ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 20th DEC: ভালোবাসার মানুষের সঙ্গে কেমন কাটবে দিন, জানুন রাশিফলে - রাশিফল

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 20th DEC) ৷

ETV Bharat Horoscope
রাশিফল
author img

By

Published : Dec 20, 2022, 12:01 AM IST

ETV Bharat Horoscope
মেষ

মেষ: নিজের উপস্থাপন ক্ষমতা দেখানোর সুযোগ পেলে, তার সদ্ব্যবহার করুন । আপনার কথা বলার দক্ষতা সকলের প্রশংসা কুড়াবে । সন্তানরাও আপনাকে গর্বিত করতে পারে । পরিবারের প্রবীন মানুষগুলির জন্যও হাতে একটু সময় রাখুন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: স্বতঃস্ফূর্ততা-সহ আন্তরিকতা আজ আপনাকে চালিত করবে । চোখ-কান খোলা রাখুন, বিপদে পড়ার সম্ভাবনা থাকবে । আজ কোনও আইনি চুক্তিতে স্বাক্ষর করার আগে ভালো করে পড়ে নিন । রোগ নিরাময়ের থেকে প্রতিরোধ বেশি ভালো ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনি বুঝতে পারবেন যে ভালো কর্ম সবসময় ফল দেয় ৷ আপনি যদি অতীতে কোনও বাড়ি, অফিস বা অন্য কোনও সম্পত্তিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে তার থেকে ভালো লেনদেন হওয়ার আজ ৷ জীবনের সব ক্ষেত্রেই আপনি আজ যুক্তিযুক্ত আচরণ করবেন । গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ আপনি পাবেন ৷ কিন্তু দেখবেন অত্যধিক চিন্তা করার ফলে কাজে সমস্যা না সৃষ্টি হয় । আপনি সবার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারবেন । কাজের ব্যবহারিক দিকটিতে মন দিন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার পেশা একটি নির্ণায়ক মুহূর্তে পৌঁছবে । আপনি বদলি, পদোন্নতি বা বেতনবৃদ্ধির আশা করতে পারেন । এর পাশাপাশি আপনার দায়িত্বও বাড়বে । যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, আপনাকে সেই দিকে মন দিতে হবে । আজ আপনি অর্থ উপার্জনের জন্য খুব বেশি প্রয়াস করবেন না । আপনার মনে হবে এই প্রচেষ্টাগুলি সবই নিস্ফল । এছাড়াও আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানোর ইচ্ছা হবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: ব্যক্তিগত ক্ষেত্রে আপনি চাইবেন অন্যরকম কিছু করতে ৷ যাতে জীবনে একটু হলেও পরিবর্তন আসে । আপনার প্রিয়তমের সঙ্গে আপনার হয়ত কোনও বুদ্ধিদীপ্ত ও যৌক্তিক আলোচনা হবে । আপনার জীবনসঙ্গীকে উদ্দীপ্ত করতে রোম্যান্টিক হন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: অবিবাহিতদের প্রেমে পড়ার সম্ভাবনা আজ । অতীতে নেওয়া সিদ্ধান্তগুলি নিয়ে আপনি খুশি থাকবেন । আজ যে আর্থিক সিদ্ধান্ত নেবেন তাও আপনার অনুকূলে যাবে । আপনি আনন্দের সঙ্গে আপনার কাজ-ব্যবসা বাড়াবেন । আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনার মতামত খুব স্পষ্টভাবে ব্যক্ত করবেন ও যুক্তিসহকারে তা মানুষজনের সামনে পেশ করবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: কাজের জায়গায় আজ আপনাকে দু’টি বিষয় মাথায় রাখতে হবে ৷ তা হল যোগাযোগ স্থাপন ও ভাব প্রকাশ । আপনি দু’টি কাজই খুব ভালো করেন, তা সে ফোনে ব্যবসায়িক কথোপকথনই