঙ্গীকে খুশি করতে যা কিছু প্রয়োজন তা করতে প্রস্তুত । আপনার প্রিয়জনের সঙ্গে একটি দুর্দান্ত সন্ধ্যা কাটাতে পেরে সন্তুষ্ট হবেন । আপনার আর্থিক অগ্রগতির জন্য আপনি ভাগ্য এবং অন্যদের উপর নির্ভর করতে পারেন । তবে, আপনার প্রচেষ্টাটি আজকের দিনের জন্য আপনার আর্থিক সাফল্যে খুব বেশি অবদান রাখতে নাও পারে। আনন্দ করুন কারণ আপনি কর্মক্ষেত্রে আপনার পারিশ্রমিক নিয়ে আলোচনা করতে পারেন । এটি আপনাকে চাকরিতে সুরক্ষিত বোধ করতে পারে ৷ আপনার উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যাবে।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক : কর্মক্ষেত্রে নানা ঘটনার প্রবাহ হয়ত আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে। একই সময়ে নানা কাজের ফলে যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হবে তা হয়ত আপনি সামলাতে পারবেন না। কিন্তু আপনার সহনশীলতার কারণে আপনি হয়ত লড়াকু হয়ে উঠবেন। আপনাকে ধীরস্থির ভাবে একবারে সমস্যার সমাধান করতে বলা হচ্ছে। ইতিবাচক ও আশাবাদী ভাবনাচিন্তা আপনার খুবই উপকার করবে ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু : আজকে সবার মন জয় করে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন । অন্যদের মন নিয়ে আপনার যে মতামত, তা নিয়ে আপনি বই লিখে ফেলতে পারেন! প্রেমের যুদ্ধক্ষেত্রে আপনি নতুন করে আপনার সঙ্গীর মন জয় করবেন ৷ হয়ত বা সুন্দর কোনও নাচের মাধ্যমে । নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দূরত্বও বেড়ে যেতে পারে। ভালবাসার মানুষটির প্রতি অমায়িক থাকুন ও তার দিকে মনোযোগ দিন, তাতে অবশ্যই আপনার লাভ হবে ।

ETV Bharat Horoscope
মকর

মকর : কাজের চাপ হয়ত আপনার প্রাণশক্তি নিঃশেষ করে আপনাকে ক্লান্ত ও অবসন্ন করে তুলবে ৷ কিন্তু এই অলস অবস্থা আপনার সুনামের ক্ষতি করার আগেই আপনি তার থেকে বেরিয়ে আসবেন। মিটিংয়ে মনোযোগ দিলে ভবিষ্যতে আপনার লাভ হবে ৷ আজকের দিনের আপনার মন্ত্র হল স্বাস্থ্যই সম্পদ । আপনি নিজের বিষেয় সচেতন থাকবেন ৷ কেননা সম্প্রতি দীর্ঘক্ষণ কাজ করার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হয়েছিল।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ : আপনি যোগাযোগ স্থাপনে দক্ষ এবং সবসময়ের মতো আজকেও তার সাহায্য পাবেন । কিন্তু, সমস্যা একটাই আপনার আবেগ আপনি নিজেই স্পষ্টভাবে বোঝেন না ৷ নিজের আবেগ-অনুভূতি স্পষ্টভাবে বোঝা নিশ্চিত করুন ৷ এই বিভ্রান্তির ভিত্তিতে কোনও সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না । আর্থিক বিষয়ে আপনার সহজাত বুদ্ধি প্রখর থাকবে ৷ কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা করলে মাথা ঘেঁটে যেতে পারে ।

ETV Bharat Horoscope
মীন

মীন : কর্মক্ষেত্রে যারা পদোন্নতি চাইছেন তাঁদের জন্য এটি সঠিক সময় । ফ্রিলান্সারদের হাতে কোনও চিত্তাকর্ষক কাজ এসে পড়তে পারে । ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়ার সম্ভাবনা আছে আজ । ব্যক্তিগত জীবনে কোনও দ্বন্দ্বের ইঙ্গিত নেই। আপনার মাথা যুক্তিযুক্ত ভাবেই চিন্তা করবে ৷ কিন্তু আপনি মনের কথা শুনেই কাজ করবেন । এর ফলে আপনার উদ্যম দিশা হারাতে পারে ও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.