ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 27th Dec: নক্ষত্রের অবস্থানের নিরিখে প্রেমজীবন ঘটনাবহুল কাদের, জানুন রাশিফলে

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 27th Dec) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Dec 27, 2022, 12:02 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাইবেন ৷ কোয়ালিটি টাইম কাটানোয় দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিত হবে । আর্থিক ক্ষেত্রে হয়ত আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে । আর্থিক সমস্যা কেটে যাওয়ায় টাকা-পয়সার দিক থেকে আপনি বেশ ভালো অবস্থানে থাকবেন । পেশাগত ক্ষেত্রে আপনি অন্যদের সাহায্য করবেন, সেরকমই অন্যদের কাছ থেকে উপদেশ নিতেও চাইবেন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করতে পারেন । কাজের ক্ষেত্রে আপনি উপার্জনের উৎসগুলির দিকে মন দিতে পারেন । এর ফলে, টাকা-পয়সার দিক থেকেও আপনি অন্যের বদলে নিজের উপর বেশি নির্ভর করতে পারবেন । পেশাগত ক্ষেত্রে আপনাকে হয়ত অনেক মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হতে পারে । খুব বেশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে সহজ ও দ্রুতভাবে যোগাযোগ করতে পারবেন সকলের সঙ্গে । যদিও, আপনার নিজের জন্য বিশ্রামের সময় পাওয়া কঠিন হবে আজ ৷

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: প্রিয়তমের মানসিক সমর্থন পাবেন । আপনার প্রিয় মানুষের সান্নিধ্যে প্রেম জীবন ঘটনাবহুল হয়ে উঠতে পারে । সৃজনশীল ও রোম্যান্টিক কার্যকলাপ আপনার মেজাজ প্রফুল্ল করে তুলতে পারে । সুখকে বরণ করে নিন, তাহলে আপনার কাছে আরও বেশি অর্থ আসবে । আর্থিক সাফল্য উদযাপন করুন ৷ যাতে দেবী লক্ষ্মী আপনাকে আরও দৌলত দিতে পারেন । অফিসে আপনি আপনার সহকর্মীদের সাহায্য নিয়ে কঠিন কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন । কাজ সংক্রান্ত সফরের ইঙ্গিত আছে । অফিসে কর্মব্যস্ত দিন কাটানোয় সন্ধ্যাবেলায় পরিশ্রান্ত হয়ে পড়বেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার সঙ্গী আজ হয়ত আপনাকে উপেক্ষা করতে পারেন ৷ কাজেই আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ৷ সমঝোতা ভালো ও মসৃণ সম্পর্ক তৈরি করার একমাত্র রাস্তা । আর্থিক ক্ষেত্রে, আপনার কাছের লোকজন, বিশেষত আপনার ব্যবসায়িক অংশীদার বা জীবনসঙ্গী আপনাকে সাহায্যে করতে এগিয়ে আসবেন । কর্মক্ষেত্রে প্রয়োজনীয় কাজকর্ম বিলম্ব হতে পারে ৷ কাজেই আজকের দিনে কোনও কাজের পরিকল্পনা করবেন না । আপনার ক্ষমতা ও সীমা অনুযায়ী কাজ হাতে নিন ৷ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনার অহংবোধকে দূরে সরিয়ে আপনার জীবনসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেবেন । এরফলে আপনাদের বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে । আর্থিক লাভের জন্য মন উদার রাখুন ও নমনীয় থাকুন ৷ যাতে ভালো প্রস্তাব গ্রহণ করতে পারেন । উপার্জন বাড়াতে চাইলে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করুন । পেশার ক্ষেত্রে আপনি হয়ত শক্তি সঞ্চয়ের মেজাজে থাকবেন । কর্মক্ষেত্রে বাদানুনাদ থেকে দূরে থাকুন । পরচর্চায় জড়িত হওয়ার সম্ভাবনা আছে ৷ কাজেই আপনার মনোনিবেশ শক্তিকে বাড়ান ৷