হোক, লেখা বা মিটিং । লোকের কাছে পৌঁছনো আজ কোনও সমস্যাই নয় । আপনি এমন একজন মানুষ যে সব কাজেই ভারসাম্য খোঁজেন এবং গ্রহের অবস্থানও তা সমর্থন করে । আপনার তুখর স্মৃতি,কর্মক্ষেত্রে আগের কোনও ত্রুটি শুধরোতে আপনাকে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: নক্ষত্রের প্রভাবে আজ আপনি প্রচুর অর্থ খরচ করবেন । আর এবার আপনি তা করবেন প্রিয় লোকদের জন্য । খুব বেশি বিশ্লেষণ ও সমালোচনা করার মানসিকতা সমস্যায় ফেলতে পারে । এরকম করার কোনও দরকার নেই । জীবনে যা যেভাবে ঘটছে সেভাবে গ্রহণ করতে শিখুন । মানুষের পক্ষে ভুল করা স্বাভাবিক ও তা শুধরে নেওয়া বুদ্ধিমানের কাজ । আপনি যদি বুঝতে পারেন যে ভুল দিকে এগোচ্ছেন, অবিলম্বে থেমে যান ও দিশা পরিবর্তন করুন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আজ অনেকগুলি বিশাল বিশাল ব্যবসায়িক মিটিং এর জন্য প্রস্তুত হন ৷ যার থেকে খুবই ভালো ফল পাবেন । গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়িক বিষয় নজরে রাখুন এবং ব্যবসাটি ভালোভাবে শিখুন । আজ মনোরম কিছু চমকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । আপনার প্রেম জীবনে মসৃণভাবেই চলবে, শুধুমাত্র আপনার প্রিয়জনের সঙ্গে কয়েকটি আবেগপ্রবণ মুহূর্ত ছাড়া । জটিলতা সামলানো সমস্যাজনক হবে । আজ অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: কর্মক্ষেত্রে, পরিচিতি ও পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে ৷ সহকর্মীরা এবারে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবেন না । বরং তারা নতুন এবং চ্যালেঞ্জিং কাজ হাতে নেওয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় অনুপ্রেরণা যোগাবেন । আপনি আপনার প্রিয়জনের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করবেন এবং তার ফলে ভুল-বোঝাবুঝিও মিটে যাবে ৷ আপনি স্বাচ্ছন্দ্য করবেন ভালোবাসার মানুষের কাছে ৷ আজ আপনি হয়তো পুরনো কথা ভেবে দেখার প্রয়োজনীয়তা বোধ করবেন না ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজ ভালো খবর আসতে পারে । পদোন্নতি, মুনাফা, স্কলারশিপ, যা নিয়েই আপনি কাজ করছেন তাই সম্ভবত বাস্তবে পরিণত হবে । আপনি প্রতিভাধর ও আপনি কঠিন থেকে কঠিন সমস্যারও অনায়াসেই সমাধান করে ফেলেন । মহাজন ও ব্রোকারদের দিন ভালো যাবে । আপনার প্রিয়জনের উদাসীনতার কারণে আপনি হয়ত মর্মাহত থাকবেন । স্বাস্থ্যের দিক থেকে আজ দিনটি অসাধারণ ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার খরচ অত্যধিক বেড়ে যাবে ৷ আপনাকে তার ওপর নিয়ন্ত্রণ করতে বাসনার মধ্যে পার্থক্য বুঝতে হবে । মনের শান্তির জন্য আপনি হয়ত ধ্যান করার চেষ্টা করবেন । নিজের প্রয়োজনের দিকে কম নজর দিয়ে আপনি হয়ত অন্যের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন ।

ETV Bharat Horoscope
মেষ

মেষ: নিজের উপস্থাপন ক্ষমতা দেখানোর সুযোগ পেলে, তার সদ্ব্যবহার করুন । আপনার কথা বলার দক্ষতা সকলের প্রশংসা কুড়াবে । সন্তানরাও আপনাকে গর্বিত করতে পারে । পরিবারের প্রবীন মানুষগুলির জন্যও হাতে একটু সময় রাখুন ।

ETV Bharat Horoscope
বৃষ

বৃষ: স্বতঃস্ফূর্ততা-সহ আন্তরিকতা আজ আপনাকে চালিত করবে । চোখ-কান খোলা রাখুন, বিপদে পড়ার সম্ভাবনা থাকবে । আজ কোনও আইনি চুক্তিতে স্বাক্ষর করার আগে ভালো করে পড়ে নিন । রোগ নিরাময়ের থেকে প্রতিরোধ বেশি ভালো ।

ETV Bharat Horoscope
মিথুন

মিথুন: আপনি বুঝতে পারবেন যে ভালো কর্ম সবসময় ফল দেয় ৷ আপনি যদি অতীতে কোনও বাড়ি, অফিস বা অন্য কোনও সম্পত্তিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে তার থেকে ভালো লেনদেন হওয়ার আজ ৷ জীবনের সব ক্ষেত্রেই আপনি আজ যুক্তিযুক্ত আচরণ করবেন । গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ আপনি পাবেন ৷ কিন্তু দেখবেন অত্যধিক চিন্তা করার ফলে কাজে সমস্যা না সৃষ্টি হয় । আপনি সবার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারবেন । কাজের ব্যবহারিক দিকটিতে মন দিন ।

ETV Bharat Horoscope
কর্কট

কর্কট: আপনার পেশা একটি নির্ণায়ক মুহূর্তে পৌঁছবে । আপনি বদলি, পদোন্নতি বা বেতনবৃদ্ধির আশা করতে পারেন । এর পাশাপাশি আপনার দায়িত্বও বাড়বে । যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, আপনাকে সেই দিকে মন দিতে হবে । আজ আপনি অর্থ উপার্জনের জন্য খুব বেশি প্রয়াস করবেন না । আপনার মনে হবে এই প্রচেষ্টাগুলি সবই নিস্ফল । এছাড়াও আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানোর ইচ্ছা হবে ।

ETV Bharat Horoscope
সিংহ

সিংহ: ব্যক্তিগত ক্ষেত্রে আপনি চাইবেন অন্যরকম কিছু করতে ৷ যাতে জীবনে একটু হলেও পরিবর্তন আসে । আপনার প্রিয়তমের সঙ্গে আপনার হয়ত কোনও বুদ্ধিদীপ্ত ও যৌক্তিক আলোচনা হবে । আপনার জীবনসঙ্গীকে উদ্দীপ্ত করতে রোম্যান্টিক হন ।

ETV Bharat Horoscope
কন্যা

কন্যা: অবিবাহিতদের প্রেমে পড়ার সম্ভাবনা আজ । অতীতে নেওয়া সিদ্ধান্তগুলি নিয়ে আপনি খুশি থাকবেন । আজ যে আর্থিক সিদ্ধান্ত নেবেন তাও আপনার অনুকূলে যাবে । আপনি আনন্দের সঙ্গে আপনার কাজ-ব্যবসা বাড়াবেন । আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনার মতামত খুব স্পষ্টভাবে ব্যক্ত করবেন ও যুক্তিসহকারে তা মানুষজনের সামনে পেশ করবেন ।

ETV Bharat Horoscope
তুলা

তুলা: কাজের জায়গায় আজ আপনাকে দু’টি বিষয় মাথায় রাখতে হবে ৷ তা হল যোগাযোগ স্থাপন ও ভাব প্রকাশ । আপনি দু’টি কাজই খুব ভালো করেন, তা সে ফোনে ব্যবসায়িক কথোপকথনই হোক, লেখা বা মিটিং । লোকের কাছে পৌঁছনো আজ কোনও সমস্যাই নয় । আপনি এমন একজন মানুষ যে সব কাজেই ভারসাম্য খোঁজেন এবং গ্রহের অবস্থানও তা সমর্থন করে । আপনার তুখর স্মৃতি,কর্মক্ষেত্রে আগের কোনও ত্রুটি শুধরোতে আপনাকে সাহায্য করবে ।