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আজ জীবনসঙ্গীর সঙ্গে কিছু উপভোগ্য মুহূর্তে কাটাবেন । আপনার কাজের প্রতি দায়িত্বজ্ঞান, আপনার সঙ্গীর প্রশংসা পাবে । আর্থিক ক্ষেত্রে আপনি বাজে অভ্যাসের জন্য খরচ করা অর্থের পরিমাণ হিসাব করে দেখবেন ৷ কষ্টার্জিত অর্থের মূল্য বুঝতে পারবেন । এর ফলে আপনার সঞ্চয়ের চেষ্টা বাড়বে । কর্মক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন আপনার দৃষ্টি আকর্ষণ করবে । আপনার পরিকল্পনাগুলিকে কার্যে পরিণত করুন ৷ কিন্তু তাড়াহুড়ো করবেন না । কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে লাভজনক ফল পাওয়া যেতে পারে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আপনি হয়ত আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাইবেন । আপনার অনুভূতির কথা মুখ ফুটে বলবেন এবং আপনার সৃজনশীল ক্ষমতা প্রকাশ পাবে । যে ব্যক্তিরা স্টক ও শেয়ার বা সম্পত্তি নিয়ে লেনদেন করেন, তাদের আবার বিনিয়োগের প্রয়োজন হতে পারে । ফাটকা খেলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না । আপনার কার্য সম্পাদনের দক্ষতা প্রশংসিত হবে ৷ আপনি কর্মক্ষেত্রে সবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন । গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি সহকর্মীদের মতামতগুলি বিবেচনা করবেন ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন । আপনার মন খারাপের সময় আপনার প্রিয় মানুষের সান্নিধ্য আনন্দ ও মানসিক সন্তুষ্টি এনে দিতে পারে । আর্থিক ক্ষেত্রে যা হচ্ছে তা হতে দিতে হবে ৷ জীবনের সেরাটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে । আপনার অর্থকে অবশ্যই ফলদায়ক কার্যকলাপে কাজে লাগান । অফিসে আপনার দায়িত্ব নেওয়ার মতো উদ্যম থাকবে না । গভীর চিন্তা থেকে বিরত থাকুন ও আপনার কাজে তার প্রভাব পড়তে দেবেন না ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভাগ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে । ভালোবাসার মানুষকে খুশি করতে আপনার মাথায় বেশ কিছু রোম্যান্টিক চিন্তা-ভাবনা আসতে পারে । এর ফলে নিজের অনুভূতিগুলি প্রকাশ করা বেশ সহজ হয়ে যেতে পারে । স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে পারেন । ভাই-বোন ও সহকর্মীদের কাজে আপনি লাভবান হতে পারেন । কর্মক্ষেত্রে হাল না ছাড়ার মনোভাব আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারে । ভালোভাবে প্রোজেক্ট শেষ করার জন্য আপনি ঊর্ধ্বতনদের দ্বারা প্রশংসিত হতে পারেন । হাসিখুশি স্বভাবের জন্য ভবিষ্যতে আপনার আরও দায়িত্ব পেতে সুবিধা হতে পারে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আজ আবেগজনিত জটিলতা সামলানো কঠিন হয়ে উঠতে পারে ৷ সাংসারিক জীবন একঘেয়ে ও নিস্তেজ মনে হতে পারে । যদিও বিনোদনমূলক কার্যকলাপে সময় কাটালে সম্পর্কের টান বজায় থাকবে । অর্থ আপনার জীবনের বেশিভাগটাই নির্ধারণ করে ৷ অর্থের অভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর্থিক ক্ষেত্রে যেহেতু নক্ষত্র আপনার সহায় থাকবে, এই সময়কে কাজে লাগিয়ে আপনার আয় বাড়িয়ে তুলুন । আপনার যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে লোকজনকে প্রভাবিত করার ক্ষেত্রে কাজে আসবে । আপনার ব্যবহারিক সিদ্ধান্তগুলি যে বিচক্ষণ ও যুক্তিসঙ্গত তা আপনি নিশ্চিত করবেন, যার ফলে সাফল্য পাবেন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজ সারাদিন আপনি ফুর্তির মেজাজে থাকবেন, যা কিনা আপনার প্রেম জীবনকে আকর্ষণীয় করে তুলবে । টাকাপয়সার ক্ষেত্রে আপনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারবেন । অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করার ফলে আপনি উপার্জনের আরও রাস্তা এবং আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন । পেশাগত দিকে, নতুন প্রকল্প শুরু করার জন্য আজ ভালো দিন । আপনার প্রতিভা, চিন্তাভাবনা ও লোকের সঙ্গে কথাবার্তা ও যোগাযোগের দক্ষতার সাহায্যে আপনি পরিচালনা জাতীয় কাজগুলি সাফল্যের সঙ্গে সামলাতে পারবেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে । মনের কথা খুলে বললে বিষয়গুলি মিটমাট করে ফেলতে পারেবন । আগামিদিনে পরিশ্রম বা প্রতিভার প্রতিদান পেতে পারেন ৷ কাজেই আর্থিক বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন । কর্মক্ষেত্রে তুচ্ছ বিষয়ের করণে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হতে পারে । একাগ্রচিত্তে কাজে মনোনিবেশ করুন ৷ যাই হোক, ভুল কাজ শুধরে নেওয়ার ও উৎকর্ষতা নিশ্চিত করার জন্য আজ ভালো দিন।