ETV Bharat Horoscope
বৃশ্চিক

বৃশ্চিক: নক্ষত্রের প্রভাবে আজ আপনি প্রচুর অর্থ খরচ করবেন । আর এবার আপনি তা করবেন প্রিয় লোকদের জন্য । খুব বেশি বিশ্লেষণ ও সমালোচনা করার মানসিকতা সমস্যায় ফেলতে পারে । এরকম করার কোনও দরকার নেই । জীবনে যা যেভাবে ঘটছে সেভাবে গ্রহণ করতে শিখুন । মানুষের পক্ষে ভুল করা স্বাভাবিক ও তা শুধরে নেওয়া বুদ্ধিমানের কাজ । আপনি যদি বুঝতে পারেন যে ভুল দিকে এগোচ্ছেন, অবিলম্বে থেমে যান ও দিশা পরিবর্তন করুন ।

ETV Bharat Horoscope
ধনু

ধনু: আজ অনেকগুলি বিশাল বিশাল ব্যবসায়িক মিটিং এর জন্য প্রস্তুত হন ৷ যার থেকে খুবই ভালো ফল পাবেন । গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়িক বিষয় নজরে রাখুন এবং ব্যবসাটি ভালোভাবে শিখুন । আজ মনোরম কিছু চমকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না । আপনার প্রেম জীবনে মসৃণভাবেই চলবে, শুধুমাত্র আপনার প্রিয়জনের সঙ্গে কয়েকটি আবেগপ্রবণ মুহূর্ত ছাড়া । জটিলতা সামলানো সমস্যাজনক হবে । আজ অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে ।

ETV Bharat Horoscope
মকর

মকর: কর্মক্ষেত্রে, পরিচিতি ও পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে ৷ সহকর্মীরা এবারে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবেন না । বরং তারা নতুন এবং চ্যালেঞ্জিং কাজ হাতে নেওয়ার জন্য আপনাকে প্রয়োজনীয় অনুপ্রেরণা যোগাবেন । আপনি আপনার প্রিয়জনের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করবেন এবং তার ফলে ভুল-বোঝাবুঝিও মিটে যাবে ৷ আপনি স্বাচ্ছন্দ্য করবেন ভালোবাসার মানুষের কাছে ৷ আজ আপনি হয়তো পুরনো কথা ভেবে দেখার প্রয়োজনীয়তা বোধ করবেন না ।

ETV Bharat Horoscope
কুম্ভ

কুম্ভ: আজ ভালো খবর আসতে পারে । পদোন্নতি, মুনাফা, স্কলারশিপ, যা নিয়েই আপনি কাজ করছেন তাই সম্ভবত বাস্তবে পরিণত হবে । আপনি প্রতিভাধর ও আপনি কঠিন থেকে কঠিন সমস্যারও অনায়াসেই সমাধান করে ফেলেন । মহাজন ও ব্রোকারদের দিন ভালো যাবে । আপনার প্রিয়জনের উদাসীনতার কারণে আপনি হয়ত মর্মাহত থাকবেন । স্বাস্থ্যের দিক থেকে আজ দিনটি অসাধারণ ।

ETV Bharat Horoscope
মীন

মীন: আপনার খরচ অত্যধিক বেড়ে যাবে ৷ আপনাকে তার ওপর নিয়ন্ত্রণ করতে বাসনার মধ্যে পার্থক্য বুঝতে হবে । মনের শান্তির জন্য আপনি হয়ত ধ্যান করার চেষ্টা করবেন । নিজের প্রয়োজনের দিকে কম নজর দিয়ে আপনি হয়ত অন্যের প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.