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাইবেন ৷ কোয়ালিটি টাইম কাটানোয় দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিত হবে । আর্থিক ক্ষেত্রে হয়ত আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে । আর্থিক সমস্যা কেটে যাওয়ায় টাকা-পয়সার দিক থেকে আপনি বেশ ভালো অবস্থানে থাকবেন । পেশাগত ক্ষেত্রে আপনি অন্যদের সাহায্য করবেন, সেরকমই অন্যদের কাছ থেকে উপদেশ নিতেও চাইবেন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করতে পারেন । কাজের ক্ষেত্রে আপনি উপার্জনের উৎসগুলির দিকে মন দিতে পারেন । এর ফলে, টাকা-পয়সার দিক থেকেও আপনি অন্যের বদলে নিজের উপর বেশি নির্ভর করতে পারবেন । পেশাগত ক্ষেত্রে আপনাকে হয়ত অনেক মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হতে পারে । খুব বেশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে সহজ ও দ্রুতভাবে যোগাযোগ করতে পারবেন সকলের সঙ্গে । যদিও, আপনার নিজের জন্য বিশ্রামের সময় পাওয়া কঠিন হবে আজ ৷

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: প্রিয়তমের মানসিক সমর্থন পাবেন । আপনার প্রিয় মানুষের সান্নিধ্যে প্রেম জীবন ঘটনাবহুল হয়ে উঠতে পারে । সৃজনশীল ও রোম্যান্টিক কার্যকলাপ আপনার মেজাজ প্রফুল্ল করে তুলতে পারে । সুখকে বরণ করে নিন, তাহলে আপনার কাছে আরও বেশি অর্থ আসবে । আর্থিক সাফল্য উদযাপন করুন ৷ যাতে দেবী লক্ষ্মী আপনাকে আরও দৌলত দিতে পারেন । অফিসে আপনি আপনার সহকর্মীদের সাহায্য নিয়ে কঠিন কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন । কাজ সংক্রান্ত সফরের ইঙ্গিত আছে । অফিসে কর্মব্যস্ত দিন কাটানোয় সন্ধ্যাবেলায় পরিশ্রান্ত হয়ে পড়বেন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার সঙ্গী আজ হয়ত আপনাকে উপেক্ষা করতে পারেন ৷ কাজেই আবেগকে নিয়ন্ত্রণে রাখুন ৷ সমঝোতা ভালো ও মসৃণ সম্পর্ক তৈরি করার একমাত্র রাস্তা । আর্থিক ক্ষেত্রে, আপনার কাছের লোকজন, বিশেষত আপনার ব্যবসায়িক অংশীদার বা জীবনসঙ্গী আপনাকে সাহায্যে করতে এগিয়ে আসবেন । কর্মক্ষেত্রে প্রয়োজনীয় কাজকর্ম বিলম্ব হতে পারে ৷ কাজেই আজকের দিনে কোনও কাজের পরিকল্পনা করবেন না । আপনার ক্ষমতা ও সীমা অনুযায়ী কাজ হাতে নিন ৷ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: আপনার অহংবোধকে দূরে সরিয়ে আপনার জীবনসঙ্গীর সিদ্ধান্ত মেনে নেবেন । এরফলে আপনাদের বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে । আর্থিক লাভের জন্য মন উদার রাখুন ও নমনীয় থাকুন ৷ যাতে ভালো প্রস্তাব গ্রহণ করতে পারেন । উপার্জন বাড়াতে চাইলে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করুন । পেশার ক্ষেত্রে আপনি হয়ত শক্তি সঞ্চয়ের মেজাজে থাকবেন । কর্মক্ষেত্রে বাদানুনাদ থেকে দূরে থাকুন । পরচর্চায় জড়িত হওয়ার সম্ভাবনা আছে ৷ কাজেই আপনার মনোনিবেশ শক্তিকে বাড়ান ৷

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: আজ জীবনসঙ্গীর সঙ্গে কিছু উপভোগ্য মুহূর্তে কাটাবেন । আপনার কাজের প্রতি দায়িত্বজ্ঞান, আপনার সঙ্গীর প্রশংসা পাবে । আর্থিক ক্ষেত্রে আপনি বাজে অভ্যাসের জন্য খরচ করা অর্থের পরিমাণ হিসাব করে দেখবেন ৷ কষ্টার্জিত অর্থের মূল্য বুঝতে পারবেন । এর ফলে আপনার সঞ্চয়ের চেষ্টা বাড়বে । কর্মক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন আপনার দৃষ্টি আকর্ষণ করবে । আপনার পরিকল্পনাগুলিকে কার্যে পরিণত করুন ৷ কিন্তু তাড়াহুড়ো করবেন না । কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে লাভজনক ফল পাওয়া যেতে পারে ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: আপনি হয়ত আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাইবেন । আপনার অনুভূতির কথা মুখ ফুটে বলবেন এবং আপনার সৃজনশীল ক্ষমতা প্রকাশ পাবে । যে ব্যক্তিরা স্টক ও শেয়ার বা সম্পত্তি নিয়ে লেনদেন করেন, তাদের আবার বিনিয়োগের প্রয়োজন হতে পারে । ফাটকা খেলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না । আপনার কার্য সম্পাদনের দক্ষতা প্রশংসিত হবে ৷ আপনি কর্মক্ষেত্রে সবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন । গুরুত্বপূর্ণ বৈঠকে আপনি সহকর্মীদের মতামতগুলি বিবেচনা করবেন ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: আপনার পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে আপনি সুন্দর সময় কাটাবেন । আপনার মন খারাপের সময় আপনার প্রিয় মানুষের সান্নিধ্য আনন্দ ও মানসিক সন্তুষ্টি এনে দিতে পারে । আর্থিক ক্ষেত্রে যা হচ্ছে তা হতে দিতে হবে ৷ জীবনের সেরাটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে । আপনার অর্থকে অবশ্যই ফলদায়ক কার্যকলাপে কাজে লাগান । অফিসে আপনার দায়িত্ব নেওয়ার মতো উদ্যম থাকবে না । গভীর চিন্তা থেকে বিরত থাকুন ও আপনার কাজে তার প্রভাব পড়তে দেবেন না ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভাগ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে । ভালোবাসার মানুষকে খুশি করতে আপনার মাথায় বেশ কিছু রোম্যান্টিক চিন্তা-ভাবনা আসতে পারে । এর ফলে নিজের অনুভূতিগুলি প্রকাশ করা বেশ সহজ হয়ে যেতে পারে । স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে পারেন । ভাই-বোন ও সহকর্মীদের কাজে আপনি লাভবান হতে পারেন । কর্মক্ষেত্রে হাল না ছাড়ার মনোভাব আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারে । ভালোভাবে প্রোজেক্ট শেষ করার জন্য আপনি ঊর্ধ্বতনদের দ্বারা প্রশংসিত হতে পারেন । হাসিখুশি স্বভাবের জন্য ভবিষ্যতে আপনার আরও দায়িত্ব পেতে সুবিধা হতে পারে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: আজ আবেগজনিত জটিলতা সামলানো কঠিন হয়ে উঠতে পারে ৷ সাংসারিক জীবন একঘেয়ে ও নিস্তেজ মনে হতে পারে । যদিও বিনোদনমূলক কার্যকলাপে সময় কাটালে সম্পর্কের টান বজায় থাকবে । অর্থ আপনার জীবনের বেশিভাগটাই নির্ধারণ করে ৷ অর্থের অভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর্থিক ক্ষেত্রে যেহেতু নক্ষত্র আপনার সহায় থাকবে, এই সময়কে কাজে লাগিয়ে আপনার আয় বাড়িয়ে তুলুন । আপনার যোগাযোগের দক্ষতা কর্মক্ষেত্রে লোকজনকে প্রভাবিত করার ক্ষেত্রে কাজে আসবে । আপনার ব্যবহারিক সিদ্ধান্তগুলি যে বিচক্ষণ ও যুক্তিসঙ্গত তা আপনি নিশ্চিত করবেন, যার ফলে সাফল্য পাবেন ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজ সারাদিন আপনি ফুর্তির মেজাজে থাকবেন, যা কিনা আপনার প্রেম জীবনকে আকর্ষণীয় করে তুলবে । টাকাপয়সার ক্ষেত্রে আপনি আর্থিক পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারবেন । অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে গবেষণা করার ফলে আপনি উপার্জনের আরও রাস্তা এবং আয় বাড়ানোর উপায় খুঁজে পাবেন । পেশাগত দিকে, নতুন প্রকল্প শুরু করার জন্য আজ ভালো দিন । আপনার প্রতিভা, চিন্তাভাবনা ও লোকের সঙ্গে কথাবার্তা ও যোগাযোগের দক্ষতার সাহায্যে আপনি পরিচালনা জাতীয় কাজগুলি সাফল্যের সঙ্গে সামলাতে পারবেন ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে । মনের কথা খুলে বললে বিষয়গুলি মিটমাট করে ফেলতে পারেবন । আগামিদিনে পরিশ্রম বা প্রতিভার প্রতিদান পেতে পারেন ৷ কাজেই আর্থিক বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন । কর্মক্ষেত্রে তুচ্ছ বিষয়ের করণে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট হতে পারে । একাগ্রচিত্তে কাজে মনোনিবেশ করুন ৷ যাই হোক, ভুল কাজ শুধরে নেওয়ার ও উৎকর্ষতা নিশ্চিত করার জন্য আজ ভালো দিন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.